• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পার্টিতে এসে ভাইজানের প্রেমিকার দিকে নজর, রণবীরকে থাবড়ে দিয়েছিলেন সলমন!

Published on:

Salman Khan once slapped Ranbir Kapoor in Party

বলিউডের (Bollywood) প্রথম সারির অভিনেতাদের নামের তালিকা তৈরি করা হলে সেখানে নিঃসন্দেহে স্থান করে নেবেন সলমন খান (Salman Khan) এবং রণবীর কাপুর (Ranbir Kapoor)। সলমনের চেয়ে জুনিয়র হলেও অল্প সময়ের মধ্যেই গগনচুম্বী সাফল্য ও জনপ্রিয়তা অর্জন করেছেন রণবীর। তারকা সন্তান হলেও নিজের প্রতিভার মাধ্যমে তৈরি করেছেন নিজের পরিচিতি। আজকের প্রতিবেদনে এই দুই তারকার এমন একটি কাহিনী তুলে ধরা হল যা হয়তো অনেকেই জানেন না।

অনেকেই হয়তো জানেন, রেগে গেলে একেবারে আউট অফ কন্ট্রোল হয়ে যান সলমন। ভাইজানের হাতে মার খেয়েছেন বলিউডের অনেক তারকাই। সেই লিস্টে নাম রয়েছে ঋষি পুত্র রণবীরেরও। একবার ভরা পার্টিতে বচসায় জড়িয়েছিলেন দু’জনে। কথা বলতে বলতেই রাগের মাথায় আচমকা রণবীরকে চড় (Slap) মারেন সলমন।

Salman Khan and Ranbir Kapoor, Salman Khan slapped Ranbir Kapoor

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, সলমন যখন রণবীরকে থাপ্পড় মেরেছিলেন সেই সময় সেখানে উপস্থিত ছিলেন রণবীরের বাবা ঋষি কাপুরও। ছেলের গায়ে হাত তুলেছেন বলে দীর্ঘ সময় ভাইজানের ওপর রেগেও ছিলেন তিনি। তবে হঠাৎ করে সলমন কেন রণবীরকে থাপ্পড় মেরেছিলেন জানেন?

অনেকেই জানেন, সলমন খানের প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) রণবীরের সঙ্গেও সম্পর্কে ছিলেন। শোনা যায়, ঋষি পুত্রের জন্য নাকি ভাইজানকে ছেড়ে দিয়েছিলেন অভিনেত্রী। আর সেই বিষয়টিই মেনে নিতে পারেননি সলমন। রণবীরের ওপর প্রচণ্ড চটে ছিলেন তিনি।

Salman Khan and Ranbir Kapoor, Salman Khan slapped Ranbir Kapoor

শোনা যায়, ‘অজব প্রেম কি গজব কাহানি’র শ্যুটিং করতে গিয়ে রণবীরের সঙ্গে ঘনিষ্ঠতা শুরু হয়েছিল ক্যাটরিনার। সেই ঘনিষ্ঠতা প্রেমের আকার নিতে বেশি সময় নেয়নি। গার্লফ্রেন্ডের থেকে ধোকা সহ্য করতে পারেননি ভাইজান। ক্যাটের পাশাপাশি রণবীরের ওপরও প্রচণ্ড রেগে যান তিনি। এরপর পার্টিতে তাঁর সঙ্গে বচসা শুরু হওয়ার পর আর নিজেকে সামলাতে পারেননি সলমন। রাগের মাথায় সবার সামনে রণবীরকে থাপ্পড় মেরে বসেন তিনি।

ভাইজানের হাতে থাপ্পড় খেলেও অবশ্য পাল্টা কিছু করতে পারেননি ঋষি-পুত্র। লজ্জায় মাথা নীচু করে পার্টি থেকে বেরিয়ে যান রণবীর। এরপর নাকি ছেলের কৃতকার্যের জন্য ঋষির কাছে গিয়ে ক্ষমা চান সলমনের বাবা সেলিম খান। যদিও শোনা যায়, এই ঘটনার পর আর কোনও দিন মুখোমুখি হননি সলমন এবং রণবীর।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥