• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পরকীয়ার জেরে ভেঙেছিল বিয়ে? রইল প্রসেনজিতের প্রাক্তন স্ত্রী অপর্ণা গুহ ঠাকুরতার বর্তমান অবস্থা

Published on:

Where is Prosenjit Chatterjees second wife aparna guha thakurta now

বাঙালিদের কাছে বিনোদন মানে প্রথমেই আসে বাংলা সিনেমা। আর বাংলা সিনেমার (Tollywood) জগতে প্রসেনজিৎ চ্যাটার্জী (Prosenjit Chatterjee) নামটা সকলের কাছেই অতি পরিচিত। একসময় বাংলা ছবির জগতে একছত্র রাজ করেছেন, নিজের দুর্দান্ত অভিনয় দিয়ে দর্শকদের মন জিতে নিয়েছেন তিনি। কমার্শিয়াল ছবি দিয়ে কেরিয়ার শুরু করলেও আজ তাঁর অভিনয় দেখে মুগ্ধ হতে বাধ্য দর্শকেরা। 

টলিউডের ‘ইন্ডাস্ট্রি’ নামেও পরিচিত তিনি। উত্তম কুমারের প্রয়াণের পরে যখন প্রায় শেষ হতে বসেছিল বাংলা ছবি ইন্ডাস্ট্রি! সেই সময়েই হাল ধরেছিলেন প্রসেনজিৎ। সেই সময় নায়ক মানেই সকলের মুখে একটাই নাম প্রসেনজিৎ। তবে অভিনয়ের জন্য চিরকাল প্রশংসা পেয়ে আসলেও অভিনেতার ব্যক্তিগত জীবন নিয়েও চর্চা কম নেই। 

Prosenjit Chatterjee

একাধিকবার বিয়ে করেছেন অভিনেতা। মোট তিনবার বসেছেন বিয়ের পিঁড়িতে। প্রথম বিয়ে করেছিলেন অভিনেত্রী দেবশ্রী রায়কে। কিন্তু সেই বিয়ে টেকেনি, কিছুদিন পরেই বিচ্ছেদ হয়ে যায়। এরপর দ্বিতীয়বার অপর্ণা গুহ ঠাকুরতার (Aparna Guha Thakurta) সাথে সাত প্যাকে ঘোরেন প্রসেনজিৎ। বিয়ের পর এক সন্তানও হয়, কিন্তু সংসারটা শেষ পর্যন্ত টেকেনি। দ্বিতীয় বিয়েও ভেঙে যায়। 

Why Prosenjit Chatterjee and Debashree Roy's marriage did not work_

এরপর প্রসেনজিতের জীবনে আসেন অর্পিতা চ্যাটার্জী। বর্তমানে তাঁর সাথেই সংসার করছেন অভিনেতা। তবে প্রথম স্ত্রী দেবশ্রী রায় ও তৃতীয় স্ত্রী অর্পিতা চ্যাটার্জী এখনও অভিনয়ে থাকলেও দ্বিতীয় স্ত্রী অপর্ণা গুহ ঠাকুরতাকে আর পর্দায় দেখা যায় না। নেটিজেনদের অনেকের জানার ইচ্ছে কেন ভেঙে গিয়েছিল বিয়ে? আর হটাৎ কোথায় হারিয়ে গেলেন তিনি? এখন কেমন আছেন ও কি করছেন তিনি? আজ সেই সম্পর্কেই জানাবো আপনাদের। 

Prosenjit Chatterjee Second Wife Aparna Guha Thakurta

প্রসেনজিৎ প্রথম বিয়ের করেছিলেন ১৯৯২ সালে সহ অভিনেত্রী দেবশ্রী রায়কে। তবে বিয়ের আগেই নাকি বেশ কয়েক বছর প্রেম করেছিলেন তিনি। কিন্তু জানা যায় বিয়ের পরেই নাকি অশান্তির সূত্রপাত হয়েছিল দাম্পত্যে। দেবশ্রীকে অভিনয় ছেড়ে সংসারী হওয়ার জন্য বলেন অভিনেতা। এছাড়াও কিন্তু সেই সময় জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী হয়ে কেরিয়ার বিসর্জন দিতে চাননি অভিনেত্রী।

প্রসেনজিৎ চ্যাটার্জী,প্রসেনজিৎ চট্টোপাধ্যায়,অপর্ণা গুহ ঠাকুরতা,প্রসেনজিতের দ্বিতীয় স্ত্রী অপর্ণা,Prosenjit Chatterjee second wife,Prosenjit Chatterjee,Aparna Guha Thakurta,Prosenjit Chatterjee wifes,Aparana Guha Thakurta wiki

তাই শেষমেশ বিয়ে ভেঙে যায়। এরপর অভিনয়ের থেকে দূরে থাকা এক ব্যবসায়ী পরিবারের মেয়েকে বিয়ে করেন প্রসেনজিৎ চ্যাটার্জী। হ্যাঁ দ্বিতীয়বার অপর্ণা গুহ ঠাকুরতার সাথেই সাত পাকে ঘোরেন তিনি। এরপর বেশ কিছুদিন সুখের সংসার করছিলেন তাঁরা। তাদের একটি মেয়েও হয়, নাম প্রেরণা। কিন্তু মেয়ে হওয়ার পরে বাকি নবাগত এক অভিনেত্রীর প্রেমে পড়েন বুম্বাদা। এমনটাই গুঞ্জন শোনা যায় টলিপাড়ায়।

Prasenjit Chatterjee Daughter Prerona Chatterjee প্রেরণা চ্যাটার্জী

বাড়িতে স্ত্রী ও কন্যা থাকা সত্ত্বেও বিবাহ বহির্ভুত সম্পর্ক মেনে নিতে পারেননি অপর্ণা। তাই দ্বিতীয় বিয়েরও বিচ্ছেদে ঘটে ২০০২ সালে। মেয়ে প্রেরণাকে নিয়ে আলাদা হয়ে যান অপর্ণা। বিচ্ছেদের পর আবারও বিয়ের পিঁড়িতে বসেন প্রসেনজিৎ, বিয়ে করেন অর্পিতা চ্যাটার্জিকে। বিয়ের বছরেই ছেলে তৃষাণজিতের বাবা হন প্রসেনজিৎ। বর্তমানে তৃতীয় স্ত্রী ও ছেলে তৃষাণজিৎকে নিয়েই সুখের সংসার বুম্বাদার। তবে দ্বিতীয় স্ত্রী অপর্ণার সাথে আর কোনো যোগাযোগ নেই প্রসেনজিতের।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥