• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘গদর’এর সেট থেকে লাথি মেরে বের করা হয়েছিল! আজ তিনিই দেশের সেরা কমেডিয়ান কপিল শর্মা

ঘটনাটা ২০০১ সালের। ঘটনাস্থল সানি দেওল এবং আমিশা পটেল অভিনীত ‘গদরঃ এক প্রেম কথা’ (Gadar: ek prem katha) ছবির সেট। আজ থেকে দু’দশক আগে সেই ছবির সেট থেকেই একজন ব্যক্তিত্বকে থাপ্পড়, লাথি মেরে বের করে দেওয়া হয়েছিল। আর আজ তিনিই দেশের সেরা কমেডিয়ান (Comedian)। তিনি কে জানেন?

সানি দেওল, আমিশা পটেল অভিনীত ‘গদর’ ছবির সেট থেকে যে অভিনেতাকে বের করে দেওয়া হয়েছিল, তিনি আর কেউ নন বরং আমাদের দেশের ‘কমেডি কিং’। হ্যাঁ, ঠিকই ধরেছেন। তিনি হলেন, ‘দ্য কপিল শর্মা শো’ খ্যাত কপিল (Kapil Sharma)। সম্প্রতি একথা ফাঁস করেছেন অ্যাকশন ডিরেক্টর টিনু বার্মা (Tinu Verma)।

   

The Kapil Sharma Show coming Back

এর আগে কপিল নিজেও অবশ্য এই প্রসঙ্গে নিজের শোয়ে কথা বলেছিলেন। কপিলকে ‘গদর’এর সেট থেকে মেরে বের করে দেওয়া প্রসঙ্গে টিনু বলেন, ‘কপিল নিজেও এই বিষয়টি নিয়ে একবার নিজের শোয়ে কথা বলেছিল। আসলে কপিলকে ওঁর বাবা বলেছিলেন, ও সত্যিই যদি অভিনেতা হতে চায়, তাহলে যেন একবার ‘গদর’ ছবির সেট থেকে ঘুরে আসেন’।

Gadar ek prem katha

টিনুর সংযোজন, ‘আমি সেদিন ক্যামেরার দিকে তাকিয়েছিলাম। আর তারপর দেখি একটা লোক উল্টো দিক থেকে দৌড়চ্ছে। আমি এগিয়ে গিয়ে তাঁর কাছ থেকে জানতে চাইলাম সে কেন এমনটা করছে? আমার মনে আছে আমি ওনাকে বলেছিলাম, ‘তোর জন্য আমার একটা শট নষ্ট হয়ে গেল। এই দিকে দৌড়া। তারপরও দেখলাম ও ঠিক উল্টো দিকেই ছুটছে’।

এরপরই কপিলকে গিয়ে মারতে থাকেন টিনু। তিনি বলেন, ‘এরপর আমি এগিয়ে গিয়ে ওঁর কানের নীচে একটা মেরেছিলাম। এরপর লাথি মেরে তাঁকে সেট থেকে বের করে দিয়েছিলাম। আর সেই ব্যক্তিই হলেন কপিল শর্মা’। টিনুর এই কথা শুনে প্রচণ্ড অবাক হয়েছেন ভক্তরা। কপিলের সঙ্গে যে এমন ঘটনা ঘটেছিল, শুনে কষ্টও পেয়েছেন অনুরাগীদের একাংশ।

Kapil Sharma sad

২০০১ সালে মুক্তিপ্রাপ্ত ‘গদর’ সিনেমায় সানি এবং আমিশা ছাড়াও অভিনয় করেছিলেন অমরীশ পুরী। এবার আসতে চলেছে সেই সুপারহিট ছবির সিক্যুয়েল। প্রথম ছবির গল্পকেই এগিয়ে নিয়ে যাওয়া হবে দ্বিতীয় ছবিতে। শোনা যাচ্ছে, বাবা-ছেলের গল্প বলবে এই সিনেমা।