• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সেক্স চেঞ্জ করে করণ জোহরকে বিয়ে করতে চেয়েছিলেন, টুইট চোখে পড়তেই KRKকে উদ্ধার করে দিল নেটপাড়া

Published on:

KRK was supposed to change sex and marry Karan Johar back in 2014

বলিউডের বিতর্কিত (Bollywood Controversy) ব্যক্তিত্বদের নামের তালিকা যদি প্রস্তুত করা হয় তাহলে সেখানে নিঃসন্দেহে নাম থাকবে কেআরকের (KRK)। একাধিকবার একাধিক বিতর্কিত মন্তব্য করে সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছেন তিনি। কখনও শাহরুখ খান-সলমন খানের মতো তারকাদের একহাত নিয়ে, আবার কখনও বলিউড ছবির খারাপ রিভিউ। কমল রাশিদ খান মানেই যেন বিতর্ক।

বি টাউনের এই বিতর্কিত চলচ্চিত্র সমালোচক ইন্ডাস্ট্রির বিভিন্ন অভিনেতা-অভিনেত্রী ছাড়াও আরও এক ব্যক্তিত্বকে মাঝেমধ্যেই একহাত নেন। প্রায়শয়ই সেই ব্যক্তিকে খোঁচা দিয়ে টুইট করেন তিনি। সেই ব্যক্তি হলেন করণ জোহর (Karan Johar)। স্বঘোষিত চলচ্চিত্র সমালোচকের সঙ্গে ধর্মা কর্ণধারের অম্ল-মধুর সম্পর্কের কথা কারোর অজানা নয়।

KRK and Karan Johar

কয়েকমাস আগে যখন কেআরকে গ্রেফতার হয়েছিলেন তখনও ‘মাস্টারমাইন্ড’ হিসেবে শোনা গিয়েছিক করণের নাম। যদিও এইসব কথা অনেকেই জানেন। তবে আপনি কি এটা জানেন, কেআরকে একবার প্রকাশ্যে লিঙ্গ পরিবর্তন করে করণ জোহরকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন?

KRK

হ্যাঁ, ঠিকই দেখছেন। অবাক লাগলেও এটাই সত্যি। একটি নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, আজ থেকে প্রায় এক দশক আগে কেআরকে একবার টুইট করে লিঙ্গ পরিবর্তন এবং করণকে বিয়ে করার চ্যালেঞ্জ নিয়েছিলেন। যদিও সেক্ষেত্রে একটি শর্তও দিয়েছিলেন তিনি।


কেআরকে টুইটারে লিখেছিলেন, ‘আমি চ্যালেঞ্জ নিলাম যদি মোদীজি ভারতের প্রধানমন্ত্রী হন তাহলে আমি নিজের লিঙ্গ পরিবর্তন করে করণ জোহরকে বিয়ে করব’। জানা গিয়েছে, ২০১২ সালের ডিসেম্বর মাস নাগাদ এই টুইটটি করেছিলেন তিনি। যদিও ২০১৪ লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর জয়ের পরে সম্পূর্ণ বিষয়টি অস্বীকার করেছিলেন তিনি।


নরেন্দ্র মোদীর জয়ের পর কেআরকে টুইট করেন, ‘মোদীজি জিতে গিয়েছেন এবং আমি কথা মতো ভারত ছাড়ছি। চিরকালের মতো বিদায় ভারত। আমি নিজের দেশ এবং এখানকার মিষ্টি মানুষদের মিস করব’। এরপর লিঙ্গ পরিবর্তনের বিষয়ে টুইট করে তিনি লেখেন, ‘আমি লিঙ্গ পরিবর্তন এবং করণ জোহরকে বিয়ে করার কোনও টুইট করিনি। ওটা ফেক টুইট। হ্যাঁ, আমি টুইট করেছিলাম মোদীজি প্রধানমন্ত্রী হলে ভারত ছেড়ে দেব’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥