সোশ্যাল মিডিয়াতে বলিউড (Bollywood) নিয়ে হামেশাই চর্চা লেগে রয়েছে। কখনো নতুন বা পুরোনো সিনেমা তো কখনো সেলিব্রিটিদের নিয়েই চলে বিস্তর আলোচনা। আসলে সময়ের সাথে সাথে অনেকেই বলিউডে এসেছেন কিন্তু সবাই চিরস্থায়ী হননি। কিছু তারকারা সফল হলেও অনেকেই হারিয়ে যান। আজ এমনই এক হারিয়ে যাওয়া বলি অভিনেত্রীর কথা বলব, যিনি কিছুদিনের জন্য ইন্ডাস্ট্রিতে এলেও তাকে আজও মনে রেখেছে দর্শকেরা।
দর্শকেরা দুভাবে তারকাদের মনে রাখেন, হয় অসাধারণ অভিনয়ের দক্ষতা, নয়তো সৌন্দর্য। অভিনেত্রী শাবানা রাজা (Shabana Raja) হলেন এমনই একজন, যাঁর রূপ ও গুণ দুই ছিল। খুব কম সংখ্যক ছবিই করেছেন তিনি, তবে তাঁতের দর্শকেরা তাকে মনে রেখে দিয়েছে। আজ থেকে দু দশকেরও আগে হৃত্বিক রোশনের (Hrithik Roshan) ছবিতে নায়িকা হিসাবে দেখা গিয়েছিল তাঁকে। তাঁর কিছুদিনের পরেই উধাও হয়ে যান অভিনেত্রী।
আজ থেকে ২২ বছর আগে ‘ফিজা’ ছবিতে হৃত্বিক রোশন ও করিশ্মা কাপুরের সাথে দেখা গিয়েছিল শাবানাকে। ছবিটি সুপারহিট হয়েছিল, সাথে হিট হয়েছিল ‘আ ধুপ মালু ম্যায়’ গানটিও। এই গানের দৌলতেই রাতারাতি জনপ্রিয়তা বেড়ে গিয়েছিল শাবানার। তবে তাঁর আসল নাম খুব কম জনেই চেনেন তাকে। সিনেমায় অভিনেত্রীর নাম হয়েছিল ‘নেহা’ আর এই নামেই তাকে চেনে সকলে।
১৯৯৮ সালে প্রথম বলিউডে পা রেখেছিলেন অভিনেত্রী। প্রথম ছবি ছিল ববি দেওলের সাথে ‘করিব’। অপরূপ সুন্দরী সাথে দুর্দান্ত অভিনয় ডেবিউ ছবিতেই কাঁপিয়ে দিয়েছিলেন শাবানা। সমকালীন বলিউডের অভিনেত্রীদের মাঝে নবাগত হয়েও সমান জনপ্রিয়তা পেয়ে গিয়েছিলেন।
এরপর ‘ফিজা, ‘হোগি পেয়ার কি জিত’, ‘কই মেরে দিল মে’ এর মত একাধিক ছবিতে অভিনয় করেন। প্রতিবারেই তাঁর অভিনয় প্রশংসিত হয়েছিল দর্শকদের কাছে। কিন্তু ইন্ডাস্ট্রিতে সফল হলেও হটাৎ করেই যেন উধাও হয়ে যান অভিনেত্রী। স্বাভাবিকভাবেই নেটিজেনদের মন প্রশ্ন রয়ে যায় হটাৎ কেন এভাবে অভিনয় থেকে সরে গেলেন শাবানা?
অনেকেই হয়তো জানেন না, ২০০৬ সালে বিয়ে করেন অভিনেত্রী। আর তাঁর বরের নাম জানলে অনেকেই হয়তো চমকে যেতে পারেন। ভাবছেন কে সেই ব্যক্তি? তিনি হলেন বিখ্যাত অভিনেতা মনোজ বাজপেয়ী। হ্যাঁ ঠিকই দেখছেন, প্রথম ছবি ‘করিব’ এর সময়েই দুজনের আলাপ হয়। যা পরবর্তীকালে বন্ধুত্ব, প্রেম হয়ে ২০০৬ সালে বিয়েতে পরিণতি পায়।
বর্তমানে মনোজ বাজপেয়ীকে প্রায় সকলেই চেনেন। মূলত ফ্যামিলি ম্যান ওয়েব সিরিজের জন্য অভিনেতার জনপ্রিয়তা রাতারাতি আকাশে পৌঁছে যায়। তবে অভিনেতা যে ৮ বছর প্রেম করে বিয়ে করেছেন শাবানাকে সেটা অনেকেই জানেন না। আর বিয়ের পরেই অভিনয় জগৎ থেকে সরে যান অভিনেত্রী। দুজনের একটি মেয়েও রয়েছে।