• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বলি অভিনেত্রীরা ‘চুষে ফেলে দেওয়া আম’, বিস্ফোরক মন্তব্যের পরেও অক্ষয়ের পাশে ছিলেন সোনাক্ষী

Updated on:

When Sonakshi Sinha defended Akshay Kumar for calling his heroine chusa hua aam

বলিউডের অন্যতম সেরা অভিনেতাদের মধ্যে একজন হলেন অক্ষয় কুমার (Akshay Kumar)। নিজের কেরিয়ারে বহু হিট ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে বলিউডের এই সুপারস্টারই নিজের কেরিয়ারে বহুবার বহু বিতর্কিত মন্তব্য (controversial comment) করে বিপাকে পড়েছেন। একবার নায়িকাদের নিয়ে বেফাঁস একটি কথা বলার পর যেমন তাঁকে এসে ‘বাঁচিয়েছিলেন’ অভিনেত্রী সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha)।

সালটা ২০১২। সেই বছরই নিজেরই সহ অভিনেত্রীদের নিয়ে একটি খুবই ‘কুরুচিকর’ মন্তব্য করেছিলেন অক্ষয়। তাঁর মতো একজন নামী অভিনেতা প্রকাশ্যে এমন মন্তব্য করায় তাঁর ওপর ক্ষেপে গিয়েছিলেন অনেকে। নেটিজেনদের নিশানায় চলে এসেছিলেন তিনি। অক্ষয়ের সেই মন্তব্য শোনার পর অনেকে তাঁকে ‘সেক্সিস্ট’ তকমাও দিয়েছিলেন।

Akshay Kumar speaking

আসলে সেই বছর এক সাক্ষাৎকারে অক্ষয় তাঁর দুই ছবির দুই সহ অভিনেত্রীর বিষয়ে কথা বলার সময় একটি ‘নোংরা’ মন্তব্য করে বসেন। সেই দুই তারকা হলেন ‘খিলাড়ি’র ‘হাউসফুল ২’ ছবির সহ অভিনেত্রী আসিন এবং ‘রাউডি রাঠৌর’এর সহ অভিনেত্রী সোনাক্ষী সিনহা।

একটি নামী সংবাদমাধ্যমে এই দুই অভিনেত্রীর বিষয়ে কথা বলার সময় বড় পর্দার ‘সম্রাট পৃথ্বীরাজ’ বলেছিলেন, তাঁর কাছে কোনও অভিনেত্রীই নবাগতা নন। সোনাক্ষী দারুণ একজন আদাকারা। তবে প্রত্যেক অভিনেত্রীর অভিনয়ের আলাদা হয়। তাঁদের চেহারাও আলাদা হয়। ওঁকে (সোনাক্ষী) দেখে খেতে ভালোবাসে এমন ঘরানার মনে হয়। আমি যেহেতু একজন পাঞ্জাবি। তাই আমার এমন মোটাসোটা নায়িকাই পছন্দ। চুষে ফেলা আম যেন আমার নায়িকা না হয়’।

এই মন্তব্য করার পরই নেটিজেনদের কাছ থেকে বহু কটু কথা শুনেছিলেন অভিনেতা। তবে এরপর ‘মিশন মঙ্গল’ ছবির প্রোমোশনের সময় এই বিষয়ে অভিনেতার পাশে দাঁড়িয়ে সোনাক্ষী বলেছিলেন, ‘ট্রোলদের কাছে আসলে জীবনে করার মতো কিছু নেই, তাই তাঁরা এইসব করেন। লোকেদের এটা বুঝতে হবে ৩০ কেজি ওজন কম করার পরেও আমি কেরিয়ারের শুরুতে একটু লজ্জিত থাকতাম। আর অক্ষয় হয়তো সেই বিষয়েই কিছু বলতে গিয়ে ওই মন্তব্য করেছিল। সেই সময় অক্ষয় একজন বন্ধুর ব্যাপারেই সেই কথা বলেছিল। যাই হয়ে যাক না কেন ও একজন সুপুরুষ’

Sonakshi Sinha speaking

অক্ষয় এবং সোনাক্ষীর কাজের দিক থেকে বলা হলে, আগামী ১১ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে অভিনেতার আগামী সিনেমা ‘রক্ষা বন্ধন’। এছাড়াও তাঁর হাতে ‘রাম সেতু’, ‘কাটপুতলি’, ‘সেলফি’, ‘ওহ মাই গড ২’, ‘সুরারাই পত্রু’র হিন্দি রিমেক এবং ‘ক্যাপসুল গিল’ রয়েছে। অপরদিকে শত্রুঘ্ন কন্যার হাতে ‘কাকুড়া’ এবং ‘ডাবল এক্স এল’ রয়েছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥