• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মধ্যরাতে লুকিয়েছিলেন সাবিত্রীর বাড়ির বাথরুমে! এতদিনে ফাঁস হল ‘মহানায়ক’ উত্তম কুমারের সিক্রেট

Published on:

Uttam Kumar once hide in Savitri Chatterjee's Bathroom

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির (Tollywood) দুই কিংবদন্তি শিল্পী হলেন উত্তম কুমার (Uttam Kumar) এবং সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee)। এই দুই তারকা যে দর্শকদের কত আইকনিক ছবি উপহার দিয়েছেন তা গুনে শেষ করা যাবে না। একদা নাকি এই সাবিত্রীর বাড়ির বাথরুমেই লুকিয়েছিলেন ‘মহানায়ক’। শুনতে নিশ্চয়ই একটু অবাক লাগছে? তাহলে বলে রাখি, সাবিত্রীর মুখ থেকে সেদিন একথা শুনে ঠিক এমনই প্রতিক্রিয়া দিয়েছিলেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ও।

বেশ কয়েক বছর আগে জনপ্রিয় টক শো ‘অপুর সংসার’এ এসে এই কাহিনী শুনিয়েছিলেন টলিপাড়ার এই বর্ষীয়ান অভিনেত্রী। সাবিত্রীর পাশে তখন বসে আর এক নামী অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। সাবিত্রী সেই ঘটনা বলছিলেন এবং মনোযোগ সহকারে সেই ঘটনা শুনছিলেন শাশ্বত এবং মাধবী। আজ বং ট্রেন্ডের এই প্রতিবেদনে সেই কাহিনীই তুলে ধরা হল।

Uttam Kumar and Sabitri Chatterjee

সাবিত্রী জানান, তাঁর বাবা ছিলেন ভীষণ কড়া। অভিনয় করলেও প্রত্যেকদিন রাত ১০টার মধ্যে বাড়ি ফিরতেন হতো অভিনেত্রীকে। নিয়ম করে রোজ রাতে নিজে বাড়ির গেটে তালা লাগাতেন। এই কথার মাঝেই সঞ্চালক শাশ্বত সাবিত্রীকে জিজ্ঞেস করেন, উত্তর কুমারকে কেন তাঁর বাড়ির বাথরুমে লুকোতে হয়েছিল?

উত্তর দেওয়ার সময় অভিনেত্রী বলেন, ‘ওই যে উনি রাত ১০টার পর বাড়িতে এসেছিলেন। এরপর আর বেরোতে পারেননি। বাথরুমে ঢুকে বলছিলেন, সাবু আমি এখানে আছি। আসলে বাবাকে উনি খুব ভয় পেতেন’। অভিনেত্রীর বাবাকে ভয় পেলেও তাঁর বাড়ির লোকের সঙ্গে অবশ্য দারুণ সম্পর্ক ছিল মহানায়কের। সেই জন্য প্রায়ই আড্ডা দিতে যেতেন সেখানে।

Uttam Kumar and Sabitri Chatterjee

সেদিনও আড্ডাই দিতে গিয়েছিলেন উত্তম কুমার। সেখানে অভিনেত্রীর বাবা বাদে মা, দিদি, জামাইবাবু ছিলেন। তাঁর বাবা নিজের ঘরে ঘুমোচ্ছিলেন। আড্ডা দিতে দিতে বেশ রাত হয়ে গিয়েছিল। আচমকাই অভিনেত্রীর বাবার ঘুম ভেঙে যায়। দরজার খিল খোলার শব্দ শোনামাত্রই মহানায়ক গিয়ে বাথরুমের চৌবাচ্চায় আশ্রয় নেন।

প্রসঙ্গত, একসময় সাবিত্রীদেবীর সঙ্গে উত্তমকুমারের প্রেম নিয়ে প্রচুর গুঞ্জন শোনা যেত। সংবাদপত্রেও লেখালেখি শুরু হয়েছিল। শোনা যায়, এই বিষয়টি নিয়ে অভিনেতার বাড়িতেও ঝামেলা শুরু হয়েছিল। তবে সাবিত্রীর বাড়িতে মহানায়কের অবাধ যাতায়াত ছিল। কোনও গুঞ্জনের জন্য সেই সম্পর্ক খারাপ হয়নি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥