শিমিত আমিন পরিচালিত ‘চক দে ইন্ডিয়া’ (Chak De! India) ছবিটি শাহরুখ খানের কেরিয়ারের অন্যতম সেরা ছবিগুলির মধ্যে একটি। বক্স অফিসেও সফলতা অর্জন করেছিল এই স্পোর্টস ড্রামাটি। তবে সেই ছবি মুক্তির আগেই নাকি শাহরুখ-সহ (Shah Rukh Khan) ছবির সকল নির্মাতারা নিশ্চিত ছিলেন যে ছবিটি চরম ফ্লপ (Flop) হতে চলেছে। সেই কারণে ছবি মুক্তির আগেই দেশ ছেড়ে পালিয়েছিলেন তাঁরা।
‘চক দে ইন্ডিয়া’ ছবিতে শাহরুখ অভিনীত কবীর খান চরিত্রটি এখনও দর্শকদের মনে গেঁথে রয়েছে। ছবিতে ভারতীয় পুরুষ হকি দলের প্রাক্তন অধিনায়ক এবং মহিলা হকি দলের বর্তমান কোচের চরিত্রে অভিনয় করেছিলেন ‘কিং খান’।
তবে একবার এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে আলাপচারিতার সময় শাহরুখ বলেছিলেন তিনি নাকি ভেবেছিলেন এটি তাঁর কেরিয়ারের জঘন্যতম সিনেমা হতে চলেছে। বলিউড ‘বাদশা’র কথায়, ‘আদিত্য চোপড়া, জয়দীপ সাহনি, শিমিত আমিনের মতো বহু উজ্জ্বল মাথা এই ছবি তৈরির পিছনে ছিল। এই ছবির জন্য বহু তরুণীরা হকি খেলা শিখেছিল। যশ চোপড়া এই ছবিটিকে সমর্থন করছিলেন। কিন্তু আমরা যখন প্রথম স্ক্রিনিংয়ে ছবিটি দেখেছিলাম। আমাদের মনে হয়েছিল, জীবনের সবচেয়ে খারাপ সিনেমা বানিয়েছি আমরা’।
‘কিং খান’ এরপর বলেন, তিনি এবং ছবির বাকি নির্মাতারা ছবিটিকে জঘন্য বলে মনে করলেও, সেই ছবিতে অভিনয় করা তরুণী মেয়েরা ছবিটি দেখে নাচছিলেন। তাঁদের বেশ ভালোলেগেছিল ছবিটি। তবে তার চেয়েও বড় ব্যাপার ছিল, নিজেদের রুপোলি পর্দায় দেখার আনন্দ ধরে রাখতে পারেননি তাঁরা।
শাহরুখ এবং বাকি নির্মাতারা অবশ্য ছবির ফ্লপ হওয়ার বিষয়ে নিশ্চিত ছিলেন। সেই কারণে ছবি মুক্তির আগেই শিমিত, শাহরুখ প্রত্যেকে দেশ ছেড়ে বিদেশে চলে গিয়েছিলেন। সেখানে মদ্যপান করে পড়েছিলেন অভিনেতা। কিন্তু এরপর ছবি মুক্তির পর সকলের থেকে প্রশংসা পেতে থাকেন তাঁরা। একের পর এক মেসেজ করে শাহরুখকে শুভেচ্ছা জানাতে থাকেন প্রত্যেকে।
শিমিত আমিন পরিচালিত ‘চাক দে ইন্ডিয়া’ ছবিটি ২০০৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। ভারতীয় মহিলা হকি দলের কোচ হিসেবে অভিনয় করে শাহরুখ আদায় করে দর্শকদের প্রশংসা। বক্স অফিসে ১০২ কোটি টাকার ব্যবসা করেছিল সেই ছবিটি।