• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সুন্দরী হয়েও মিলেছে মা-কাকিমার রোল! কেন আজও ভালো চরিত্রে ব্রাত্য অদিতি চ্যাটার্জী? রইল কারণ

টেলিভিশনের পর্দায় অভিনেতা অভিনেত্রীদের দেখে অনেকেই মনে প্রাণে অভিনয়ের জগতে আসতে চান। চেষ্টাও করেন অনেকেই, তবে সবার ক্ষেত্রে অভিনয় জগৎ সমান সাফল্য এনে দেয় মা। হটাৎ কেন এই কথা? কারণ টিভিতে দেখলে বেশ ঝাঁ চকচকে আর রঙিন লাগলেও বাস্তবে কিন্তু তেমনটা হয় না। টেলিভিশন স্ক্রিন অবধি পৌঁছানোর রাস্তা মোটেই সহজ নয়। তার ওপর অভিনয়ে একবার জনপ্রিয়তা পেলেই যে কাজ মিলতে থাকবে তারও কোনো গ্যারেন্টি নেই।

টলি পাড়ায় এমন অনেক প্রতিভাবান তারকা রয়েছেন যারা সংগ্রাম করে নিজেদের জায়গা ধরে রেখেছেন। আবার অনেকেই প্রতিভা থাকা সত্ত্বেও যোগ্য মর্যাদা পাননি। টেলিভিশন জগতের জনপ্রিয় একজন অভিনেত্রী অদিতি চ্যাটার্জী। সিরিয়ালের দৌলতে প্রতিটা বাঙালি দর্শকের কাছেই তিনি বেশ পরিচিত। মেগা সিরিয়ালে দুর্দান্ত অভিনয় করে মন জিতেছেন অভিনেত্রী।

   

Television actress Aditi Chatterjee

একসময় ‘এক আকাশের নিচে’ সিরিয়াল দিয়ে শুরু হয়েছিল পথ চলা। সিরিয়ালে ‘নন্দিনী’ চরিত্রে অভিনয় প্রশংসিত হয়েছিল। এরপর থেকে একাধিক সিরিয়ালে দেখা গিয়েছে অদিতি চ্যাটার্জিকে। শুধু সিরিয়ালের সীমাবদ্ধ থাকেন নি অভিনেত্রী, কাজ করেছেন রুপোলি পর্দার বাংলা ছবিতেও। টলিউডের ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চ্যাটার্জীর সাথেও কাজ করেছেন।

এমন একজন প্রতিভাবান ও সুন্দরী অভিনেত্রী হয়েও যোগ্য সন্মান পাননি অভিনেত্রী, এমনটাই বলছেন নেটিজেনদের অনেকে। কিন্তু হটাৎ কেন এমন কথা উঠল? এর কারণ বেরিয়ে এসেছে নেটিজেনদের আলোচনার মধ্যে দিয়েই। অনেকেরই মত দেখতে যেমন সুন্দরী তেমনি দুর্দান্ত অভিনয়ও করেন। এমনকি বয়সও এমন কিছু নয়, তবুও মা কাকিমার চরিত্রেই বার বার দেখা মিলেছে অভিনেত্রীর।

Aditi Chatterjee in Pilu Serial

সিরিয়ালের পাশাপাশি সিনেমাতেও কাজ করেছেন, কিন্তু সেখানেও পার্শ্বচরিত্রে দেখা গিয়েছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে কাজ করলেও ফিল্মি কেরিয়ারে সেভাবে এগোনো হয়নি। বেশ কিছু বাংলা সিনেমায় কাজ করলেও সেভাবে পরিচিত তৈরী হয়নি। বর্তমানে অভিনেত্রীকে ‘পিলু’ সিরিয়ালে দেখা যাচ্ছে। কিন্তু সিরিয়ালে মূলত মায়ের চরিত্রই কেন?

এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানান, আসলে একটা বয়সের পর এটা মেনে নিতে হয়। তাছাড়া ছোটপর্দার কাজ বেশ পছন্দ অভিনেত্রীর। মাঝে ইন্ডাস্ট্রি থেকে কিছুদিন বিরতি নিয়েছিলেন সংসারের জন্য, এরপর আবারও ফিরে এসেছেন। তবে দর্শকদের কাছে মায়ের চরিত্রে হলেও অভিনেত্রীর জনপ্রিয়তা রয়েছে বেশ।