হিন্দি সিনেমার ১১৩ বছরের ইতিহাসে বহু অভিনেতা-অভিনেত্রী এসেছেন, বহু অভিনেতা-অভিনেত্রী গিয়েছেন। কিন্তু সবাই সুপারস্টার হতে পারেননি। হাতে গোনা কয়েকজন তারকাই আদায় করেছেন ‘সুপারস্টার’ তকমা। এমনই দুই ব্যক্তিত্ব হলেন রাজেশ খান্না (Rajesh Khanna) এবং অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)।
বলিউডে একসময় রাজত্ব করেছেন এই দুই সুপারস্টার। ১৯৬৬ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘আখিরি খত’এর মাধ্যমে ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন রাজেশ খান্না। কয়েকবছরের মধ্যেই আদায় করে নিয়েছিলেন ‘সুপারস্টার’ তকমা। ১৯৬৯ থেকে ১৯৭১- এই দু’বছরের মধ্যে ১৫টি হিট ছবি উপহার দিয়ে সুপারস্টার হয়ে গিয়েছিল তিনি।
সেই সময় রাজেশ খান্নার স্টারডমের কাছাকাছি পৌঁছতে অবধি পারত না কোনও তারকা। তবে অমিতাভ বচ্চন আসার পর ধীরে ধীরে ফিকে হতে শুরু করেছিলেন অভিনেতার জাদু। শোনা যায়, একসময় দু’জনের মধ্যে ‘ঠাণ্ডা লড়াই’ চলত।
অমিতাভ যখন বলিউডে পা রাখেন তখন রাজেশ খান্না সুপারস্টার হয়ে গিয়েছেন। সেইজন্য বহুবার ‘বিগ বি’ নিয়ে নানান কটাক্ষ করতেন তিনি। এমনই একটি ঘটনা হয়েছিল ১৯৮১ সালে মুক্তিপ্রাপ্ত সুপারহিট সিনেমা ‘লাবারিশ’এর সময়।
১৯৮১ সালে রিলিজ হওয়া এই সুপারহিট সিনেমায় শাড়ি এবং সালোয়ার কামিজ পরে দেখা গিয়েছিল অমিতাভকে। জনপ্রিয় ‘মেরে অঙ্গনে মে’তেই শাড়ি পরেছিলেন ‘বিগ বি’। দর্শকদের দারুণ পছন্দ হয়েছিল সেই গান। কিন্তু অমিতাভের এই লুক দেখে কটাক্ষ করেছিলেন রাজেশ।
মহিলাবেশে অমিতাভকে দেখে রাজেশ খান্না ঠাট্টা করেছিলেন। বলেছিলেন, উনি কোনও শাড়ি কিংবা সালোয়ার কামিজ পরে নিজের লুকের সঙ্গে সমঝোতা করবেন না। এই কাজের জন্য সারা বিশ্বের অর্থ, সম্পদ এবং প্রচুর প্রশংসা করা হলেও এই কাজটি উনি কখনও করবেন না। প্রসঙ্গত, একটি নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, অমিতাভ সম্বন্ধে রাজেশের এই মন্তব্যের কথা লেখক ইয়াসির উসমান নিজের ‘কুছ তো লোগ কহেঙ্গে’ বইয়ে উল্লেখ করা হয়েছে।
জানিয়ে রাখি, বলি সুপারস্টার রাজেশ খান্না ২০১২ সালে ৬৯ বছর বয়সে প্রয়াত হন। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করার পর শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অপরদিকে অমিতাভ এখনও ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন। অভিনেতাকে শেষবার বড়পর্দায় ‘উঁচাই’ ছবিতে দেখা গিয়েছিল।