বলিউডের বিতর্কিত (Bollywood Controversy) ব্যক্তিত্বদের নামের তালিকা যদি প্রস্তুত করা হয় তাহলে সেখানে নিঃসন্দেহে নাম থাকবে কেআরকের (KRK)। একাধিকবার একাধিক বিতর্কিত মন্তব্য করে সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছেন তিনি। কখনও শাহরুখ খান-সলমন খানের মতো তারকাদের একহাত নিয়ে, আবার কখনও বলিউড ছবির খারাপ রিভিউ। কমল রাশিদ খান মানেই যেন বিতর্ক।
বি টাউনের এই বিতর্কিত চলচ্চিত্র সমালোচক ইন্ডাস্ট্রির বিভিন্ন অভিনেতা-অভিনেত্রী ছাড়াও আরও এক ব্যক্তিত্বকে মাঝেমধ্যেই একহাত নেন। প্রায়শয়ই সেই ব্যক্তিকে খোঁচা দিয়ে টুইট করেন তিনি। সেই ব্যক্তি হলেন করণ জোহর (Karan Johar)। স্বঘোষিত চলচ্চিত্র সমালোচকের সঙ্গে ধর্মা কর্ণধারের অম্ল-মধুর সম্পর্কের কথা কারোর অজানা নয়।
কয়েকমাস আগে যখন কেআরকে গ্রেফতার হয়েছিলেন তখনও ‘মাস্টারমাইন্ড’ হিসেবে শোনা গিয়েছিক করণের নাম। যদিও এইসব কথা অনেকেই জানেন। তবে আপনি কি এটা জানেন, কেআরকে একবার প্রকাশ্যে লিঙ্গ পরিবর্তন করে করণ জোহরকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন?
হ্যাঁ, ঠিকই দেখছেন। অবাক লাগলেও এটাই সত্যি। একটি নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, আজ থেকে প্রায় এক দশক আগে কেআরকে একবার টুইট করে লিঙ্গ পরিবর্তন এবং করণকে বিয়ে করার চ্যালেঞ্জ নিয়েছিলেন। যদিও সেক্ষেত্রে একটি শর্তও দিয়েছিলেন তিনি।
RT @kamaalrkhan It’s my challenge tat if Modi ji will become PM of India then I shall do sex change and marry with Karan Johar. (Dec 2012)
— Mangalam Maloo (@blitzkreigm) May 16, 2014
কেআরকে টুইটারে লিখেছিলেন, ‘আমি চ্যালেঞ্জ নিলাম যদি মোদীজি ভারতের প্রধানমন্ত্রী হন তাহলে আমি নিজের লিঙ্গ পরিবর্তন করে করণ জোহরকে বিয়ে করব’। জানা গিয়েছে, ২০১২ সালের ডিসেম্বর মাস নাগাদ এই টুইটটি করেছিলেন তিনি। যদিও ২০১৪ লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর জয়ের পরে সম্পূর্ণ বিষয়টি অস্বীকার করেছিলেন তিনি।
I didn’t tweet about sex change n marry to Karan Johar. That is fake tweet. Yes I tweeted tat I will leave India if Modi will become PM.
— KRK (@kamaalrkhan) May 22, 2014
নরেন্দ্র মোদীর জয়ের পর কেআরকে টুইট করেন, ‘মোদীজি জিতে গিয়েছেন এবং আমি কথা মতো ভারত ছাড়ছি। চিরকালের মতো বিদায় ভারত। আমি নিজের দেশ এবং এখানকার মিষ্টি মানুষদের মিস করব’। এরপর লিঙ্গ পরিবর্তনের বিষয়ে টুইট করে তিনি লেখেন, ‘আমি লিঙ্গ পরিবর্তন এবং করণ জোহরকে বিয়ে করার কোনও টুইট করিনি। ওটা ফেক টুইট। হ্যাঁ, আমি টুইট করেছিলাম মোদীজি প্রধানমন্ত্রী হলে ভারত ছেড়ে দেব’।