• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আর কাউকে বিশ্বাস করি না! মিঠাই ছেড়ে কোথায় পিঙ্কিজি? অবশেষে মুখ খুললেন অনন্যা

‘মিঠাই’ (Mithai) সিরিয়ালের পিঙ্কিজি (Pinky Ji) অভিনেত্রী অনন্যা গুহ (Ananya Guha) এখন বাংলা সিরিয়ালের জনপ্রিয় মুখ। বাংলা ইন্ডাস্ট্রির  নবাগতা অভিনেত্রীদের মধ্যে অল্প দিনেই দারুন জনপ্রিয়তা পেয়েছেন অনন্যা। সিরিয়ালে অভিনয়ের সুবাদেই সোশ্যাল মিডিয়াতেও নজরকাড়া ফ্যান ফলোয়িং রয়েছে এই মিষ্টি অভিনেত্রীর।

কেরিয়ারের শুরুতেই অনন্যাকে অভিনয় করতে দেখা গিয়েছে জি বাংলার কৃষ্ণকলি সিরিয়ালে মুন্নি চরিত্রে।  আর কৃষ্ণকলি শেষ হতেই অনন্যার কাছে সুযোগ আসে  জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’-এ লক্ষ্মী কাকিমার মেয়ে রিয়া চরিত্রের। টিভির পর্দায় এই সিরিয়ালেরও যাত্রা শেষ হচ্ছে খুব তাড়াতাড়ি। ইতিমধ্যেই শেষ হয়েছে অন্তিম পর্বের শুটিং।

   
Mithai Serial Pinki Ji actress Ananya Guha
মিঠাই সিরিয়ালের পিঙ্কিজি অনন্যা গুহ

তবে অল্প দিনের এই অভিনয় জীবনে অনন্যাকে সবচেয়ে বেশি জনপ্রিয়তা এনে দিয়েছে মিঠাই সিরিয়ালের পিঙ্কি জি চরিত্রটি। তবে লীপ নেওয়ার পর থেকেই বেশ অনেকদিন হল ধারাবাহিকে দেখা যাচ্ছে না দর্শকদের সকলের প্রিয় পিঙ্কিজিকে। তাই তাকে রীতিমতো মিস করে চলেছেন দর্শক। সোশ্যাল মিডিয়ায় সিরিয়ালের ফ্যান পেজগুলির দিকে তাকালেই সেকথা স্পষ্ট হয়ে যায় সহজেই।

 

Mithai Serial Sandy and Pinki Ji
মিঠাই সিরিয়ালের স্যান্ডি ও পিঙ্কি জি

বহুদিন ধরেই দর্শকরা সিরিয়ালে ফিরে পেতে চাইছেন তাদের প্রিয় পিঙ্কিজি আর স্যান্ডি জি জুটিকে। কিন্তু সিরিয়ালের প্লট অনুযায়ী এখন পিঙ্কিজির নায়িকা হওয়ার স্বপ্ন পূরণ করতে তারা দুজনেই এখন মুম্বাই রয়েছেন। সম্প্রতি সিটি সিনেমার ইউটিউব চ্যানেলে অভিনেত্রী জানিয়েছেন তিনি নাকি সম্প্রতি সিরিয়ালের নির্মাতাদের সাথে যোগাযোগ করেছিলেন। তারা নাকি জানিয়েছেন খুব তাড়াতাড়ি তাদের সিরিয়ালে ফিরিয়ে আনা হবে।

অন্যদিকে টলিউড ফোকাস কলকাতায় নিজের অনস্ক্রিন স্বামী স্যান্ডিজির কাঁধে দোষ দিয়েই পিঙ্কিজি অভিনেত্রী অনন্য অভিযোগের শুরে জানিয়েছেন ‘আসলে ওমকার এখন খুব ব্যস্ত তো? নতুন সিরিয়াল করছে ডেট দিতে পারছে না তাই এখনও জানি না কবে আমরা মিঠাইতে ফিরবো’। প্রসঙ্গত ইদানিং জনপ্রিয় ইউটিউবার সুকান্ত কুন্ডুর সাথে প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে অনন্যার।

Mithai Serial Pinkiji actress Ananya Guha Tollywood Cinema Debut

এদিনের সাক্ষাৎকারেও বাস্তব জীবনের স্যান্ডি জি সম্পর্কে খোলসা করে কিছু না জানালেও অভিনেত্রী কোথায় একপ্রকার স্পষ্ট প্রেমটা বেশ জমিয়েই করছেন তিনি। তবে এদিন অনন্যা জানিয়েছেন অল্পদিনের কেরিয়ারেই তার এমন কিছু অভিজ্ঞতা হয়েছে যা থেকে তিনি ঠিক করেছেন এখন তিনি কাউকে তেমন বিশ্বাস করেন না।

site