২০০৫ সাল নাগাদ বিখ্যাত ব্রিটিশ রিয়্যালিটি শো ‘ফেম অ্যাকাডেমি’র আদলে ভারতে শুরু হয়েছিল ‘ফেম গুরুকুল’ (Fame Gurukul)। অরিজিৎ সিং (Arijit Singh), কাজী তৌকির (Qazi Touqeer), রূপরেখা বন্দ্যোপাধ্যায় সহ ভারতের বিভিন্ন রাজ্য থেকে একাধিক প্রতিভাবান সঙ্গীতশিল্পী অংশগ্রহণ করেছিলেন সেই শোয়ে। সকলকে পরাজিত করে শেষ পর্যন্ত বিজয়ীর শিরোপা জিতেছিলেন কাজী তৌকির এবং রূপরেখা বন্দ্যোপাধ্যায়।
কাশ্মীরের ছেলে কাজী নিজের গায়কীর মাধ্যমে প্রত্যেক দেশবাসীর মন জয় করে নিয়েছিলেন। শো জেতার পর তৎকালীন রাষ্ট্রপতি তাঁকে ‘কাশ্মীরের নায়ক’ আখ্যা দিয়েছিলেন। ‘ফেম গুরুকুল’এর মাধ্যমে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছিলেন কাজী। কিন্তু এরপর হঠাৎই গায়েব। শো জিততে না পারলেও অরিজিৎ চুটিয়ে বলিউডে কাজ করছেন, অথচ দেখা নেই বিজেতা কাজীর। কোথাও হারিয়ে গেলেন তিনি?
এই মুহূর্তে বিশ্বের অন্যতম জনপ্রিয় গায়ক অরিজিৎ ‘ফেম গুরুকুল’এর মাঝপথেই বাদ পড়েছিলেন। অপরদিকে বিজেতা কাজীর গায়কী নিয়ে বারবার প্রশ্ন তুলতেন বিচারকরা। কিন্তু তাঁর কাছে ছিল জনসাধারণের সমর্থন। সেই সমর্থনের সাহায্যেই ট্রফি জিতে নেন তিনি। এরপর বহু অ্যালবামে গান গেয়েছেন কাজী। তবে দুর্ভাগ্যবশত তাঁর গাওয়া কোনও গানই শ্রোতাদের তেমন মুগ্ধ করতে পারেনি।
এরপর ২০১৫ সালে ‘ফ্যান্টম’ ছবির জনপ্রিয় গান ‘আফগান জলেবি’ গেয়ে ফের একবার আলোচনার কেন্দ্রে চলে আসেন কাজী। গানটিতে দেখাও মিলেছিল তাঁর। কিন্তু সেই আলোচনা ছিল ক্ষণিকের! ‘ফেম গুরুকুল’এর খেতাব জেতা সত্ত্বেও অরিজিতের মতো বলিউডে সফল না হওয়ায় একসময় প্রচুর কটাক্ষও শুনেছেন কাজী। কিন্তু ফের শ্রোতারা তাঁকে ভুলে যায়।
বেশ কয়েকবছর আগে একবার এক সাক্ষাৎকারে কাজী বলেছিলেন, ‘আমি বিষয়টা নিয়ে অন্য রকমভাবে ভাবি। যে কোনও কাজ আমি করি না। চিরকাল ভালো কাজের সন্ধান করি’। পাশাপাশি তিনি এও জানান, অরিজিতের সঙ্গে সর্বদা তাঁর তুলনা চললেও সেই প্রতিযোগিতার আঁচ তাঁদের বন্ধুত্বে পড়েনি। এমনকি ‘ফেম গুরুকুল’এর সকল সতীর্থদের মধ্যে শুধুমাত্র অরিজিতের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে।
কাজী সংশ্লিষ্ট সাক্ষাৎকারেই জানিয়েছিলেন, অরিজিৎ সবসময় প্লেব্যাক সিঙ্গার হতে চেয়েছিলেন। বন্ধুর সেই আশা পূরণ হওয়ায় তিনি খুব খুশি, বন্ধুকে নিয়ে গর্বিত। পাশাপাশি এও জানান, অরিজিতের মতো প্লেব্যাক গায়ক হওয়ার ইচ্ছা তাঁর কোনও দিনই ছিল না। ‘ফেল গুরুকুল’এ একজন প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করে তিনি শিখতে চেয়েছিলেন। তাঁর সেই স্বপ্ন পূরণ হয়েছে। সেই জন্য নিজের কেরিয়ার নিয়ে কোনও আফসোস নেই তাঁর।