টলিউডের অভিনেত্রী রাইমা সেন (Raima Sen)। মা মুনমুন সেন (Mummum Sen), দিদিমা সুচিত্রা সেন (Suchitra Sen) এই ঐতিহ্যের বাহক হলেও নিজের অভিনয়ের দক্ষতা এবং ব্যক্তিত্ব দিয়েই টলিউডে নিজের আসন পোক্ত করেছেন অভিনেত্রী। ঋতুপর্ণ ঘোষ থেকে সৃজিত মুখার্জি প্রত্যেকের ছবিই একাধিকবার হয়ে উঠেছে রাইমা নির্ভর। ভাঙা ভাঙা বাংলা উচ্চারণেই তিনি মন জিতেছেন আপামর বাঙালির, তার চোখের জাদুতেও কাত ভক্তবৃন্দ।
হইচই সহ একাধিক ওটিটি প্ল্যাটফর্মে ছোট ছবি, ওয়েব সিরিজে চুটিয়ে অভিনয় করেছেন রাইমা সেন। বাংলার পাশাপাশি হিন্দি, তামিল সিনেমাতেও নিজের জায়গা পোক্ত করে নিয়েছেন অভিনেত্রী। বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে একাধিক সাহসী দৃশ্যেও। বড়পর্দায় তাকে শেষ দেখা গিয়েছিল সৃজিত মুখার্জি পরিচালিত ‘দ্বিতীয় পুরুষ’ ছবিতে।
অভিনেত্রী চাইলেই বলিউডের ছবিতে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারতেন। বলিউডের বহু ছবির জন্য অফার পর্যন্ত পেয়েছিলেন। কিন্তু বলিউডে নিজেকে তুলে এধরতে পারেননি রাইমা সেন। অথচ তার অভিনয়ের দক্ষতা কিন্তু কোনো অংশেই কম নয়। অভিনেত্রীর অভিনয় সর্বদাই প্রসংশিত হয়েছে দর্শক তথা ছবি সমালোচক মহলে। তাহলে কি কারণে বলিউডে যাওয়া হল না অভিনেত্রীর?
সম্প্রতি দর্শকদের এই কৌতূহলের অবসান ঘটিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী রাইমা সেন। তার মতে বাংলা ছবির জগতে একাধিক প্রতিশ্রুতির যেতেই অনেক বলিউডের ছবি হাত ছাড়া হয়েছে। কিভাবে? সেক্ষেত্রে অভিনেত্রী বলেন হনিমুন ট্র্যাভেলস প্রাইভেট লিমিটেড (Honeymoon Travels Pvt Ltd) ও পরিণীতা (Parineeta) ছবি হিট হলে একাধিক ছবির হিন্দি ছবির জন্য অফার আসত। কিন্তু তখন কলকাতায় বা টলিউডের কোনো কাজ ব্যস্ত থাকায় যেতে পারতেন না অভিনেত্রী।
মুম্বাই থেকে হয়তো ২-৩ দিনের জন্য ডেকে পাঠানো হত। কিন্তু কাজ ছেড়ে চলে যাওয়াটা একেবারেই পছন্দ ছিল না রাইমা সেনের। তাই এভাবেই বহু ছবির কাজ ছেড়ে দিয়েছেন। যেখানে বাকিরা একসাথে একাধিক ছবি সাইন করেন সেখানে রাইমা একসময়ে একটি ছবিতেই কাজ করেন। তবে সম্প্রতি ওটিটি প্লাটফর্মে দ্য লাস্ট আওয়ারে (The Last hour) এ কাজ করছেন রাইমা। এবার সেই ওয়েব সিরিজের রিলিজ নিয়েই ব্যস্ত আছেন খানিক।