• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কেউ বলেছিল বিছানা গরম করো, তো কেউ চেয়েছিল মালিশ! বলিউডের কেচ্ছা নিয়ে বিস্ফোরক রাধিকা আপ্তে

Updated on:

When Radhika Apte talked about casting couch in bollywood

বলিউডের ভার্সেটাইল অভিনেত্রীদের নামের তালিকা প্রস্তুত করা হলে সেখানে নিঃসন্দেহে নাম থাকবে রাধিকা আপ্তের (Radhika Apte)। ইন্ডাস্ট্রিতে ১৭ বছর কাটিয়ে ফেলা এই অভিনেত্রী বিনা কোনও ‘গডফাদার’ সাহায্যে কেবলমাত্র নিজের অভিনয়ের জোরে দর্শকদের মন জয় করেছেন। অভিনয় করেছেন একাধিক সুপারহিট ছবিতে। বলিপাড়ার এই নামী অভিনেত্রীই বহুবার বলিউডের (Bollywood) নানান কেচ্ছা নিয়েও মুখ খুলেছেন। আজকের প্রতিবেদনে সেই খবরই তুলে ধরা হল।

রাধিকা বলিউডের হাতেগোনা কয়েকজন ব্যক্তিত্বদের মধ্যে একজন যারা বিনা ভয়ে ইন্ডাস্ট্রির পর্দা ফাঁস করেছেন। কাস্টিং কাউচ (Casting couch) থেকে শুরু করে অভিনেতাদের নোংরামি- প্রকাশ্যে সব কিছু নিয়ে কথা বলেছেন ‘অন্ধাধুন’ অভিনেত্রী।

Radhika Apte

১৯৮৫ সালে জন্মগ্রহণ করা রাধিকা বলিউডে পা রেখেছিলেন ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বাঃ লাইফ হো তো অ্যায়সি’র মাধ্যমে। একটি ছোট রোলে দেখা গিয়েছিলে তাঁকে। তবে এরপর থেকে একের পর এক সিনেমার অফার আসতে থাকে তাঁর কাছে। বলিউডের এই নামী অভিনেত্রী ‘শোর ইন দ্য সিটি’, ‘বদলাপুর’, ‘অন্ধাধুন’, ‘প্যাডম্যান’-সহ একাধিক ব্লকবাস্টার সিনেমায় কাজ করেছেন।

এই নামী অভিনেত্রীই একবার এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন। রাধিকা জানিয়েছিলেন, একবার তাঁকে ফোন করে এক ব্যক্তি বলেছিলেন, বলিউডের কিছু লোক সিনেমা বানাচ্ছেন এবং অভিনেত্রী ওনাদের সঙ্গে সেই বিষয়ে দেখা করতে পারেন। তবে কাজ পেতে গেলে ওনাদের সঙ্গে শুতে হবে। যা শুনে নাকি রাধিকা পরিহাসের সুরে সেই ব্যক্তিকে বলেছিলেন, ‘তুই ওই লোকদের গিয়ে বলে দে ওনারা যেখানে খুশি যাক। আমি ওনাদের সঙ্গে কাজ করব না’।

Radhika Apte

শুধু এটুকুই নয়, রাধিকা একবার এক টক শোয়ে দক্ষিণী ইন্ডাস্ট্রির এক অভিনেতারও কেচ্ছা ফাঁস করেছিলেন। অভিনেত্রী বলেন, সিনেমার শ্যুটিং চলাকালীন সংশ্লিষ্ট অভিনেতা তাঁর কাছে এসে তাঁকে সুরসুরি দিতে থাকেন। নায়িকার পায়ে সুরসুরি দিচ্ছিলেন তিনি। অভিনেত্রী বেজায় চটে গিয়ে সেই অভিনেতার গালে সপাটে একটি থাপ্পড় মেরেছিলেন। তাঁকে না জেনে শুনে কীভাবে এমন কেউ করতে পারেন, এই কথায় বেজায় চটে গিয়েছিলেন রাধিকা।

এছাড়াও বিবিসির একটি তথ্যচিত্রেও ‘কাস্টিং কাউচ’ নিয়ে রাধিকা খোলামেলা আলোচনা করেছিলেন। ৩৭ বছর বয়সি এই অভিনেত্রী ‘#মিটু’ মুভমেন্টের সময়ও মুখ খুলেছিলেন। রাধিকা জানিয়েছিলেন, ইন্ডাস্ট্রিতে ‘পাওয়ার গেম’ চলে। সেই কারণে শুধুমাত্র মহিলাদেরই নয়, পুরুষদেরও যৌন হেনস্থার শিকার হতে হয়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥