• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

স্ত্রীয়ের সাফল্যে হিংসা নাকি পরকীয়া! কেন ভেঙেছিল প্রসেনজিৎ-দেবশ্রীর বিয়ে? রইল আসল কারণ

Published on:

Prosenjit Chatterjee Debashree Roy Marriage didnot worked

টলিউডে বহু নায়ক-নায়িকার মধ্যে সম্পর্ক গড়ে উঠেছে, আবার সেই সম্পর্ক ভেঙেছে। কোনও কোনও সম্পর্ক স্থায়ী হয়েছে মাত্র কয়েক মাস, আবার কোনও কোনও সম্পর্ক বিয়ে অবধি গড়িয়েও টেকেনি। কয়েক বছর পর তা ভেঙে গিয়েছে। এই তালিকায় টলিপাড়ার বহু নামী তারকা জুটির নাম রয়েছে। তবে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি যে তারকা জুটির সম্পর্ক নিয়ে চর্চা হয়, তা হল, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) এবং দেবশ্রী রায়ের (Debashree Roy) সম্পর্ক।

টলিউডের বুম্বাদার প্রথম স্ত্রী যে নামী অভিনেত্রী দেবশ্রী রায়, তা অনুরাগীদের প্রায় সকলেই জানেন। কিন্তু সেই বিয়ে কেন মাত্র ৩ বছর স্থায়ী হয়েছিল? ঠিক কোন কারণে এই তারকা দম্পতির বিয়ে ভেঙেছিল?  আজও এই প্রশ্ন অনুরাগীদের মনে রয়ে গিয়েছে। তবে জবাব মেলেনি।

Prosenjit chatterjee and Debashree Roy

২০১৮ সালে যেমন একবার এক সাক্ষাৎকারে নাকি দেবশ্রীকে তাঁর প্রাক্তন স্বামীর বিষয়ে জিজ্ঞেস করা হয়েছিল। যা শুনে নাকি ছলবলে স্বভাবের নায়িকা খানিকটা মেজাজ হারিয়েছিলেন। সঙ্গেই এও বলে দিয়েছিলেন, প্রসেনজিৎকে নিয়ে কোনও প্রশ্নের জবাব তিনি দিতে চান না। তবে ছোটবেলার বন্ধু এবং প্রাক্তন স্বামীর সঙ্গে দেবশ্রীর সম্পর্ক এতটা তিক্ত কেন হয়েছে? আজ জানা যাক, সেই উত্তর।

১৯৯২ সালে গাঁটছড়া বেঁধেছিলেন প্রসেনজিৎ এবং দেবশ্রী। তবে শোনা যায়, বিয়ের পরই এই তারকা দম্পতির সংসারে অশান্তি শুরু হয়েছিল। শেষমেশ তিন বছর পর, অর্থাৎ ১৯৯৫ সালে বিবাহবিচ্ছেদ হয়ে যায় তাঁদের। তারকা দম্পতির বিচ্ছেদ নিয়ে বহু কারণ শোনা গিয়েছিল।

Prosenjit chatterjee and Debashree Roy

কেউ কেউ বলতেন, ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘উনিশে এপ্রিল’ ছবির জন্য দেবশ্রীর জাতীয় পুরস্কার পাওয়ার পর থেকেই এই তারকা দম্পতির সংসারে অশান্তি শুরু হয়। স্ত্রীয়ের সাফল্য নাকি সহ্য করতে পারেননি বুম্বাদা। উল্লেখ্য এই ছবিতেই শেষবারের মতো একসঙ্গে দেখা গিয়েছিল প্রসেনজিৎ-দেবশ্রীকে। আবার তাঁদের বিয়ে ভাঙা নিয়ে অনেকে এও বলেন, বিবাহিত অবস্থাতেই নাকি দেবশ্রী প্রাক্তন ক্রিকেটার সন্দীপ পাটিলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। যে কারণে এই তারকা দম্পতির সংসারে ফাটল ধরেছিল এবং শেষমেশ তা ভেঙে যায়।

তবে শুধু এই দুই কারণই নয়, টলিপাড়ার অন্দরে কান পাতলে শোনা যায়, প্রসেনজিৎ নাকি দেবশ্রীকে বলেছিলেন বিয়ের পর কাজ ছেড়ে সংসার এবং মাতৃত্বের ওপর মনোনিবেশ করতে। কিন্তু নায়িকা সেই সময় নিজের কেরিয়ারের শীর্ষে ছিলেন এবং ফিল্মি কেরিয়ারকে বিদায় জানানোর এই প্রস্তাব মানতে পারেননি। সেই কারণে এই তারকা দম্পতির বিয়ে ভেঙে যায়।

Prosenjit Chatterjee

তবে কারণ যাই হোক না কেন, দুই তারকাই এখন নিজেদের জীবনে এগিয়ে গিয়েছেন। প্রসেনজিৎ’এর সঙ্গে বিয়ে ভাঙার পর নিজের কাজ নিয়ে ব্যস্ত আছেন দেবশ্রী। অপরদিকে প্রথম বিয়ে ভাঙার পর ১৯৯৭ সালে অপর্ণা গুহঠাকরতার সঙ্গে পরিণয় সূত্রে বাঁধা পড়েছিলেন বুম্বাদা। ২০০২ সালে ডিভোর্স হয়ে যায় তাঁদের। এরপর অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। তাঁদের সন্তানের নাম তৃষাণজিৎ।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥