• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নোংরামি সত্ত্বেও বাবা-মা বাধ্য করেছে বলিউডে কাজ করতে! রেখার জীবনের কাহিনী শুনলে জল আসবে চোখে

Updated on:

When Rekha revealed she never wanted to become an actress, her parents forced her

বলি সুন্দরী রেখার (Rekha) অভিনয়ের কোনও তুলনাই হয় না। নিজের অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন। কোটি কোটি অনুরাগী রয়েছে তাঁর। নিজের কেরিয়ারে একাধিক সুপারহিট সিনেমায় কাজ করেছেন অভিনেত্রী (Actress)। শিশুশিল্পী হিসেবে কেরিয়ার শুরু হয়েছিল রেখার। এরপর বলিউডের ইতিহাসের সেরা নায়িকাদের তালিকায় নিজের নাম তুলে ফেলেন তিনি।

কন্নড় ছবি ‘অপারেশন জ্যাকপট নাল্লি সি.আই.ডি ৯৯৯’ এবং হিন্দি ডেবিউ সিনেমা ‘আনজানা সফর’এর মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া শুরু রেখার। এরপর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে। পর্দায় সুন্দরী রেখাকে দেখে বারবার মুগ্ধ হয়েছেন দর্শকরা।

Rekha

তবে আপনি কি জানেন, বড়পর্দা এবং কোটি কোটি দর্শকের মনে রাজত্ব করা সেই রেখাই স্বেচ্ছায় অভিনয় দুনিয়ায় পা রাখেননি। বরং তাঁর মা-বাবা জোর করে তাঁকে অভিনয়কেই পেশা হিসেবে বেছে নিতে বাধ্য করেছেন।

১৯৮৬ সালে একটি নামী সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতার সময় একটা ফাঁস করেন বলি সুন্দরী। রেখা জানান, তাঁর পিতা তথা অভিনেতা জেমিনি গণেশন এবং মা পুষ্পভল্লি তাঁকে অভিনয় দুনিয়ায় পা রাখতে বাধ্য করেছিলেন। শুধু তাই নয়, তাঁর কেরিয়ারের প্রথম কয়েক বছর তাঁর একেবারেই এই কাজ করতে ভালোলাগত না। কারণ অভিনয় পেশাটাই অভিনেত্রীর একেবারে পছন্দের ছিল না।

Rekha Sad

রেখার কথায়, ‘আমার বাবা খুব বেশি চাননি, তবে আমার মা সত্যিই খুব চাইতেন যাতে আমি সিনেমায় কাজ করি। তবে প্রায় ৬ থেকে ৭ বছর আমি যেটা করছিলাম, সেটা আমার একেবারেই ভালোলাগত না। আমায় জোর করে শ্যুটে নিয়ে আসাহতো। আমি ডাবল শিফটে কাজ করতাম। আমার এই কাজ একেবারেই ভালোলাগত না’।

বলি সুন্দরীর সংযোজন, ‘আমি কোনোদিন অভিনেত্রী হতে চাইতাম না। আপনি যদি কোনও অভিনেতা-অভিনেত্রীকে জিজ্ঞেস করেন, বেশিরভাগ লোকেই বলবেন তাঁরা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যোগ দিতে চাইতেন। কিন্তু আমি চাইতাম না। আমি কোনোদিন অভিনেত্রী হতে চাইনি। আমায় মেরে মেরে বানানো হয়েছে’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥