ষ্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় সিরিয়ালের মধ্যে অন্যতম একটি হল ‘আয় তবে সহচরী’ (Aay Tobe Sohochori)। যদিও ধারাবাহিকটি ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে, তবে এখনও সিরিয়ালের তারাকাদের কিন্তু ভোলেনি কেউ। কনীনিকা বন্দ্যোপাধ্যায়, অরুণিমা হালদার, ইন্দ্রনীল চ্যাটার্জীর দুর্দান্ত অভিনয় এখনও প্রশংসিত দর্শক মাঝে। সিরিয়ালে খলনায়িকা ‘দেবিনা’র চরিত্রে অভিনয় করেছিলেন কুয়াশা বিশ্বাস (Kuyasha Biswas), তাকেও দিব্যি মনে রেখেছেন সবাই।
পড়াশোনার কাহিনী নিয়ে শুরু হলেও, রং চঙে সিরিয়ালের ভিড়ে টিআরপি টানতে ব্যর্থ হয় সহচরী। এরপরই গল্পে ভিলেন হয়ে প্রবেশ করেন কুয়াশা বিশ্বাস। স্বামী স্ত্রীর মাঝে তৃতীয় ব্যক্তি হিসাবে ঢুকতেই পরকীয়া থেকে কূটকচালি ট্র্যাক শুরু হয়। এর জেরে টিআরপি কিছুটা বাড়লেও, শুরু হয় তীব্র কটাক্ষ। সহচরী বাড়িতে ঢুকে স্বামীকে হাতিয়ে নেওয়ার ষড়যন্ত্র করে সে। কিন্তু শেষ অবধি পারেনি।

নেগেটিভ ক্যারেক্টার হলেও দুর্দান্ত ভাবে নিজের চরিত্র ফুটিয়ে তুলেছিলেন অভিনেত্রী। পর্দায় তাঁর অভিনয় দেখে রীতিমত ক্ষোভে ফুসত দর্শকেরা। কিন্তু একজন খলনায়িকা হিসাবে কটূক্তি ও সমালোচনাই যে সার্থক অভিনয়ের পরিচয়। তাই বলতে অপেক্ষা রাখেন না, সকলের মনে নিজের জন্য পাকাপাকি জায়গা করে নিয়েছেন তিনি।

তবে এহেন প্রতিভাবান দক্ষ অভিনেত্রী কি নিজের কাজের যোগ্য সন্মান পেয়েছেন? সেরা খলনায়িকার তালিকায় নাম থাকলেও স্টার জলসার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কোনো পুরস্কারই পাননি অভিনেত্রী। এমনকি আয় তবে সহচরী সিরিয়াল বহুদিন আগে শেষ হলেও আর নতুন কোনো চরিত্রে দেখা মেলেনি তাঁর। সম্প্রতি এই নিয়েই আলোচনা তুঙ্গে নেটপাড়ায়। ভালো অভিনেত্রী হওয়া সত্ত্বেও কেন সিরিয়ালে দেখা নেই কুয়াশার? চ্যানেলের কাছে এমনটাই প্রশ্ন নেটিজেনদের।

যেমনটা জানা যাচ্ছে, বর্তমানে অভিনয় জগৎ থেকে নিজেকে একেবারেই আলাদা করে নিয়েছেন অভিনেত্রী। অভিনয় না নিজেকে সময় দিতে চান কিছুটা। কাজের পর বিরতি নিয়ে ঘুরতে গিয়েছিলেলন তিনি। সোশ্যাল মিডিয়াতে গোয়াতে নিজের ভ্রমণের বেশ কিছু ছবিও শেয়ার করেছিলেন ভক্তদের সাথে। প্রিয় অভিনেত্রী আবারও পর্দায় ফিরুক এমনটাই চাইছে সকলে, তবে সেটা কবে হবে তা জানা যায়নি।














