• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আত্মসম্মানবোধ ছিল প্রবল! রাজ কাপুর সহ এই ৫ তারকার সাথে কথাও বলতেন না সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর

Published on:

Lata Mangeshkar did not speak with Rafi, Dilip Kumar and other celebs, know the reasons

সুরস্ম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) কণ্ঠে আজও মুগ্ধ আপামর দেশবাসী। তাঁর কণ্ঠস্বর যেমন ছিল কোকিলের আওয়াজের মতো মিষ্টি, তেমনই সুন্দর ছিল তাঁর ব্যবহার। তবে আপনি কি জানেন, মাটির মানুষ হলেও, দরকারে কিন্তু ইস্পাত কঠিনও হতে পারতেন গায়িকা? বলিউডের এমন অনেক তারকা রয়েছেন যাদের সঙ্গে কথা বলা বন্ধ ছিল সুরসম্রাজ্ঞীর। আজকের প্রতিবেদনে রাজ কাপুর, মহম্মদ রফি-সহ ৫ তারকার সঙ্গে লতার মনোমালিন্যের অজানা কাহিনী তুলে ধরা হল।

বলিউডের অন্যতম নামী এক ব্যক্তিত্ব হলেন রাজ কাপুর (Raj Kapoor)। একবার লতা নিজেই জানিয়েছিলেন, তাঁর সঙ্গে অভিনেতার রয়্যালিটি নিয়ে কিছু সমস্যা হয়েছিল। কোকিলকণ্ঠীকে নিজের ছবিতে গান গাওয়ার প্রস্তাব দিলেও, রয়্যালটি দিতে চাননি তিনি। গায়িকা তখন নাকি এক অন্য প্রযোজকের উদাহরণ দিয়ে বলেছিলেন, ‘আমায় অমুক প্রযোজক রয়্যালটি দিয়েছেন, আপনাকেও দিতে হবে’।

Lata Mangeshkar

যা শুনে রাজ কাপুর বলেন, ‘আমি রাজ কাপুর। আমার সঙ্গে ওঁর তুলনা করছেন?’ এরপর গায়িকা তাঁকে বলেছিলেন রাগ না করতে। তবে রয়্যালটি ছাড়া তাঁর পক্ষে গাওয়া সম্ভব নয়। গায়িকার কথায়, ‘আমি ব্যবসা করতে এসেছি। আমার কাছে রাজ কাপুর এবং উনি এক। তবে এই নিয়ে ঝগড়ার কোনও ব্যাপার নেই। আমি বলেছিলাম অন্য গায়িকা খুঁজে নিতে’।

Raj Kapoor

একই রকমভাবে মহম্মদ রফির (Mohammed Rafi) সঙ্গেও মনোমালিন্য হয়েছিল লতার। সেই কারণে ৪ বছর রফির সঙ্গে কোনও গান গাননি তিনি। লতা রফিকে সাফ বলে দিয়েছিলেন, ‘আপনার সঙ্গে আমি গান গাইবই না’। এমনকি তাঁর সঙ্গে স্টেজও শেয়ার করতেন না লতা। শোনা যায়, পরে লতার কাছে ক্ষমা চেয়ে চিঠি লিখেছিলেন রফি।

Mohammed Rafi

কিংবদন্তি সচিন দেব বর্মনের (Sachin Dev Barman) সঙ্গে কথা বন্ধ ছিল লতার। অনেকেই হয়তো জানেন, তাঁর সঙ্গে ৮ বছর কাজ করেননইই কোকিল কণ্ঠী। শোনা যায়, একবার নাকি এক সাক্ষাৎকারে সচিনবাবু বলেছিলেন, তিনিই নাকি লতার কেরিয়ার তৈরি করেছেন। আর একথা শুনেই বেজায় চটে যান গায়িকা। পরে অবশ্য সচিন দেব বর্মণই নিজে সেই ঝগড়া মিটিয়েছিলেন।

Sachin Dev Burman

এই তিন কিংবদন্তির মতোই ‘রাখি ব্রাদার’ দিলীপ কুমারের (Dilip Kumar) সঙ্গে ১৩ বছর কথা বন্ধ ছিল লতার। আসলে ১৯৫৭ সালে ‘মুসাফির’ ছবিতে অনেক প্রশিক্ষণ নিয়ে লতার সঙ্গে গান গেয়েছিলেন অভিনেতা। কিন্তু গাইবার আগে নার্ভাস হয়ে যান। ব্র্যান্ডি খেয়ে গানটি গেয়েছিলেন তিনি।

এরপরই নাকি মারাঠিদের উর্দু নিয়ে সমালোচনা করেছিলেন কিংবদন্তি অভিনেতা। এতেই চটে গিয়েছিলেন লতা। এনাদের মতোই ওপি নায়ারের সঙ্গেও মনোমালিন্য হয়েছিল গায়িকার। আসলে তিনি একবার বলেছিলেন, লতা যে স্টাইলে গান করেন, সেটি আশা ভোঁসলে ভালো গাইতে পারবেন। এমন মন্তব্য একেবারে ভালোলাগেনি তাঁর।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥