• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বি গ্রেড ছবিই শেষ করে দেয় কেরিয়ার! জনপ্রিয় এই বলিউড নায়িকার করুণ পরিণতি চোখে জল আনবে

বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রিতে এমন অনেক তারকা এসেছেন যাদের ধুমকেতুর গতিতে উত্থান হয়েছে। আবার একই গতিতে ইন্ডাস্ট্রি থেকে হারিয়েও গিয়েছেন। অভিনয় এবং সৌন্দর্যের দাপটে খুব কম সময়ের মধ্যে সাফল্যের শীর্ষে পৌঁছে গেলেও, সেই সাফল্য ধরে রাখতে পারেননি তাঁরা। এমনই একজন অভিনেত্রী হলন আশা সচদেব (Asha Sachdev)। বলিউডের টপ অভিনেত্রী হয়েও একটি ভুলের জন্য শেষ হয়ে গিয়েছিল তাঁর কেরিয়ার।

সত্তর-আশির দশকে বলিউড ইন্ডাস্ট্রিতে যে অভিনেত্রীরা রাজত্ব করতেন, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন আশা। সেই সময়কার প্রায় প্রত্যেক পরিচালক-প্রযোজক তাঁকে নিজের ছবিতে নায়িকা হিসেবে নিতে চাইতেন। আস্তে আস্তে সাফল্যও আসছিল। কিন্তু দ্রুত সাফল্য পেতে গিয়ে ভুল পথে পা বাড়ানো শুরু করেন নায়িকা। আর তাতেই শেষ হয়ে যায় আশার কেরিয়ার।

   

Asha Sachdev, Asha Sachdev Bollywood actress, Asha Sachdev unknown facts

কেরিয়ারের শীর্ষে থাকতেই বি-গ্রেড সিনেমায় অভিনয়

চার দশকের অভিনয় জীবনে প্রায় ৯০টি সিনেমায় অভিনয় করেছিলেন আশা। এর মধ্যে বেশিরভাগ সিনেমাই সুপারহিট হয়েছিল। তবে শুধু সিনেমাই নয়, সিরিয়ালেও অভিনয় করেছিলেন তিনি। টেলি দুনিয়াতেও সাফল্য পেয়েছিলেন অভিনেত্রী। এত কিছুর পরেও আরও সফল হওয়ার ‘লোভে’ বি-গ্রেড ছবি করার সিদ্ধান্ত নেন অভিনেত্রী। ‘বিন্দিয়া অউর বন্দুক’ ছবিতে অভিনয় করার পরেই কার্যত শেষ হয়ে যায় তাঁর কেরিয়ার।

Asha Sachdev, Asha Sachdev Bollywood actress, Asha Sachdev unknown facts

মুখ ফিরিয়ে নিতে শুরু করে বলিউড

‘বিন্দিয়া অউর বন্দুক’ ছবিতে অভিনয়ের পর প্রথম প্রথম জনপ্রিয়তা পাচ্ছিলেন আশা। সমালোচকরা তাঁর অভিনয়ের প্রশংসাও করেছিলেন। কিন্তু কোনও চলচ্চিত্র নির্মাতা আর নায়িকা হিসেবে আশাকে নিতে চাইছিলেন না। একসময় যে পরিচালক-প্রযোজকরা তাঁকে সই করানোর জন্য মুখিয়ে থাকতেও, তাঁরাও মুখ ফিরিয়ে নিতে শুরু করেন। এক কথায়, ইন্ডাস্ট্রি আস্তে আস্তে আশাকে কাজ দেওয়া বন্ধ করে দেয়।

Asha Sachdev, Asha Sachdev Bollywood actress, Asha Sachdev unknown facts

সাইড রোল করে পেট চালাতেন অভিনেত্রী!

বলিউডের প্রায় প্রত্যেক প্রথম সারির চলচ্চিত্র নির্মাতারা আশাকে সিনেমায় নেওয়া বন্ধ করে দিয়েছিলেন। তখন একপ্রকার বাধ্য হয়ে কিছু কম বাজেটের সিনেমায় অভিনয় শুরু করেন তিনি। এমনকি নায়িকার বদলে সাইড রোলে তাঁকে কাস্ট করা শুরু হয়। নায়কের বোন, বান্ধবীর চরিত্রে অভিনয় করতে থাকেন তিনি। ‘দ্য বার্নিং ট্রেন’, ‘হিনা’ থেকে শুরু করে রেখার সঙ্গে ‘উয়ো ম্যায় নহি’র মতো ছবিতে অভিনয় করা আশাকে আস্তে আস্তে ভুলতে শুরু করে ইন্ডাস্ট্রি। একসময় বলিউড ইন্ডাস্ট্রিতে রাজত্ব করলেও আজ ভাগ্যের ফেরে বি টাউন থেকে হারিয়ে গিয়েছেন তিনি।