ইন্টারনেটের যুগে মানুষ এখন ছোট থেকে বড় সব কাজেই অনলাইনের ওপর নির্ভর। এমনকি মনের মানুষ খোঁজার জন্যও রয়েছে হাজারো ডেটিং অ্যাপ (Dating App)। এই ডেটিং অ্যাপগুলির মাধ্যমে অল্প সময়েই মিলছে মনের মানুষের সন্ধান। শুনতে বেশ সহজ ও মজাদার মনে হলেও এই অ্যাপগুলির রয়েছে কিছু ক্ষতিকারক দিকও। অনেক সময়ই শুনতে পাওয়া যায় এই ডেটিং অ্যাপে মনের মানুষ খুঁজতে গিয়ে অনেকের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যায়।
আপনিও যদি ডেটিং অ্যাপ ব্যবহার করেন, হলে কিছু জিনিস মাথায় রাখবেন এই ধরণের অ্যাপ ব্যবহারের সময়ে। না হলেই ঘটতে পারে বিপত্তি, ফাঁস হয়ে যেতে পারে আপনার ব্যক্তিগত বা দরকারি তথ্য। আসুন দেখে নি কোন বিষয় গুলি মাথায় রাখতে হবে ডেটিং অ্যাপ ব্যবহারের সময়।
প্রথমত, অনেক ডেটিং অ্যাপে রেজিস্ট্রেশনের সময় সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দিয়ে রেজিস্ট্রেশন করা যায়। যা কিন্তু মোটেও করা উচিত নয়, কারণ এটি একেবারেই নিরাপদ নয়। কারণ আজকাল কার যুগে প্রতিটি ব্যক্তিই সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় থাকে। সেখানে যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দিয়ে রেজিস্ট্রেশন করছে সে তো সক্রিয় হবেই। তাই যদি আপনি কোনো স্ক্যামিং অ্যাপের ফাঁদে পরে যান, তাহলে হ্যাকাররা সহজেই আপনার সোশ্যাল মিডিয়া থেকে আপনার সম্মন্ধে তথ্য পেয়ে যাবে।
দ্বিতীয়ত, অনেকেই ডেটিং অ্যাপে নিজের সবচেয়ে সুন্দর ছবিটি দেন। যাতে সঙ্গীর পছন্দ হয় ও সঙ্গী খোজ আরো সহজ হয়। আবার সোশ্যাল মিডিয়াতেও একই ছবি ব্যবহার করেন। তবে, জানিয়ে রাখা ভালো একই ছবি সমস্ত জায়গায় ব্যবহার করা কিন্তু মোটেও বুদ্ধিমানের কাজ নয়। ছবি তো বটেই একই ইমেল বা ডকুমেন্টসও না ব্যবহার করাটাই ভালো।
তৃতীয়ত, যে কোনো অ্যাপে রেজিস্ট্রেশনের সময় পাসওয়ার্ড দিতে হয়। অনেকেই মনে রাখার সুবিধার্থে একই পাসওয়ার্ড ব্যবহার করেন সর্বত্র। এটি কিন্তু মোটেও ভালো অভ্যাস নয়। আবার অনেক পাসওয়ার্ড হিসাবে নিজের মোবাইল নাম্বার, জন্মন্তরিখ, ঠিকানা ইত্যাদি দিয়ে থাকেন। এই কাজ কিন্তু ভুলেও করা উচিত হয়।
চতুর্থত, ডেটিং অ্যাপগুলিতে নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য যেমন ঠিকানা, স্কুল, কলেজ, আইডি কার্ড সমস্ত দেওয়া উচিত হয়। বিশেষজ্ঞদের মতে ডেটিং অ্যাপগুলির ক্ষেত্রে ডাক নাম বা শুধু নাম ব্যবহার করে শ্রেয়। মাথায় রাখতে হবে আপনি প্রোফাইল ভেরিফিকেশনের জন্য নিজের যে সমস্ত ডকুমেন্ট দিচ্ছেন তা কিন্তু অ্যাপের নির্মাতাদের কাছে থেকে যাচ্ছে।
এগুলি ছাড়াও যে কোনো ডেটিং অ্যাপ ব্যবহার করার পূর্বে তার অফিসিয়াল ওয়েবসাইট ভালো করে চেক করবেন।