• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সুপারস্টার বলে নোংরামিও সহ্য করতে হবে নাকি! সবার সামনে অক্ষয়কে কষিয়ে চড় মেরেছিলেন ক্যাটরিনা

Published on:

When Katrina Kaif slapped Akshay Kumar on Sooryavanshi set

বলিউড ইন্ডাস্ট্রির নামী সুপারস্টারদের মধ্যে একজন হলেন অক্ষয় কুমার (Akshay Kumar)। বলিউডের ইতিহাসের বহু সুপারহিট ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে নিজের কেরিয়ারে জড়িয়েছেন একাধিক বিতর্কেও। এমনই এক ‘বিতর্ক’ হল অভিনেত্রী ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) সঙ্গে তাঁর হওয়া ‘থাপ্পড় বিতর্ক’।

ভিকি কৌশলের ঘরণী ক্যাটরিনা বলিউডে বহু সময় ধরে দাপিয়ে অভিনয় করছেন। এক দশকেরও বেশি সময় কাটিয়ে ফেলেছেন বলিউডে। তাঁর বিন্দাস মেজাজ অনুরাগীদের বেশ পছন্দের। তবে এই অভিনেত্রীই একবার অক্ষয়কে সবার সামনে সপাটে চড় (Slapped) মেরেছিলেন।

Katrina Kaif angry

আসলে অক্ষয়ের অসভ্যতা একবার চরমে উঠেছিল। তা সহ্য করতে পারেননি অভিনেত্রী। আর ব্যাস, সিনেমার সেটেই বলি সুপারস্টারের গালে কষিয়ে একটি চড় মারেন তিনি। সম্প্রতি সেই কথা ফাঁস করেছেন ক্যাট নিজেই।

আসলে ঘটনাটি ঘটেছিল রোহিত শেট্টি পরিচালিত সুপারহিট সিনেমা ‘সূর্যবংশী’র সেটে। তবে এক্ষেত্রে অবশ্য জানিয়ে রাখা প্রয়োজন, অক্ষয় নয়, বরং ছবিতে অক্ষয় অভিনীত চরিত্রের অসভ্যতা সহ্য না করতে পেরে তাঁর গালে সপাটে চড় বসিয়েছিলেন ক্যাটরিনা অভিনীত চরিত্রটি।

Katrina Kaif and Akshay Kumar in Sooryavanshi

এই বিষয়ে কথা বলার সময় ক্যাটরিনা বলেছেন, ‘রোহিত শেট্টির ছবিতে কাজ করার অনুভব সত্যিই একেবারে আলাদা। আমাকে বলতেই হবে অক্ষয় কুমার সঙ্গে থাকায় সেই রোমাঞ্চ আরও অনেকতা বেড়ে গিয়েছিল। আমার এখনও একটি দৃশ্য মনে আছে, যেখানে আমায় অক্ষয়কে চড় মারতে হতো। আমি নিজে একটু দোটানায় ছিলাম। তবে ওঁর মুখে কিন্তু দৃঢ়তা ছিল’।

ক্যাটরিনার মতে, তিনি অক্ষয়কে থাপ্পড় মারার সময় কিছুটা দোটানায় থাকলেও, ক্যাটের হাতে চড় খাওয়ার পর অভিনেতা কিন্তু একবারের জন্যেও রাগ করেননি। বরং অভিনয়ের অংশ হিসেবেই সেটিকে মেনে নিয়েছিলেন তিনি।

Katrina Kaif and Akshay Kumar in Sooryavanshi

রোহিত শেট্টি পরিচালিত ‘সূর্যবংশী’ সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অক্ষয় এবং ক্যাটরিনা। এর আগেও অবশ্য ‘দে দনা দন’, ‘নমস্তে লন্ডন’সহ বেশ কয়েকটি সুপারহিট ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন এই তারকা জুটি। দর্শক মহলেও বেশ জনপ্রিয় তাঁদের রসায়ন। তবে বক্স অফিসে ‘সূর্যবংশী’ যতটা ঝড় তুলতে পেরেছিল, ততটা ঝড় কিন্তু আক্কি-ক্যাটের বাকি কোনও সিনেমা তুলতে পারেনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥