• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

খান পরিবারের বউ হয়েও বলিউডে ব্যর্থ! সালমান নাম শুনেই তেলে বেগুনে জ্বলে উঠলেন মালাইকা

Published on:

Malaika Arora angry reaction when Rakhi Sawant bring Salman Khan name

সলমন খান (Salman Khan) এবং মালাইকা অরোরা (Malaika Arora) একসময় একই পরিবারের সদস্য ছিলেন। তবে এখন দু’জনের মধ্যে আর কোনও সম্পর্ক নেই। সলমনের ভাই আরবাজের সঙ্গে মালাইকার বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে বেশ কয়েক বছর হয়ে গেল। বলিউডের (Bollywood) ‘ছাইয়া ছাইয়া গার্ল’ এখন অর্জুন কাপুরের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন। আরবাজকে ভুলে নতুন করে জীবন শুরু করেছেন তিনি।

মালাইকা এমন একজন অভিনেত্রী যিনি নিজের কাজের চেয়ে বেশি ব্যক্তিগত জীবনের সৌজন্যে চর্চার কেন্দ্রে থেকেছেন। আরবাজের সঙ্গে বিয়ে, ডিভোর্স থেকে শুরু করে বয়সে ছোট অর্জুনের সঙ্গে প্রেম- অভিনেত্রীর জীবনের প্রত্যেকটি সিদ্ধান্ত নিয়েই কাঁটাছেঁড়া হয়েছে। এমনকি একবার তাঁকে এও শুনতে হয়েছিল যে শুধুমাত্র সুপারস্টার সলমনের পরিবারের সদস্য ছিলেন বলেই মালাইকাকে ‘আইটেম গার্ল’ তকমা দেওয়া হয়নি।

Malaika Arora

আরবাজের প্রাক্তন স্ত্রীকে নিয়ে এই মন্তব্য করেছিলেন বি টাউনের ‘ড্রামা ক্যুইন’ হিসেবে খ্যাত রাখি সাওয়ান্ত। এই মন্তব্যটি একেবারেই ভালোভাবে নেননি মালাইকা। একটি সাক্ষাৎকারে সাফ বলেছিলেন, সলমনের পরিবারের অংশ বলে নয়, বরং নিজের প্রতিভার সৌজন্যে তিনি ইন্ডাস্ট্রিতে সফল হয়েছেন।

হিন্দুস্তান টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদনে মালাইকাকে উদ্ধৃত করে লেখা হয়েছিল, তিনি ‘সেলফ মেড’ তারকা। শোনা যায়, রাখি সাওয়ান্তের মন্তব্য শোনার পর রেগে আগুন হয়ে গিয়েছিলেন মালাইকা। অভিনেত্রী বলেছিলেন, ‘এই রকম হলে তো সলমন খানের প্রত্যেক ছবিতে আমার আইটেম সং থাকতো। কিন্তু এমনটা হয়নি’।

Malaika Arora and Salman Khan

প্রাক্তন ভাসুরের সৌজন্যে সফল এই তকমা সরিয়ে মালাইকা স্পষ্ট বলেছিলেন, ‘আমি একজন সেলফ মেড তারকা। সলমন খান আমায় বানাননি’। ভাইজানের সম্বন্ধে অভিনেত্রী এই মন্তব্য করার পর সেই সময় বিস্তর চর্চাও হয়েছিল।

প্রসঙ্গত, খান পরিবারের বৌ না থাকলেও, প্রাক্তন স্বামী আরবাজের সঙ্গে মালাইকার সম্পর্ক এখনও বেশ ভালোই রয়েছে। সম্প্রতি দু’জনকে জড়িয়ে ধরে সৌজন্য বিনিময় করতেও দেখা গিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছিল সেই ছবি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥