• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জন্মের আগে থেকেই বিতর্ক পিতৃ পরিচয় নিয়ে! ছেলে ঈশানকে লুকিয়ে রাখেন কেন যশ নুসরত?

Published on:

Why does Yash Nusrat not share baby boy Yuvans photo

টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রির অত্যন্ত চর্চিত জুটি হলেন অভিনেত্রী নুসরত জাহান এবং অভিনেতা যশ দাশগুপ্ত (Nusrat Jahan & Yash Dashgupta)। বাংলা সিরিয়ালে ব্যাপক জনপ্রিয়তা লাভের পর বড় পর্দায় পা রেখেছিলেন যশ। প্রথমদিকে যশ-নুসরত শুধুমাত্র সহ অভিনেতা-অভিনেত্রীর মত কাজ করলেও পরের দিকে বদলে যায় তাদের সম্পর্কের সমীকরণ। একবার এক সাক্ষাৎকারের যশ জানিয়েছিলেন প্রথম দিকে তিনি  নাকি নুসরাতকে একেবারে পছন্দ করতেন না।

এমনকি অভিনেত্রীকে প্রথম দেখাতেই তাঁর মনে হয়েছিল তাঁর থেকে দূরত্ব বজায় রেখে চলা উচিত। কিন্তু সেই দূরত্ব যে কবে বন্ধুত্ব এবং তারপর প্রেমে পরিণতি পায় তার হয়তো জানেন না তাঁরা নিজেরাও। যশ-নুসরত প্রথমবার জুটি বেঁধেছিলেন ‘ওয়ান’ সিনেমায়।  তবে সেই সময় তারা শুধুমাত্র সহকর্মী ছিলেন। কিন্তু দ্বিতীয় সিনেমা ‘SOS কলকাতা’ করার সময় নাকি সব ওলট-পালট হয়ে যায়।

টলিউড,Tollywood,বাংলা সিনেমা,Bengali Cinema,নুসরাত জাহান,Nusrat Jahan,যশ দাশগুপ্ত,Yash Dashgupta,ঈশান,Yishan,সোশ্যাল মিডিয়া,Social Media

আচমকাই তারা একে অপরের কাছাকাছি আসতে শুরু করেন। ভালোলাগা থেকে ভালোবাসা তারপর বিয়ে এবং পরে সন্তান ঈশানের জন্ম। যদিও তা নিয়ে একসময় তুমুল বিতর্ক শুরু হয়েছিল। এই সিনেমার শুটিংয়ের সময় নুসরত বিবাহিত ছিলেন নিখিল জৈনের সাথে। কিন্তু পরবর্তীতে নিখিলের সাথে বিয়ে অস্বীকার করেন অভিনেত্রী। তারপরেই কার্যত বোমা ফাটিয়ে প্রকাশ্যে আসে নুসরতের মা হওয়ার খবর।

সেই সাথে  লুকিয়ে রেখেছিলেন যশের সাথে সম্পর্কেরব কথাও। তবে কথায় বলে ‘সত্যি আর প্রেম কখনো লুকানো থাকে না’। তেমনটাই হয়েছিল এই জুটির ক্ষেত্রেও। সেই সময় নিখিল নুসরাতের সম্পর্ক যখন টালমাটাল সেই কঠিন সময়ে যশ সারাক্ষণ ঢাল হয়ে ছিলেন অভিনেত্রীর পাশে।  সেই সময় পেজথ্রির পাতায় রীতিমতো হট টপিক ছিল ‘নুসরাতের সন্তানের বাবা কে?’

Yash Dasgupta and Nusrat Jahan, Yash Dasgupta and Nusrat Jahan production house, YD Films

প্রথমদিকে সন্তানের পিতৃ পরিচয় আড়াল  রাখলেও পরে অভিনেত্রী নিজেই খোলসা করেছিলেন সবটা। আর এখন যশ-নুসরত  জুটি বেশ খুললাম-খুললেই ছবি দিয়ে থাকেন সোশ্যাল মিডিয়ায়। তাঁদের  সোশ্যাল মিডিয়া প্রোফাইলে উঁকি দিলেই দেখা মিলবে সেই ছবি। তবে নিজেরা সোশ্যাল মিডিয়ারের ছবি দিলেও ছেলে যশ কে সেভাবে প্রকাশ্যে আনেন না এই জুটি।

এমনিতে নিজের ব্যক্তিগত জীবনটা আড়ালে রাখতেই পছন্দ করেন যশ। তাই তিনি চান বড় ছেলেরে রেয়াংশের মতোই ঈশান ছোট থেকেই সোশ্যাল মিডিয়া থেকে দূরেই থাকুক। ঈশানের জন্মের পর প্রথম দিওয়ালিতেই তার ছবি প্রকাশ্যে এনেছিলেন নুসরত। যদিও সে সময়ে ঈশান ঘুমন্ত ছিল। পরে একবার সান্টার সাজে ঈশানের সঙ্গে ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী। ওটাই শেষ তারপর থেকে এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় দেখা নেই ছোট্ট ঈশানের।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥