• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শাহরুখের নায়িকা হয়ে কেরিয়ার শুরু, তবুও কেন হারিয়ে গেলেন ‘স্বদেশ’ ছবির নায়িকা?

Published on:

why Gayetri Joshi left acting after making debut with Shahrukh Khan in Swadesh

শাহরুখ খান (Shahrukh Khan) নামটাই যথেষ্ট। বলিউড (Bollywood) বাদশা কিং খানের সাথে স্ক্রিন শেয়ার করা স্বপ্ন যে কোন অভিনেত্রীর কাছে। আর প্রথম সিনেমাতেই সেই সুযোগ পেয়ে সবাইকে একেবারে চমকে দিয়েছিলেন এক বলিউড  অভিনেত্রী।  তিনি হলেন গায়েত্রী যোশী (Gayetri Joshi)

নাম শুনে হয়তো অনেকেই ভাবছেন আসলে কে এই অভিনেত্রী? আশুতোষ গোয়ারিকর পরিচালিত শাহরুখ খান অভিনীত বিখ্যাত সিনেমা স্বদেশের (Swadesh) নায়িকা গীতাকে মনে আছে নিশ্চয়ই? স্বদেশ সিনেমার সেই বিখ্যাত নায়িকাই হলেন গায়েত্রী। তবে আশ্চর্যের বিষয়,এই একটা সিনেমায় করেই যেন বলিউড থেকে একেবারে উধাও হয়ে গিয়েছেন এই অভিনেত্রী।

বলিউড,Bollywood,শাহরুখ খান,Shahrukh Khan,গায়েত্রী যোশী,Gayetri Joshi,স্বদেশের,Swadesh,অজানা কথা,Unknown Fact,Bollywood Gossip,Swedesh Movie Heroine

সেসময় শাহরুখ অভিনীত স্বদেশ সিনেমাটি দর্শকদের মনে দাগ কাটলেও বক্স অফিসে সাফল্য পাইনি একেবারেই। সেসময় নবাগতা হয়েও নিখুঁত অভিনয়গুণে সবাইকে মুগ্ধ করেছিলেন গায়েত্রী। তবে জানা যায় স্বদেশ সিনেমা থেকে সাফল্য লাভের পর পরেই দেশের এক ধনী ব্যবসায়ীকে বিয়ে করে নিয়েছিলেন তিনি।

জানা যায় স্বদেশের নায়িকা গায়ত্রী অভিনয়ে আসার আগে যখন তিনি কলেজে পড়তেন সেসময়ই মডেলিং-এর দুনিয়ায় নাম লিখিয়েছিলেন তিনি। সেই সুবাদেই এলজি, গোদরেজ, ফিলিপস বম্বে ডাইং-এর মতো বহু জনপ্রিয় ব্র্যান্ডের সাথে কাজ করেছিলেন তিনি। সে সময়ই শাহরুখ খানের সাথে হুন্ডাই-এর বিজ্ঞাপনেও কাজ করেছিলেন গায়েত্রী।

Gayetri Joshi Shahrukh Khan Swadesh Movie heroine

পরবর্তীতে ১৯৯৯ সালে একটি বিউটি কনটেস্ট অংশগ্রহণ করে প্রথম পাঁচ জনের মধ্যে ছিলেন গায়েত্রী। তার পরের বছরই অর্থাৎ ২০০০ সালে একটি আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করার জন্য জাপান গিয়েছিলেন তিনি।  পরবর্তীতে স্বদেশ সিনেমায় অভিনয় করে যখন তার বিরাট নামডাক হয় তারপরেই তিনি বিয়ে করেছিলেন দেশের অন্যতম ধনী ব্যবসায়ী বিকাশ ওবেরয়ের সাথে।

বলিউড,Bollywood,শাহরুখ খান,Shahrukh Khan,গায়েত্রী যোশী,Gayetri Joshi,স্বদেশের,Swadesh,অজানা কথা,Unknown Fact,Bollywood Gossip,Swedesh Movie Heroine

এই বিকাশ হলেন ওবেরয় কনস্ট্রাকশনের প্রোমোটার। তার মোট সম্পদের পরিমাণ ২২ হাজার ৭৮০ কোটি টাকা। জানা যায় গোটা ভারতবর্ষে যে ১০০ জন ধনী ব্যক্তি রয়েছেন তাদের মধ্যে অন্যতম এই অভিনেত্রীর স্বামী। বর্তমানে স্বামী এবং দুই সন্তান নিয়েই লাইট ক্যামেরা অ্যাকশনের দুনিয়া থেকে অনেক দূরেই মুম্বাইতেই রয়েছেন তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥