২০০৪ সালে মুক্তি পেয়েছিল জিৎ-যীশু সেনগুপ্ত অভিনীত ‘প্রেমী’ (Premi) ছবিটি। রবি কিনাগি পরিচালিত সেই সিনেমায় নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন নবাগতা অভিনেত্রী চন্দনা শর্মা (Chandana Sharma)। প্রথম ছবিতেই জিতে নিয়েছিলেন দর্শকদের মন। বক্স অফিসেও দারুণ হিট হয়েছিল সেই সিনেমা।
জিৎ এবং যীশু দু’জনের সঙ্গেই চন্দনার রসায়ন দর্শকদের বেশ পছন্দ হয়েছিল। তবে ‘প্রেমী’ হিট হলেও এরপর আর সেভাবে বাংলা সিনেমায় অভিনয় করতে দেখা যায়নি চন্দনাকে। এখনও মাঝেমধ্যেই দর্শকরা তাঁকে মিস করেন। প্রিয় অভিনেত্রী কোথায় হারিয়ে গেলেন সেই খোঁজ করেন। আজকের প্রতিবেদনে ‘প্রেমী’ ছবির নায়িকার চন্দনার এখনকার খোঁজই দেওয়া হল।
চন্দনা টলিউডের নামী অভিনেত্রী অঞ্জনা ভৌমিকের মেয়ে। আবার অভিনেতা যীশু সেনগুপ্তের সঙ্গেও তাঁর আত্মীয়তার সম্পর্ক রয়েছে। সে টলি অভিনেতার ‘আধি ঘরওয়ালি’। হ্যাঁ, ঠিকই দেখছেন। চন্দনা যীশু শ্যালিকা। অভিনেতার স্ত্রী নীলাঞ্জনার বোন হন ‘প্রেমী’ অভিনেত্রী।
টলিউডে ‘প্রেমী’ ছবিতে অভিনয় করা ছাড়াও হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রিতেও বেশ কিছু প্রোজেক্টে কাজ করেছেন চন্দনা। তিনি নিজের কেরিয়ার শুরু করেছিলেন জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘জাস্ট মহব্বত’এর হাত ধরে। এরপর ‘দিল হ্যায় কে মানতা নহি’, ‘ইয়ে দিল চাহে মোর’, ‘লাভ নে মিলা দি জোড়ি’-সহ বেশ কিছু সিরিয়ালে অভিনয় করেছেন চন্দনা।
শুধু হিন্দি সিরিয়ালেই নয়, চন্দনা বলিউড সুপারস্টার শাহরুখ খানের সঙ্গে একটি বিজ্ঞাপনে কাজ করেছিলেন। এখনও মাঝেমধ্যে কিছু কিছু বিজ্ঞাপনে তাঁকে দেখা যায়। তবে সিনেমা কিংবা সিরিয়ালে সেভাবে দেখা যায় না ‘প্রেমী’ নায়িকাকে।
টলিউড, হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রিতে কাজ করা চন্দনা পর্দা থেকে দূরে থাকলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন। মাঝেমধ্যেও নিজের জীবনের নানা মুহূর্তের ছবি, ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করে থাকেন তিনি। সোশ্যাল মিডিয়া পোস্টের সৌজন্যেই জানা গিয়েছে, অভিনয় দুনিয়া থেকে সরে গিয়ে ‘প্রেমী’ ছবির নায়িকা এখন একেবারে সংসারী হয়ে গিয়েছে। স্বামী এবং সন্তানকে নিয়ে সুখে সংসার করছেন চন্দনা।