যত দিন যাচ্ছে মানুষ ততই আধুনিক হচ্ছে। অগ্রগতি আর প্রযুক্তির যুগে ইন্টারনেট স্মার্টফোনকে আরো বেশি করে আপন করে নিচ্ছে মানুষ। আর স্মার্টফোন মানেই সোশ্যাল মিডিয়া। বাচ্চা থেকে বুড়ো এখন সকলেই কম বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। বিশেষত করোনা মহামারীর কারণে হওয়া দীর্ঘ লকডাউনে মানুষের বেশিরভাগ সময়টাই কেটেছে অনলাইনে সোশ্যাল মিডিয়াতে। আসলে সোশ্যাল মিডিয়াতে প্রতিদিনই হাজারো ভাইরাল ভিডিও (Viral Video) দেখা যায়। যা দেখতে দেখতে সময় কেটে যায়।
ভাইরাল ভিডিওগুলিতে নানান ধরণের জিনিস দেখতে পাওয়া যায়। হাসরি ভিডিও থেকে শুরু করে অবাক করে দেবার মত সব কান্ড কারখানা দেখা যায় এই ভিডিওগুলিতে। আবার শুধু যে মানুষের ভিডিও দেখা যায় তাও নয় পশু পাখিদেরকেও দেখা যায় এই ভিডিওগুলিতে। এই ভিডিও গুলির মধ্যে সবচেয়ে বেশি কমন হল প্রাঙ্ক ভিডিও। প্রাঙ্ক ভিডিও হল আসলে মজা করার উদ্যেশে কিছু কাজ করা ও সেটিকে ভিডিও করে রেকর্ড করা।
সোশ্যাল মিডিয়াতে প্রাঙ্ক (Prank) ভিডিও প্রচুর রয়েছে। সম্প্রতি একটি প্রাঙ্ক ভিডিও বেশ ভাইরাল হয়ে পড়েছে নেটপাড়ায়। আসলে করোনা ভাইরাসের কারণে হওয়া মহামারীতে কোটি কোটি লোক ক্ষতিগ্রস্ত হয়েছেন। দীর্ঘ লকডাউনের পরে জনজীবন স্বাভাবিক হচ্ছে। তবে, করোনা এখনো শেষ হয়নি তাই ভাইরাসের হাত থেকে বাঁচার জন্য মাস্ক পড়া ও সামাজিক দূরত্ব বিধি বজায় রাখার কথা বলা হচ্ছে বারবার। কিন্তু তাও কিছু মানুষ এখনো সচেতন হননি। দিব্যি মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছেন রাস্তায়। এবার তাদের জব্দ করতেই করা হয়েছে একটি প্রাঙ্ক ভিডিও।
ভিডিওতে একটি ব্যস্ত রাস্তার মাঝে এক ব্যক্তিকে মাস্ক ছাড়া দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে থেকে পুলিশের পোশাকে আরেক জন তাকে এসে মারতে শুরু করছেন কারণ সে মাস্ক পড়েনি তাই। যদিও গোটা ঘটনাটাই একটি প্রাঙ্ক কিন্তু পুলিশ দেখেই কেউ ব্যাগ থেকে তো কেউ পকেট থেকে মাস্ক বার করে মুখে দিচ্ছেন। আবার কেউ কেউ তো উল্টোপথে হাঁটা দিচ্ছেন। এই গোটা ঘটনাটি ক্যামেরাবন্দি করে শেয়ার করা হয়েছে। আর এই ভিডিওটিই বর্তমানে দুরন্ত গতিতে ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে।
तरीका अच्छा अपनाया हैं मास्क पहनवाने का ???????????????? pic.twitter.com/Q4sRSQgweC
— Nikhil Aggarwal (@iNikhilAgg) January 2, 2021