• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কেন বাপ্পি লাহিড়ীর গলায় সবসময় ঝুলত রাশি রাশি সোনার চেন, নিজেই জানিয়েছিলেন সেই কথা

১৬ ই ফেব্রুয়ারী সকালেই দেশবাসীর ঘুম ভেঙেছে দুঃসংবাদ শুনে৷ এদিন মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় বাপ্পী লাহিড়ীর। স্বভাবতই সারা দেশজুড়ে নেমে আসে শোকের ছায়া। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬৯ বছর৷ প্রবাদপ্রতিম গায়ক তথা সুরকার বাপ্পী লাহিড়ীর চিকিৎসকেরা সংবাদ সংস্থা ‘পিটিআই’কে এই খবর নিশ্চিত করে জানায় বাপ্পী লাহিড়ী মৃত।

তারা জানিয়েছেন যে, গায়ক নাকি একাধিক স্বাস্থ্য জনিত সমস্যায় জর্জরিত ছিলেন। তিনি বলিউডকে প্রথম ‘ডিস্কো’ মিউজিকের স্বাদ দেন। তাই তিনি ‘ডিস্কো কিং’ নামে পরিচিত ছিলেন৷ প্রকৃত পক্ষে তিনি ছিলেন ‘ট্রেন্ড সেটার’। তাই তার হাত ধরেই আশির দশকে বলিউডে চালু হয়েছিল ডিস্কো গানের ট্রেন্ড।

   

বাপ্পী লাহিড়ী,মুম্বই,সঙ্গীত,সোনা,gold,গান,প্র‍য়াত,অলোকেশ লাহিড়ী,alakesh lahiri,bappi lahiri died,bappi lahiri,song

তার অন্যরকম ড্রেসিং সেন্সের কারণেও তিনি চর্চিত ছিলেন৷ সোনার প্রতি বাপ্পী লাহিড়ীর ভালোবাসার কথা অজানা নয় কারও কাছেই। সারা গা ভর্তি তিনি নিজেকে মুড়ে রাখতেন সোনার গয়নায়। এই কারণে তাকে ‘গোল্ডেন ম্যান’ ও বলা হত।

বাপ্পী লাহিড়ী,মুম্বই,সঙ্গীত,সোনা,gold,গান,প্র‍য়াত,অলোকেশ লাহিড়ী,alakesh lahiri,bappi lahiri died,bappi lahiri,song

সোনা ছাড়া তাকে কখনোই দেখা যায়নি। এমনকি সোনা ছাড়া বাপ্পী দাকে দেখলে শ্রোতা বা অনুরাগীদেরও মন খারাপ হয়ে যেত। কিন্তু জানেন কি সোনার প্রতি এই অদমাই ভালোবাসা গোল্ডেন ম্যানের ঠিক কবে থেকে জন্মালো?

বাপ্পী লাহিড়ী,মুম্বই,সঙ্গীত,সোনা,gold,গান,প্র‍য়াত,অলোকেশ লাহিড়ী,alakesh lahiri,bappi lahiri died,bappi lahiri,song

একটিভসাক্ষাৎকারে নিজেই এই কথা জানিয়েছিলেন বাপ্পী লাহিড়ী, যে সোনা তার জন্য খুব লাকি। জখমী গানের রেকর্ডিং এর সময়েই তার মা ভগবানের নাম লেখা এক সোনার লকেট সঙ্গে হার উপহার দেন। এমনকি তার ঘরের লক্ষ্মী অর্থাৎ বাপী পত্নীও মনে করতেন সোনা সাথে রাখা ভালো। আর তার গলার গণপতির সোনার চেইন কখনোই হাতছাড়া করতেন না তিনি। এরপর থেকে সোনার প্রতি তারও ভালোবাসা জন্মায়, এবং তিনি হয়ে ওঠেন ‘স্বর্ণ মানব’।