বাংলা টেলিভিশন (Television) দুনিয়ার অত্যন্ত পরিচিত দুই তারকা হলেন সম্রাট মুখোপাধ্যায় (Samrat Mukherjee) এবং ময়না মুখোপাধ্যায় (Moyna Mukherjee)। অনেকেই জানেন, এই দুই তারকা বাস্তব জীবনে স্বামী-স্ত্রী। কেরিয়ারের নিরিখে দু’জনেই প্রচণ্ড সফল। তবে একটা সময় ছিল যখন বেশ অভাবে দিন কেটেছে তাঁদের। এমনকি সেই কারণে তিন-তিনবার গর্ভপাত (Abortion) করাতে বাধ্য হন অভিনেত্রী।
ময়নার নাম শুনলেই দর্শকদের মুখের সামনে তাঁর মিষ্টি হাসিমুখটা ভেসে ওঠে। সম্রাটের ক্ষেত্রেও বিষয়টা এক। টেলিপাড়ার এই জনপ্রিয় কাপলের ঠোঁটের কোণে সবসময় হাসি লেগে থাকে। তবে অনেকেই জানেন না, সদাহাস্যময় সম্রাট-ময়নার মনের ভেতরেও রয়েছে অনেক কষ্ট। যা এখনও তাঁদের যন্ত্রণা দেয়।
একবার জনপ্রিয় একটি রিয়্যালিটি শোয়ে নিজেদের জীবনের একটি অজানা অধ্যায় নিয়ে মুখ খুলেছিলেন সম্রাট-ময়না। তাঁরা জানিয়েছিলেন, এক-দু’বার নয়, তিনবার গর্ভপাত করাতে বাধ্য হয়েছিলেন তাঁরা। সন্তানদের হারানোর সেই কষ্ট এখনও যন্ত্রণা দেয় তাঁদের।
সম্রাট বলেছিলেন, তাঁর এবং ময়নার কারোর পরিবারই তাঁদের বিয়ে মানেনি। একটি ছোট এক কামরার ঘরে দিন কাটাতেন তাঁরা। সেই পরিস্থিতিতেই তাঁরা জানতে পারেন ময়না গর্ভবতী। কিন্তু তাঁদের অর্থনৈতিক অবস্থা তখন সন্তান আনার পক্ষে একেবারেই অনুকূল ছিল না। অভিনেতার কথায়, ‘ও যখন প্রথমবার মা হতে চলেছিল তখন আমাদের অর্থনৈতিক অবস্থা এমন ছিল যে বাচ্চা বড় করা আমাদের পক্ষে খুব কঠিন কাজ ছিল। আমরা একটা ঘরে থাকতাম। সেই জন্য বাধ্য হয়ে সেই সিদ্ধান্ত নিই’।
ময়না বলেন, ‘আমার মনে হতো, আমাদের জীবনে কি বারবার এই জিনিসটাই চলবে? নিজের সন্তান কি আমরা দেখতে পাব? কারণ আমি শুনেছিলাম ভবিষ্যতে আমি মা নাও হতে পারি’। যদিও সেই কঠিন সময় কাটিয়ে উঠেছেন সম্রাট-ময়না। এখন দুই যমজ সন্তানের মা-বাবা তাঁরা।
সম্রাট এবং ময়নার দুই ছেলের নাম সাগর এবং সমুদ্র। তাঁদের নিয়েই সুখের সংসার এই তারকা দম্পতির। আজ জীবন সুখে পরিপূর্ণ থাকলেও অতীতের সেই কঠিন সময় এখনও ভুলতে পারেননি সম্রাট-ময়না। সেই জন্য অতীতের সেই সংগ্রাম আজও কষ্ট দেয় তাঁদের।