বলিউডের পাওয়ার কাপল সইফ-এবং করিনা দেখতে দেখতে কাটিয়ে ফেললেন ৬ বছরের বিবাহিত জীবন। এদিকে দুজনের সম্পর্কের ক্ষেত্রেই ছিল বেশ টানাপোড়েন। করিনা সইফের দ্বিতীয় স্ত্রী, অন্যদিকে সইফের সাথে বিয়ের আগে দীর্ঘদিন শহীদ কাপুরের সঙ্গে গুরুতর ঘনিষ্ঠ সম্পর্কে ছিলেন করিনা। তবুও বিয়ের ৮ বছর কেটে গেলেও সুখেই আছে এই দম্পতি। করিনা জানালেন কেন তিনি জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন সইফকে!
প্রথমত, যখন সইফ অমৃতা সিংকে বিয়ে করেন তখন করিনার বয়স ১৩ বা ১৪। করিনা একটি সাক্ষাৎকারে জানান করিনা তার দিদি ক্যাটরিনার সঙ্গে সইফের বিয়েতে গিয়ে তাকে তার বিবাহিত জীবনের জন্য শুভেচ্ছা জানিয়ে বলেছিলেন, “শুভ বিবাহ সইফ কাকা”। যদিও অমৃতা সইফের বিয়ে খুব বেশিদিন স্থায়ী হয়নি।
সইফের থেকে প্রায় ১২ বছরের ছোট করিনা। করিনা জানান সইফের দেওয়া বিয়ের প্রস্তাব নাকি দুবার প্রত্যাখ্যান করেছিলেন করিনা। যশ রাজ ফিল্ম ব্যানারে ‘তাসন’ ছবির জন্য কাজ করতে গিয়ে করিনা এবং সইফের রসায়ন জমতে শুরু করে, এবং তারা সিদ্ধান্ত নেন বিয়ে করার। কিন্তু প্রথমে করিনার এই সিদ্ধান্তে তার পরিবার খুশি ছিলেননা, তাদের বক্তব্য ছিল করিনা নিজে যখন একজন তারকা তার অর্থ খ্যাতির অভাব হবেনা, তবে কেন সে সইফের দ্বিতীয় স্ত্রী হয়ে বাঁচতে যাবে?

এত ঝড় ঝাপটা সহ্য করেই অবশেষে গাঁটছড়া বেঁধেছিলেন করিনা-সইফ। তৈমুরের পর তাদের সংসারে আসতে চলেছে তাদের দ্বিতীয় সংসার। একটি সাক্ষাৎকারে যখন করিনাকে জিজ্ঞেস করা হয়েছিল কেন তিনি সইফকে স্বামী হিসেবে বেছে নিলেন, করিনা উত্তর দিয়েছিলেন সইফ ভীষণ গোছানো এবং পরিপাটি মানুষ, তাই ওকে বেছে নেওয়া।














