বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) বারবার নিজের কাজের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেছেন। নিজের কাজের সৌজন্যেই তিনি এখন হয়ে উঠেছেন ‘গ্লোবাল আইকন’। শুধুমাত্র বলিউডেই নয়, হলিউডেও চুটিয়ে কাজ করছেন তিনি। তবে আপনি কি জানেন, বিনোদন ইন্ডাস্ট্রির এই নামী নায়িকাকেই একবার চরম কটাক্ষের (Bullied) শিকার হতে হয়েছিল? সহ্যের সীমা ছাড়িয়ে যাওয়ার পর অভিনেত্রী দেশে ফিরতে বাধ্য হয়েছিলেন।
প্রিয়াঙ্কা এমন একজন ব্যক্তিত্ব যিনি প্রকাশ্যে নিজের মনের কথা খুলে বলতে একেবারেই ভয় পান না। বহুবার বহু ইস্যুতে মুখ খুলেছেন বলি সুন্দরী। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে নিজের বক্তব্য অনুরাগীদের কাছ অবধি পৌঁছে দিয়েছেন তিনি।
সেই ‘দেশি গার্ল’ই একবার জানিয়েছিলেন, স্কুলে পড়াকালীন একটি মেয়ে তাঁকে প্রচণ্ড ‘বুলি’ করতেন এবং সেই মাত্রা এতটাই বেশি ছিল যে তিনি বাধ্য হয়ে সেই স্কুল ছেড়ে দেশে ফিরে এসেছিলেন। তবে এই ঘটনাই কিন্তু আবার বদলে দিয়েছিল তাঁর ভাগ্য। জীবনের এই কঠিন সময় নিয়ে নিজের আত্মজীবনীতে লিখেছেন অভিনেত্রী।
একবার এক ইভেন্টে এই বিষয়ে কথা বলার সময় বলি সুন্দরী বলেছিলেন, ‘আমায় স্কুলে খানিকটা বুলি করা হয়েছিল। সবাই কিন্তু করত না। তবে একটি মেয়ে ছিল যে আমার জীবন একেবারে অতিষ্ঠ করে তুলেছিল। আমি যে দেশ থেকে গিয়েছিলাম, তার ওপর ভিত্তি করে ও এমনটা করত’।
প্রিয়াঙ্কার সংযোজন, ‘ও আমায় কারি বলে ডাকত। আমায় ব্রাউনি বলে ডাকত। ও বলত, যে হাতি চেপে এসেছ, সেটায় চেপেই নিজের দেশে ফিরে যাও। আমার ওপর খুব খারাপ প্রভাব পড়েছিল এটার। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম ভারতে ফিরে আসার এবং আমি দেশে ফিরেও আসি। আমার মনে হয়, তখন ভাগ্য নিজের খেলা দেখিয়েছিল’।
সবশেষে ‘দেশি গার্ল’ এও বলেন, এই ঘটনার পরেই কিন্তু তিনি ‘মিস ওয়ার্ল্ড’এর খেতাব জিততে পেরেছিলেন এবং বুঝেছিলেন একজন মানুষের সবচেয়ে সুন্দর গয়না হল তাঁর ‘আত্মবিশ্বাস’। প্রিয়াঙ্কার কথায়, ‘মিস ইন্ডিয়ার কথা না বলেই আমার মা ছবি পাঠিয়ে দিয়েছিল। তবে আমার ব্যক্তিত্ব, আমার কথা বলার ধরণ এবং আমার আত্মবিশ্বাসের সৌজন্যে আমি ওই খেতাবটা জিততে পেরেছিলাম। আমি তখনই বুঝতে পেরেছিলাম সবচেয়ে সুন্দর গয়না হল আত্মবিশ্বাস’।