• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দেব-অঙ্কুশ ‘মহানায়ক’, রাজনীতি করেন না বলে জিৎ বাদ? রাগে ফুঁসছে অভিনেতার অনুরাগীরা

Published on:

Jeet,Tollywood,Actor,Tollywood actor,Mahanayak Samman,Entertainment,Entertainment news,জিৎ,টলিউড,অভিনেতা,টলিউড অভিনেতা,মহানায়ক সম্মান,বিনোদন,বিনোদনের খবর,Jeet Mahanayak Samman,Mahanayak Samman 2023,জিৎ মহানায়ক সম্মান,মহানায়ক সম্মান ২০২৩

‘মহানায়ক সম্মান’ (Mahanayak Samman) প্রাপকদের নাম প্রকাশ্যে আসলেই প্রত্যেক বছর কোনও না কোনও বিতর্ক হয়। কিংবদন্তি উত্তম কুমারের নামে নামাঙ্কিত এই পুরস্কার যাদের হাতে তুলে দেওয়া হয়েছে তাঁদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন নেটিজেনদের একাংশ। এই বছর শুভশ্রী গঙ্গোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, কোয়েল মল্লিক, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়দের ‘মহানায়ক সম্মান’ পাওয়া নিয়েও শুরু  হয়েছে চর্চা-আলোচনা।

গত বছর ‘মহানায়ক সম্মান’এ ভূষিত হয়েছিলেন সোহম চক্রবর্তী এবং নুসরত জাহান। এর আগে এই পুরস্কার পেয়েছিলেন দেব এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। প্রত্যেক বছর বদলেছে পুরস্কার প্রাপকদের নাম। তবে এই তালিকা থেকে বরাবর ব্রাত্য থেকেছে একটি নাম। আর সেটি হল বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির (Tollywood) নামী সুপারস্টার জিৎ (Jeet)।

Jeet, Jeet Mahanayak Samman

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পরবর্তী সময়ে টলিউডে একা শাসন করেছেন জিৎ। অবাঙালি হয়েও বাঙালি দর্শকদের মন জয় করেছেন তিনি। কয়েক দশক দীর্ঘ ফিল্মি কেরিয়ারে সিনেপ্রেমী মানুষদের প্রচুর হিট ছবি উপহার দিয়েছেন তিনি। মূলত বাণিজ্যিক ছবিতে অভিনয় করলেও ভিন্ন ধারার সিনেমাতেও এখন দেখা যায় জিৎকে।

এমন প্রতিভাবান, এত দক্ষ একজন অভিনেতা এখনও ‘মহানায়ক সম্মান’ না পাওয়ায় অবাক হয়েছেন অনেকেই। গত বছরও এই বিষয়টি নিয়ে সুর চড়িয়েছিলেন জিতের অনুরাগী সহ একাধিক সিনেপ্রেমী মানুষরা। সোহম ‘মহানায়ক সম্মান’ পেলেও কেন জিৎ পেলেন না? উঠেছিল সেই প্রশ্নও।

Jeet, Jeet Mahanayak Samman

এই বছরও অঙ্কুশ ‘মহানায়ক সম্মান’ পাওয়ার পর মাথাচাড়া দিয়ে উঠেছে বিতর্ক। এবারও অনেকে দাবি করেছেন, এই প্রজন্মের অভিনেতাদের মধ্যে ‘মহানায়ক সম্মান’এ ভূষিত হওয়ার দাবিদার একমাত্র জিৎ। কিন্তু অভিনেতা রাজনীতি থেকে দূরে থাকেন বলেই কি এখনও সম্মান পেলেন না? উঠছে সেই প্রশ্নও।

টলিউডের ‘বস’র ‘মহানায়ক সম্মান’ না পাওয়া নিয়ে বিস্তর বিতর্ক হলেও জিৎ নিজে কিন্তু এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি। অভিনেতার হয়ে প্রশ্ন করছেন তাঁর অনুরাগী সহ একাধিক সিনেপ্রেমী মানুষরা। যোগ্যতা থাকা সত্ত্বেও জিৎ ‘মহানায়ক সম্মান’ না পাওয়ায় ‘অবিচারের’ অভিযোগ তুলেছেন তাঁরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥