• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিশন ইমপসিবল রিমেক করতে চেয়েছিলেন ভাইজান! ঋষি কাপুর ও সলমন খানের এই ছবি রিলিজ হয়নি আজও

Published on:

Salman Khan Rishi Kapoor tried to remake tom cruise movie but never released

রিমেক ছবি বিনোদন দুনিয়ায় একেবারেই নতুন নয়। চলতি বছর রিলিজ হওয়া আমির খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’ই যেমন হলিউড (Hollywood) ক্ল্যাসিক ‘ফরেস্ট গাম্প’এর হিন্দি রিমেক ছিল। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল এই সিনেমা। যদিও এই প্রথম নয়, এর আগেও বলিউডের (Bollywood) বহু সিনেমা হলিউড থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছিল। আজকের প্রতিবেদনে সলমন খান (Salman Khan)-ঋষি কাপুরের (Rishi Kapoor) এমন এক ছবির কাহিনী তুলে ধরা হল।

হলিউড ছবির রিমেকের লিস্টে নাম তুলতে চেয়েছিলেন সলমনও। একটি ক্ল্যাসিক ইংরেজি সিনেমা হিন্দিতে তৈরি করতে চেয়েছিলেন তিনি। সেই ছবিতে ছিলেন ঋষি কাপুরও। এখন নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে কোন সিনেমা রিমেক করতে চেয়েছিলেন সলমন?

Salman Khan Rishi Kapoor

বিভিন্ন নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ১৯৮৮ সালে রিলিজ হওয়া ‘রেইন ম্যান’ (Rain Man) ছবির হিন্দি রিমেক করতে চেয়েছিলেন ভাইজান। হলিউডি এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন টম ক্রুজ এবং জাস্টিন হফম্যান।

জানা যায়, ‘রেইন ম্যান’এর হিন্দি রিমেকে টমের ভূমিকায় সলমন এবং জাস্টিনের ভূমিকায় ঋষির অভিনয় করার কথা ছিল। ছবির গল্প অনুযায়ী, ঋষিকে দেখা যেত সলমনের মানসিক ভারসাম্যহীন ভাইয়ের চরিত্রে। ছবির নাম রাখা হয়েছিল ‘সওতেলে’ (Soutelay)। ঘোষণা করা হয়েছিল ছবির কথা। মুক্তি পেয়েছিল সাদা-কালো পোস্টারও।

Rain Man Hindi remake, Soutelay movie

রিলিজ হওয়া সেই পোস্টারে সলমন এবং ঋষিকে দেখা গিয়েছিল। এখনও মাঝেমধ্যেই নেটদুনিয়ায় দেখা যায় ‘সওতেলে’ ছবির সেই পোস্টার। সিনেমার চিত্রনাট্য লিখেছিলেন ভাইজানের বাবা অর্থাৎ নামী চিত্রনাট্যকার সেলিম খান। তবে অজানা কোনও এক কারণে মাঝপথেই বন্ধ হয়ে যায় অশোক পাঞ্জাবি পরিচালিত এই সিনেমার কাজ। পরে অবশ্য ‘রেইন ম্যান’এর একটি কনসেপ্ট ‘যুবরাজ’এ ব্যবহার করেন সলমন।

প্রসঙ্গত, ‘সওতেলে’তে না হলেও এরপর ঋষি কাপুরের সঙ্গে বেশ কয়েকটি সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন সলমন। তবে শেষের দিকে দুই অভিনেতার মধ্যে সম্পর্ক খানিক তিক্ত হয়ে গিয়েছিল। শোনা যায়, ঋষি-পুত্র রণবীর কাপুরকে একবার এক পার্টিতে থাপ্পড় মেরেছিলেন ভাইজান। পরে সেলিম খান নিজে সেই জন্য ঋষির কাছে ক্ষমা চেয়েছিলেন। কিন্তু তাও তিক্ততা মেটেনি। বর্ষীয়ান অভিনেতার মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় ক্ষমাও চেয়েছিলেন সলমন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥