নব্বইয়ের দশকের জনপ্রিয় টেলিভিশন (Television) শো’গুলির মধ্যে একটি হল ‘সিআইডি’ (CID)। এসিপি প্রদ্যুম্ন, অভিজিৎ, দয়া থেকে শুরু করে ফ্রেডি, বিবেক (Inspector Vivek) কাউকে এখনও ভুলতে পারেননি দর্শকরা। আর ভুলবেনই বা কী করে! টানা ২০ বছর টিভির পর্দায় দেখেছেন তাঁদের। যদিও ‘সিআইডি’ শেষ হওয়ার পর অনেককেই আর পর্দায় দেখা যায়নি। ইনস্পেক্টর বিবেক তথা বিবেক মাশরু (Vivek Mashru) যেমন অভিনয়টাই ছেড়ে দিয়েছেন।
নব্বইয়ের দশকে টিভির পর্দায় অনেক আইকনিক সিরিয়াল, শো সম্প্রচারিত হয়েছে। এমনই একটি শো হল ‘সিআইডি’। ১৯৯৮ সালে পথচলা শুরু হয়েছিল সোনি টিভির (Sony TV) এই শোয়ের। চলেছিল ২০১৮ সাল পর্যন্ত। শেষ হওয়ার পর ৫ বছর পরেও দর্শকমহলে ‘সিআইডি’র জনপ্রিয়তা দেখার মতো। এখনও শোয়ের কলাকুশলীদের মনে রেখে দিয়েছেন প্রত্যেকে।
সম্প্রতি যেমন সোশ্যাল মিডিয়ায় ইনস্পেক্টর বিবেক তথা অভিনেতা বিবেক মাশরুকে নিয়ে মাতামাতি শুরু হয়েছে। সম্প্রতি অভিনেতার একটু পুরনো ছবি নেটমাধ্যমে ভাইরাল হয়েছিল। যা দেখার পর নস্ট্যালজিক হয়ে পড়েছিলেন অনেকে।
সোশ্যাল মিডিয়ায় একজন বিবেকের ছবি শেয়ার করে লিখেছিলেন, ‘আপনি যদি এনাকে চেনেন, তাহলে আপনার শৈশব দুর্দান্ত কেটেছে’। এরপরেই অভিনেতার এখনকার হদিশ নিয়ে খোঁজ শুরু করেন নেটিজেনরা। অবশেষে ‘সিআইডি’ অভিনেতা নিজেই একটি টুইট করেন।
বিবেক টুইটারে লেখেন, ‘আপনার ভালোবাসা, প্রশংসা এবং দয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার কাছে এটি প্রচণ্ড মূল্যবান এবং আমি মন থেকে আপনার প্রশংসা করছি। অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা রইল’।
‘সিআইডি’র মাধ্যমে বিপুল খ্যাতি পেলেও বিবেক বেশ কয়েক বছর আগে অভিনয় ছেড়ে দিয়েছেন। অভিনেতার লিঙ্কডিন প্রোফাইল থেকে জানা গিয়েছে, তিনি এখন বেঙ্গালুরুর সেমআর বিশ্ববিদ্যালয়ে কমন কোর কারিকুলাম বিভাগের পরিচালক হিসেবে কাজ করছেন। সিনেদুনিয়াকে বিদায় জানিয়ে সেখানেই নিজের পরিবারের সঙ্গে থাকেন তিনি। অভিনয় ছেড়ে এখন অধ্যাপনাকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন পর্দায় ‘ইনস্পেক্টর বিবেক’।