বিগত কয়েক দশক ধরে দর্শকদের বিনোদনের সঙ্গী হিসাবে রয়েছে টেলিভিশন সিরিয়াল (bengali serial)। আর বাঙালি দর্শকদের প্রতিদিনের কাজের তালিকার মধ্যে সন্ধের সিরিয়াল দেখা তো থাকেই। একাধিক চ্যানেলে ভিন্ন কাহিনীর সিরিয়াল দেখা যায়। তবে কিছু সিরিয়ালের রেশ থেকে যায় সেটা শেষ হওয়ার পরেও। এমনই একটি সিরিয়াল হল ‘কেয়ার করি না’ (care kori na)। ২০১২ সালে সম্প্রচারিত হওয়া এই সিরিয়াল আজও দর্শকদের কাছে স্মরণীয় হয়ে রয়েছে।
সেই সময় খুব বেশি সংখ্যা সিরিয়াল ছিল না টিভির পর্দায়, তবে যেগুলি ছিল তাদের মধ্যে কেয়ার করি না ছিল অন্যতম জনপ্রিয় একটি সিরিয়াল। সিরিয়ালে কৃষ্ণেন্দু চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা ফারহান ইমরোজি (farhan imroze)। সিরিয়ালের কৃষ্ণেন্দু আর জুহির জুটি বলতেই অজ্ঞান ছিল দর্শকেরা। ইন্ডাস্ট্রিতে নতুন হলেও অল্প দিনেই সকলের প্রিয় অভিনেতা হয়ে উঠেছিলেন তিনি।
সিরিয়ালে জুহি চরিত্রে অভিনয় করেছিলেন মধুমিতা সরকার। দুর্দান্ত অভিনয় দেখে দর্শকদের অনেকেই বলেছিলেন যে অভিনয়ের জোরেই বহুদূর এগিয়ে যাবেন ফারহান। হয়েও ছিল তাই, কারণ সিরিয়াল শেষ হলেও একেরপর এক ধারাবাহিকে দেখা গিয়েছিল তাকে। ‘কানামাছি’ , ‘কিরণমালা’, ‘তবু মনে রেখো’ এর মত জনপ্রিয় সিরিয়ালে দেখা গিয়েছিল ফারহান ইমরাজিকে।
কিন্তু হটাৎ করেই ছোট পর্দায় কাজ করতে করতেই আসে বড় পর্দায় অভিনয়ের সুযোগ। এরপরেই বদলে যায় অভিনেতার জীবন। টেলিভিশনের পর্দা থেকে এসব রুপোলি পর্দায় আসেন তিনি। ‘সোয়েটার’ থেকে ‘কে তুমি নন্দিনী’ ছবিতে ফারহান ইমরাজিকে দেখা গিয়েছিল নায়কের চরিত্রে। কিন্তু এরপর কেমন হেন্ ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে গেলেন অভিনেতা।
একসময় টেলিভিশনের দৌলতে দর্শকদের ভালোবাসা পেয়ে সিনেমায় প্রবেশ। তারপর কোথায় হারিয়ে গেলেন অভিনেতা? এই প্রশ্ন রয়েই গিয়েছেন নেটিজেনদের মনে। তবে খুশির খবর হল অভিনেতা আবারও পর্দায় ফিরেছিলেন। তবে এবার আর নায়কের চরিত্রে নয় বরং পার্শ্ব চরিত্রেই দেখা যাচ্ছে তাকে। ‘ভাগ্যলক্ষ্মী’ সিরিয়ালে দেখা গিয়েছিল তাকে।