• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দর্শকদের হাতে থাপ্পড়, শুকিয়ে গেছিল মুখ ! আজব অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন মানালি

বাংলা বিনোদন দুনিয়ার (Tollywood) অত্যন্ত পরিচিত মুখ হলেন অভিনেত্রী মানালি দে (Manali Dey)। ছোট থেকেই শিশু শিল্পী হিসেবে কাজ করেছেন তিনি। এরপর নায়িকা হিসেবে কাজ করেছেন বহু জনপ্রিয় ধারাবাহিকে। দর্শকরা তাঁকে শেষবারের মতো অভিনয় করতে দেখেছেন স্টার জলসার ‘ধুলোকণা’ (Dhulokona) সিরিয়ালে। সেখানে নায়িকা ফুলঝুরির (Fuljhuri) চরিত্রে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছিলেন তিনি।

মানালি এমন একজন অভিনেত্রী যিনি শুধুমাত্র বাংলা টেলিভিশন দুনিয়ারই নন, ফিল্ম ইন্ডাস্ট্রিরও অত্যন্ত পরিচিত মুখ। কাজ করেছেন বহু প্রোজেক্টে। ইন্ডাস্ট্রিতে এতগুলো বছর কাটিয়ে ফেলার পর মানালির জনপ্রিয়তাও বেশ বেড়েছে। তাঁর অনুরাগীরা জানেন, অভিনেত্রী কাজের পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবন নিয়েও খোলামেলাভাবে কথা বলতেই বিশ্বাসী। পার্সোনাল লাইফ নিয়ে কথা বলতে একটুও কুণ্ঠাবোধ করেন না মানালি।

   

Manali Dey

‘ধুলোকণা’ অভিনেত্রী একাধিক সময়ে নিজের জীবনের নানান ঘটনা ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে। কয়েক বছর আগে যেমন জি বাংলার পর্দায় সম্প্রচারিত ‘অপুর সংসার’ শোয়ে গিয়ে দর্শকদের হাতে থাপ্পড় খাওয়ার ঘটনা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন তিনি।

বেশ কিছু সময় আগে শাশ্বত চট্টোপাধ্যায় সঞ্চালিত শোয়ে গিয়েছিলেন মানালি। সেখানে নিজের ব্যক্তিগত জীবনের নানান কাহিনী সবার সঙ্গে ভাগ করেছিলেন অভিনেত্রী। তখনই কথার সূত্র ধরে পর্দার ‘ফুলঝুরি’ জানান, একবার ওপেন শো অর্থাৎ মাচা শো করতে গিয়ে দর্শকদের হাতে সপাটে চড় খেয়েছিলেন তিনি।

Manali Dey

জনপ্রিয় এই টেলি অভিনেত্রী জানান, মাচা শোয়ের ক্ষেত্রে সাধারণত গাড়ি থেকে নেমে দর্শকদের সামনে দিয়ে বেশ কিছুটা দূরত্ব অবধি হেঁটে যেতে হয় তারকাদের। এরপরই আসে অনুষ্ঠান মঞ্চ। দর্শকদের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় নাকি মানালি এবং তাঁর সহশিল্পী মুখ নামিয়ে হেঁটে যাচ্ছিলেন।

আর ব্যস, তখনই বাঁধে বিপত্তি। মানালি এবং তাঁর সহশিল্পী যখন মুখ নামিয়ে দর্শকদের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছিলেন, সেই সময়ই একজন এসে তাঁকে সপাটে চড় মারেন। থাপ্পড় মারার পর সংশ্লিষ্ট ব্যক্তি বলেছিলেন, মুখ দেখানোর জন্যই আসা। তাহলে এত রাখঢাক কেন? আচমকা ঘটা সেই ঘটনায় পরে প্রচণ্ড মজা পেয়েছিলেন বলেই জানিয়েছিলেন মানালি।