গসিপছবিবিনোদন

সৌন্দর্যে হার মানতেন ঐশ্বর্যকেও! তবুও কেন হারিয়ে গেলেন ‘সির্ফ তুম’ ছবির সুন্দরী অভিনেত্রী?

বলিউডের (Bollywood) আইকনিক ছবিগুলির মধ্যে নাম থাকবে ‘সির্ফ তুম’এর (Sirf Tum)। সঞ্জয় কাপুর, প্রিয়া গিল (Priya Gill) অভিনীত সেই সিনেমা এখনও গেঁথে রয়েছে দর্শকমনে। এই ছবির মাধ্যমেই রাতারাতি তারকা হয়ে গিয়েছিলেন প্রিয়া। নিজের শিশুসুলভ ব্যবহারের মাধ্যমেই প্রত্যেকের মন জয় করে নিয়েছিলেন তিনি। যদিও বেশ অনেক বছর হয়ে গেল পর্দায় দেখা নেই অভিনেত্রীর। প্রায়ই তাঁর কথা মনে পড়ে অনুরাগীদের।

‘সির্ফ তুম’ খ্যাত প্রিয়া এমন একজন নায়িকা (Sirf Tum actress) যিনি শুধুমাত্র বলিউডেই নয়, বহু আঞ্চলিক ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন। মালায়ালম, তামিল, তেলেগুর সঙ্গে ভোজপুরী, পাঞ্জাবি ইন্ডাস্ট্রিতেও চুটিয়ে কাজ করেছেন তিনি। পাশাপাশি মডেলিংয়ের দুনিয়ায়রও পরিচিতি মুখ ছিলেন প্রিয়া। ‘মিস ইন্ডিয়া ১৯৯৫’এর দ্বিতীয় রানার আপ ছিলেন এই সুন্দরী নায়িকা।

Priya Gill

প্রিয়া বলিউডে পা রেখেছিলেন ‘তেরে মেরে স্বপ্নে’ ছবির মাধ্যমে। এই সিনেমায় তাঁর সঙ্গে অভিনয় করেছিলেন আরশাদ ওয়ার্সি, চন্দ্রচূড় সিংয়ের মতো নামী অভিনেতারা। যদিও সেই ছবি বক্স অফিসে ছাপ ফেলতে পারেনি। কিন্তু প্রথম ছবিতেই নিজের রূপের জন্য নজর কেড়েছিলেন প্রিয়া।

প্রথম ছবি ফ্লপ হওয়া সত্ত্বেও প্রিয়া ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘সির্ফ তুম’এ কাস্ট করা হয়েছিল। বক্স অফিসে দারুণ সফল হয়েছিল এই সিনেমা। রাতারাতি ‘স্টার’ হয়ে যান অভিনেত্রী। এরপর ‘জোশ’ (২০০০), ‘রেড’এর (২০০২) মতো ছবিতে অভিনয় করেছিলেন প্রিয়া। অনেকেই বলতেন সৌন্দর্যের নিরিখে, প্রিয়ার কাছে ঐশ্বর্য রাইকেও ফিকে লাগে! অত্যন্ত সুন্দরী হওয়া সত্ত্বেও অবশ্য তিনি বলিউডে সেভাবে ছাপ ফেলতে পারেননি।

Priya Gill, Sirf Tum actress

শেষমেষ ২০০৬ সালে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে দূরত্ব তৈরি করে নেওয়ার সিদ্ধান্ত নেন ‘সির্ফ তুম’ অভিনেত্রী। বলিউডের পাট চুকিয়ে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেন প্রিয়া। কিন্তু সেখানেও বিশেষ সফলতা পাননি তিনি। অবশেষে নিজের অভিনয় কেরিয়ারে ইতি টানার সিদ্ধান্ত নেন অভিনেত্রী।

Sirf Tum actress Priya Gill now

দেখতে দেখতে প্রায় ১৭ বছর হয়ে গিয়েছে প্রিয়াকে পর্দায় দেখা যায়নি। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, এখন ভারতে নয়, বরং ডেনমার্কে থাকেন অভিনেত্রী। বিয়ের পর সেখানেই সুখে সংসার করছেন এই সুন্দরী নায়িকা।

Back to top button