• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দরজা ভেঙেই মিলেছিল ব্যাপক জনপ্রিয়তা! CID শেষের পর এখন কোথায় ইনস্পেক্টর দয়া? রইল অভিনেতার খোঁজ

Published on:

Where is CID inspector Daya actor Dayanand Shetty now

টেলিভিশনের পর্দায় এমন বহু শো সম্প্রচারিত হয়েছে যা কয়েক দশক বাদেও দর্শকদের মনে গেঁথে রয়েছে। সেই শোয়ের নানান খুঁটিনাটি থেকে শুরু করে অভিনেতা-অভিনেত্রী, সকলের কথা এখনও প্রায়ই দর্শকদের মনে পড়ে। এমনই একটি ক্রাইম থ্রিলার শো (Crime Thriller Show) হল সিআইডি (CID)। টেলিভিশনের ইতিহাসের রেকর্ড সৃষ্টিকারী এই শোয়ের টিআরপি ছিল আকাশছোঁয়া। এই শোয়ের মাধ্যমেই রাতারাতি তারকা হয়ে গিয়েছিলেন এসিপি প্রদ্যুম্ন, ইনস্পেক্টর দয়া (Inspector Daya), ইনস্পেক্টর অভিজিৎরা।

দরজা ভাঙার হলেই দয়ার ডাক পড়া থেকে শুরু করে এপিসোড শেষে এসিপির সেই ‘ফাঁসি’ হওয়ার সংলাপ- দর্শকদের মনে আছে সবকিছুই। এখনও মাঝেমধ্যেই দর্শকদের একাংশ সিআইডি’কে বেশ মিস করেন। সেই শোয়ের অভিনেতা-অভিনেত্রীদের কথা এখনও মনে পড়ে তাঁদের। বিশেষত দরজা ভেঙে জনপ্রিয়তা লাভ করা ইনস্পেক্টর দয়ার কথা।

CID tv show

সিআইডি শো’য়ে দয়ার চরিত্রে অভিনয় করেছিলেন বলিউড অভিনেতা দয়ানন্দ শেট্টি (Dayanand Shetty)। ‘দিলজলে’, ‘জন গদ’দার’, ‘সিংঘম রিটার্নস’-সহ বেশ কিছু ছবিতে অভিনয় করা দয়ানন্দ সিআইডির মাধ্যমে রাতারাতি তারকা হয়ে গিয়েছিলেন। ইনস্পেক্টর দয়া হিসেবেই হয়ে গিয়েছিল তাঁর পরিচিতি। কিন্তু সিআইডির পর থেকে আর সেভাবে দেখাই যায়নি অভিনেতাকে। এখন কোথায় আছেন দয়া? আজকের প্রতিবেদনে তুলে ধরা হল সেই খবর।

১৯৯৮ সালে শুরু হওয়া ‘সিআইডি’ দয়ানন্দের কেরিয়ারের প্রথম শো ছিল। সেই শোয়ে তাঁর দরজা ভাঙার স্টাইল বিপুল জনপ্রিয় হয়েছিল। দরজা ভাঙার বিষয়ে একবার এক সাক্ষাৎকারে অভিনেতা বলেছিলেন, ‘আমি তো এটার কিছু রেকর্ড রাখিনি। কিন্তু এই বিষয়টির এতদিকে গিনিস বুকে নাম উঠে যাওয়া উচিত। আমি ১৯৯৮ সাল থেকে দরজা ভাঙছি। শোয়ের শুরুতে আমরা একটি সিক্যুয়েন্স তৈরি করতে চেয়েছিলাম যেখানে গেট বন্ধ থাকত এবং আমায় দরজা ভাঙার কথা বলা হতো’।

Inspector Daya

পর্দার ইনস্পেক্টর দয়ার সংযোজন, ‘এই জিনিসটি লোকের ভালোলেগে গিয়েছিল। দরজা আরও অনেকে ভেঙেছে। ফ্রেডিও দরজা ভেঙেছে। কিন্তু জানি না কেন দর্শকদের দয়ার দরজা ভাঙার দৃশ্য ভালোলেগে গিয়েছিল’।

Inspector Daya

সিআইডির পর দয়াকে ‘গুটুর গু’, ‘আদালত’, ‘সিআইএফ’-সহ বেশ কিছু শোয়ে দেখা গিয়েছিল। তবে ২০১৯ সালের পর থেকে তাঁকে আর সেভাবে পর্দায় দেখা যায়নি। তবে ইনস্পেক্টর দয়ার অনুরাগীদের জন্য একটি সুখবর রয়েছে। শীঘ্রই এমএক্স প্লেয়ারে দয়ার একটি সিরিজ আসতে চলেছে। শীঘ্রই এই বিষয়ে ঘোষণা করা হবে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥