বিভিন্ন সময়ে টেলিভিশনের পর্দায় একাধিক সিরিয়াল (Serial) এসেছে। যার মধ্যে কিছু এমন সিরিয়াল রয়েছে যেগুলো শেষ হয়ে গেলেও দর্শকের মনে গেঁথে রয়ে গিয়েছে। আসলে কিছু কাহিনী আর তার চরিত্র অর্থাৎ অভিনেতা অভিনেত্রীদের অভিনয় দাগ কেটে যায়। এমনই একটি সিরিয়াল হল ‘মিলন তিথি’ (Milan Tithi)। সিরিয়ালের নায়িকা ও খলনায়িকা দুজনেই ব্যাপক জনপ্রিয় হয়েছিলেন।
মিলন তিথি সিরিয়ালে নায়িকা অহনার চরিত্রে অভিনয় করছিলেন অভিনেত্রী উষসী রায়। আর খলনায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন দেবযানী চক্রবর্তী (Debjani Chakraborty)। নায়িকা উষসীকে পরবর্তীকালেও একাধিক সিরিয়ালে দেখা গিয়েছে। কিন্তু খলনায়িকার চরিত্রের অভিনেত্রী দেবযানীকে আর সেভাবে পর্দায় দেখা যায়নি। এদিকে খল চরিত্র হলেও দর্শকেরা কিন্তু আজও মনে রেখেছেন অভিনেত্রীকে।
অনেকেরই মনে প্রশ্ন জাগে পর্দার দুর্দান্ত অভিনয় সাথে ব্যাপক জনপ্রিয়তা তো ছিলই। তাহলে হটাৎ করে কোথায় হারিয়ে গেলেন অভিনেত্রী? না সিরিয়াল না সিনেমা কোথায় উধাও হয়ে গেলেন তিনি? আজ সেই প্রশ্নেরই উত্তর নিয়ে হাজির হয়েছে বংট্রেন্ড।
যে কোনো সিরিয়ালে মূলত নায়িকাদেরকেই ফোকাস করা হয়। যার ফলে নায়িকারা বেশি জনপ্রিয় হয়ে ওঠেন। কিন্তু মিলন তিথি সিরিয়ালের ক্ষেত্রে তাঁর কিছুটা হলেও ব্যতিক্রম হয়েছিল। কারণ নায়িকার চরিত্রের থেকেও বেশি খলনায়িকা দেবযানী জনপ্রিয়তা পেয়েছিলেন দর্শকদের থেকে। কিন্তু সিরিয়াল শেষ হওয়ার পর আর তাকে পর্দায় দেখা যায়নি।
যেমনটা জানা যায় অভিনেত্রী বিনোদন জগতের সাথেই যুক্ত রয়েছেন তবে কিছুটা ট্র্যাক পরিবর্তন করেছেন। সিরিয়াল শেষ হয়ে যাওয়ার পর মুম্বাইতে পারি দেন তিনি। সেখানে গিয়ে মডেলিংয়ের কাজ শুরু করেন। সেই সময় সোশ্যাল মিডিয়াতে সক্রিয় থাকলেও, পরে সোশ্যাল মিডিয়া থেকেও একপ্রকার উধাও হয়ে গিয়েছেন তিনি।
জানা যায় অভিনয় জগৎ থেকে সরে মডেলিংয়েই নাকি কেরিয়ার গর্তে চেয়েছিলেন অভিনেত্রী। তবে মডেলিংয়ের কাজ শুরু করলেও কিছুদিন পরেই ধীরে ধীরে হারিয়ে যান তিনি। বর্তমানে সোশ্যাল মিডিয়াতেও সেভাবে সক্রিয় নন অভিনেত্রী। দর্শকদের অনেকেই অভিনেত্রীকে আবারও পর্দায় দেখতে চান। তবে অভিনেত্রী এখন কোথায় রয়েছেন সেটা এই মুহূর্তে অজানাই!