• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রতীকের জন্যই ভাঙে সোনামনির প্রথম বিয়ে? এত বছর বিস্ফোরক অভিনেত্রীর প্রাক্তন স্বামী

Published on:

Why Ekka Dokka Radhika AKA Sonamoni Saha marriage broke with husband Subrata Roy

বাংলা টেলিভিশন দুনিয়ার অত্যন্ত জনপ্রিয় এক অভিনেত্রী হলেন সোনামণি সাহা (Sonamoni Saha)। একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। এই মুহূর্তে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘এক্কাদোক্কা’য় (Ekka Dokka) নায়িকা রাধিকার (Radhika) চরিত্রে অভিনয় করছেন সোনামণি। সিরিয়ালে দেখানো হচ্ছে, রাধিকা তাঁর স্বামী (Husband) পোখরাজের সঙ্গে থাকে না। এই মুহূর্তে ডক্টর অনির্বাণ গুহর সঙ্গে রাধিকার ট্র্যাক দেখানো হচ্ছে।

কাকতালীয়ভাবে ‘এক্কাদোক্কা’র নায়িকা রাধিকার সঙ্গে সোনামণির ব্যক্তিগত জীবনের কিছুটা মিল রয়েছে। ২০১৫ সালে কোরিওগ্রাফার সুব্রত রায়ের (Subrata Roy) সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন সোনামণি। তবে সেই বিয়ে বেশিদিন টেকেনি। ৫ বছরের মাথায় ভেঙে যায় সেই সম্পর্ক। কিন্তু কেন হঠাৎ ভাঙল সেই বিয়ে? একবার পর্দার রাধিকা নিজেই এই বিষয়ে মুখ খুলেছিলেন।

Sonamoni Saha husband, Sonamoni Saha marriage, Sonamoni Saha and Subrata Roy

সোনামণি বলেছিলেন, আমি মুখ খুললে অনেককে জেলে যেতে হবে। চুপ থাকেননি তাঁর স্বামী সুব্রতও। এক নামী সংবাদমাধ্যমের কাছে তিনিও এই বিষয়ে কথা বলেছিলেন। কিছুটা অভিযোগের সুরেই তিনি বলেছিলেন, আমাদের অ্যারেঞ্জড ম্যারেজ অর্থাৎ দেখেশুনে বিয়ে হয়েছিল।

সুব্রত আরও বলেন, শুধুমাত্র ওঁর (সোনামণি) অভিনয়ের কথা ভেবে আমরা মালদা থেকে কলকাতায় এসেছিলাম। এখানে ফ্ল্যাট কিনি। সবকিছুই আমাদের মধ্যে ঠিক ছিল। তাহলে হঠাৎ করে কী হল? অভিনেত্রীর প্রাক্তন স্বামী জানান, লকডাউনে আচমকা বাড়ি ছেড়ে চলে যান সোনামণি।

Sonamoni Saha husband, Sonamoni Saha marriage, Sonamoni Saha and Subrata Roy

সুব্রতর কথায়, সোনামণি হঠাৎ লকডাউনে মালদায় ওঁর মায়ের বাড়ি থাকতে চলে যায়। এরপর আর আমার কাছে ফিরল না। আমার, আমার মায়ের কারোর পর্যন্ত তোলে না। এরপর ভাইকে নিয়ে এসে কলকাতার ফ্ল্যাট থেকে নিজের সব জিনিস, বিয়ের কাগজপত্র নিয়ে যায়। পাশের বাড়ির মাসিমার কাছ থেকে আমি এগুলো শুনেছি।

কিছুটা অভিযোগের সুরেই সুব্রত বলেন, সোনামণির সুরে অনেককিছু করেছি। যদিও অভিনেত্রী নিজের বিয়ে নিয়ে প্রকাশ্যে সেভাবে কখনওই কথা বলেননি। প্রসঙ্গত, টেলি ইন্ডাস্ট্রির গুঞ্জন সোনামণি সাহা এবং প্রতীক সেন এখন নাকি প্রেম করছেন। এমনকি ‘মোহর’ নায়কের জন্যই নাকি নিজের সংসার ভেঙেছিলেন নায়িকা, এই গুঞ্জনও শোনা গিয়েছিল একসময়। যদিও এই বিষয়টিকে গুজব বলেই উড়িয়ে দিয়েছিলেন নায়ক। ওদিকে আবার প্রতীককে বরাবর নিজের শিক্ষক, আদর্শ বলে এসেছেন অভিনেত্রী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥