Mithun Chakraborty Birthday : গত ১৬ জুন ছিল বাঙালির গর্ব মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) এর জন্মদিন। বলিউড (Bollywood)-টলিউড কাঁপানো এই সুপারস্টার ৭৩ বছরে পা দিলেন। প্রিয় তারকার জন্মদিনে (Birthday) দেশ-বিদেশ থেকে এসেছিল শুভেচ্ছা বার্তা। অনুরাগীদের মধ্যে উচ্ছ্বাস ছিল দেখার মতো। তবে মিঠুন সেই উচ্ছ্বাসে গা ভাসাননি। অবশ্য শুধু এইবার বলেই নয়, কখনওই এলাহিভাবে নিজের জন্মদিন পালন করেন না তিনি। এমনকি জন্মদিনের শুভেচ্ছা জানানোতেও থাকে নিষেধাজ্ঞা।
মিঠুন এমন একজন অভিনেতা যিনি নিজের প্রতিভার জোরে বলিউডে স্বতন্ত্র পরিচিতি তৈরি করেছেন। তুখোড় অভিনয় এবং দুর্দান্ত ডান্স মুভসের মাধ্যমে কোটি কোটি দর্শকের মন জয় করেছেন তিনি। আজ ৭৩ বছর বয়সে এসেও অনুরাগীদের কাছে তাঁর পরিচিতি ‘ডিস্কো ডান্সার’ নামে। এখনও নিজের নাচের মাধ্যমে অনায়াসে তরুণদের টেক্কা দেওয়ার ক্ষমতা রাখেন তিনি।
বলিউডের এত বড় সুপারস্টার হলেও মিঠুন অবশ্য মাটির কাছাকাছি থাকতেই ভালোবাসেন। সেই জন্যই তো বি টাউনের বাকি সেলেবদের মতো এলাহিভাবে নিজের জন্মদিনটাও পালন করেন না তিনি। পার্টি আয়োজন করা তো দূরে থাক, মিঠুন নিজের সন্তানদের জন্মদিনের উইশ করতেও বারণ করে দেন। অভিনেতা কেন এমনটা করে জানেন?
সম্প্রতি এক নামী সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতার সময় এই নিয়ে মুখ খুলেছিলেন মিঠুনের বড় ছেলে তথা অভিনেতা মহাক্ষয় ওরফে মিমো নিজে। তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, এই বছর বাবার জন্মদিনে কী বিশেষ পরিকল্পনা রয়েছে তাঁদের? জবাবে মিঠুন-পুত্র জানান, তাঁর বাবা কখনওই জন্মদিন পালন করেন না। এত বড় তারকা হলেও গ্ল্যামার ওয়ার্ল্ড থেকে বরাবর দূরে থেকেছেন মিঠুন।
মিমো বলেন, মিঠুন তাঁদের বলে রেখেছেন যেন জন্মদিনে কোনও সেলিব্রেশন না করা হয়। এমনকি শুভেচ্ছা জানানোতেও রয়েছে নিষেধাজ্ঞা। তবে ছেলেমেয়েরা নাকি বাবার কথা শোনেন না। ঘড়ির কাঁটা ১২টা ছুঁতেই বাবাকে ‘হ্যাপি বার্থডে’ গান গেয়ে শুভেচ্ছা জানান মিমো, নমশিরা। মিমোর এও জানান, কাজের জন্য প্রায়ই মিঠুনকে বাইরে বাইরে ঘুরতে হয়। তবে তিনি যখন মুম্বইয়ে থাকেন তখন ছেলেমেয়েরা প্রায়ই বাবার হাতের রান্না খাওয়ার আবদার করেন।
প্রসঙ্গত, ২০২০ সালে মিঠুন নিজের জন্মদিনে কোনও সেলিব্রেশন না করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কারণ তাঁর জন্মদিনের ঠিক দু’দিন আগে প্রয়াত হয়েছিলেন বলিউডের তরুণ অভিনেতা সুশান্ত সিং রাজপুত। পাশাপাশি সেই সময় করোনা অতিমারীও ছিল। সেই জন্য মিঠুনের ছোট ছেলে নমশি জানিয়েছিলেন, তাঁর বাবার জন্মদিনে কোনও রকম সেলিব্রেশন হবে না।