• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নববধূ রূপে রেখার জুটেছিল শাশুড়ির লাঞ্ছনা ও জুতোপেটা! কিন্তু তখন কেন চুপ ছিলেন স্বামী বিনোদ

Published on:

বলিউডের এভারগ্রিন অভিনেত্রী রেখা (Rekha)। রেখা মানেই টান টান উত্তেজনা, সৌন্দর্যের ভান্ডার সাথে দুর্দান্ত অভিনয়। অভিনেত্রীর মোহময়ী অভিনয় ও সুঠাম চেহারায় ঘায়েল হয়েছেন কত পুরুষ। কিন্তু,রেখার জীবনে বহু বিতর্ক রয়েছে। বহুবার বহু পুরুষেরই প্রেমের পড়েছেন রেখা। কিন্তু শেষমেশ কোনোটাই টেকেনি ভালো ভাবে। এক কথায় সুখের সংসার করা হয়ে ওঠেনি রেখার। অনেকের মনের আকাঙ্খা ও সুন্দরী অভিনেত্রী হওয়া সত্ত্বেও বিরহের জ্বালায় জ্বলেছেন এই অভিনেত্রী।

বলিউডে যদি অমর প্রেমের জুটি কথা ওঠে তাতে সবার আগে আসে অমিতাভ বচ্চন (Amitabh Bacchan) আর রেখার নাম। কিন্তু অমিতাভকে আপন করতে পারেননি রেখা। অমিতাভ বচ্চনের সাথে নাম জোরালো শেষ মেশ বিনোদ মেহরার সাথেই ঘর বাধার স্বপ্ন দেখেছিলেন এই অভিনেত্রী। অভিনেত্রী যতবারই প্রেমে পড়েছেন ততবারই শেষে বিরহ যন্ত্রনা ভোগ করতে হয়েছে তাকে। অমিতাভ বচ্চনের সাথেও একই ঘটনা ঘটেছিল। অমিতাভ যখন জয়াকে বিয়ে করে নিলেন তখন বিরহ যন্ত্রনায় ছিলেন অভিনেত্রী। সেই সময় তার জীবনে আসেন বিনোদ মেহরা।

বহুবার ধোকা খাওয়া সত্ত্বেও আবার প্রেমে পরেই অভিনেত্রী। তবে এবারে অমিতাভের মত ভুল আর করতে চাননি। তড়িঘড়ি কালীঘাটে গিয়ে আগেই সেরেছিলেন বিয়ে, পাচ্ছে পরে বিয়েটাই যদি না হয়। কিন্তু সংসার সুখ বোধয় ছিল না অভিনেত্রীর। বিয়ে করে নববধূরূপে শশুরবাড়িতে প্রবেশ করতে গিয়েই নতুন সমস্যা। শাশুড়ি মোটেও মানতে রাজি নন ছেলে বিনোদের বিয়ে, দোরগোড়াতেই দাঁড়িয়ে শুনতে হয় শাশুড়ির অকথ্য গালিগালাছ! এমনকি শাশুড়ি নিজের পা থেকে জুতো খুলে কয়েক ঘা মেরেও দেন অভিনেত্রীকে।

শেষমেশ বেরিয়ে চলে আসেন সেখান থেকে। শশুরবাড়ি যাওয়া আর হয়ে উঠেনি। সেদিন রুপোলি পর্দার অভিনেত্রীর আসল  জীবনের কাহিনী দেখতে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। সকলের সামনে দিয়েই চলে এসেছিলেন তিনি। সিনেমার প্রেম কাহিনীর বাস্তব রূপটা হয়তো সেদিন বুঝতে পেরেছিলেন। যদিও এ বিষয়ে রেখাজীকে প্রশ্ন করা হলে তিনি এই সমস্ত ব্যাপারকেই গুজব বলে উড়িয়ে দেন। বদলে তিনি বলেন বিনোদ ও তিনি খুব ভালো বন্ধু ছিলেন তার বেশি কিছু না।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥