• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কেন বড় পর্দায় জুটি বাঁধেননি অমিতাভ-মাধুরী? ৩৫ বছর পর প্রকাশ্যে চাঞ্চল্যকর কারণ

বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রিতে এমন অনেক তারকা রয়েছেন যারা কয়েক দশক ধরে দর্শকদের মনে রাজত্ব করছেন। এমনই দুই সেলিব্রিটি হলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) এবং মাধুরী দীক্ষিত (Madhuri Dixit)। প্রথমজন প্রায় পাঁচ দশক ধরে কাজ করছেন হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে। দ্বিতীয়জন দেখতে দেখতে ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলেছেন প্রায় চার দশক। তবে এত বছর বলিউডে কাজ করার পরেও কখনও জুটি বাঁধতে দেখা যায়নি অমিতাভ এবং মাধুরীকে।

‘ধক ধক গার্ল’ নামে খ্যাত মাধুরী যখন বলিউডে পা রেখেছিলেন সেই সময় অমিতাভ সুপারস্টার হয়ে গিয়েছেন। তাঁর সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে থাকতেন প্রত্যেক অভিনেত্রী। কিন্তু ব্যতিক্রম ছিলেন মাধুরী। তিনি ‘বিগ বি’র সঙ্গে ছবি (Movie) করার অফার পেয়েও সেই প্রস্তাব রিজেক্ট করে দিয়েছিলেন। শোনা যায়, সেই কারণে পরে পস্তাতেও হয়েছিল অভিনেত্রীকে!

   

Madhuri Dixit and Amitabh Bachchan, Madhuri Dixit and Amitabh Bachchan movie

আসলে কেরিয়ারের শুরুতে মাধুরী এবং অনিল কাপুরের জুটি দর্শকদের মধ্যে ব্যাপক হিট হয়েছিল। ‘তেজাব’ ছবির সাফল্যের পর আরও বেশ কয়েকটি সিনেমায় একসঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁদের। কাজ করতে করতেই বেশ কাছাকাছি চলে এসেছিলেন দু’জনে। কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনা হতো তাঁদের।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, মাধুরীকে নিয়ে বেশ পজেসিভ হয়ে পড়েছিলেন অনিল। তিনি চাইতেন না মাধুরী অন্য কোনও অভিনেতার সঙ্গে কাজ করুক। সেই সময় অমিতাভ এবং অনিলের মধ্যে জোর লড়াই চলছিল। তাই ‘বিগ বি’র সঙ্গে অভিনেত্রী ছবি করুক এটা একেবারেই চাননি তিনি। শোনা যায়, অনিলের পরামর্শ শুনে সেই ছবির অফার রিজেক্ট করে দেন তিনি।

Madhuri Dixit and Amitabh Bachchan, Madhuri Dixit and Amitabh Bachchan movie

এরপরেই ভাগ্যচক্রে অনিলের একের পর এক সিনেমা ফ্লপ হতে শুরু করে। সেই সময় অমিতাভের সঙ্গে কাজের সুযোগ খুঁজতে শুরু করেন ‘ধক ধক গার্ল’। সেই সুযোগও পান তিনি। ১৯৮৮ সালে টিনু আনন্দ একটি ছবির জন্য অমিতাভ এবং মাধুরীকে কাস্ট করেন। ছবির শ্যুটিংও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু ৫ দিন শ্যুট করার পর মাধুরী সেই ছবি ছেড়ে দেন। কারণ হিসেবে বলেন, তাঁর মনে হচ্ছে অমিতাভের তুলনায় ছবিতে তাঁর চরিত্রটি বেশ দুর্বল।

‘বিগ বি’র কানে একথা যেতেই তিনি ছবি বন্ধ করার সিদ্ধান্ত নেন। টিনু আনন্দের থেকে সিনেমাটি কিনে নিয়ে ছবির শ্যুটিং চিরকালের মতো বন্ধ করে দেন অভিনেতা । শোনা যায়, এই ঘটনার পর অমিতাভ ঠিক করে নিয়েছিলেন তিনি আর মাধুরীর সঙ্গে কখনও কাজ করবেন না। এরপর অবশ্য ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত অমিতাভের ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ ছবিতে ‘প্যায়ার কা রস জারা চাখনা’য় দেখা মিলেছিল মাধুরীর। তবে একে অপরের বিপরীতে কখনও অভিনয় করতে দেখা যায়নি তাঁদের।