• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ফাঁস হয়েছে MMS! টাকার জন্য অচেনা ছেলের সাথে রাত কাটিয়েছি, নিজেই জানালেন অঞ্জলি অরোরা

Published on:

Anjali Arora Party with Russian receptionist for money

ভুবন বাদ্যকরের ‘কাঁচা বাদাম’ (Kacha Badam) গানের মাধ্যমে প্রবল জনপ্রিয়তা পেয়েছিলেন অঞ্জলি অরোরা (Anjali Arora)। রাতারাতি ইন্টারনেট সেনসেশন হয়ে যান তিনি। তবে এবার সেই অঞ্জলিই সংবাদমাধ্যমের শিরোনামে চলে এসেছেন। নেটদুনিয়ায় ফাঁস হয়েছে তাঁর একটি গোপন এমএমএস (MMS)!

যদিও ‘কাঁচা বাদাম গার্ল’এর দাবি সংশ্লিষ্ট ভিডিওয় থাকা মেয়েটি তিনি নন। এখন লোকে ইউটিউবে ভিউজ পাওয়ার জন্য যা খুশি তাই শেয়ার করেন, এটিও তেমনই একটি নকল ভিডিও। সেখানে এডিট করে তাঁর মুখ বসিয়ে তাঁকে বদনাম করা হচ্ছে।

Anjali Arora

তবে সম্প্রতি নেটদুনিয়ায় ফাঁস হওয়া সেই ভিডিও নকল হলেও, অঞ্জলি একবার নিজে টাকার জন্য অচেনা ছেলের সঙ্গে রাত কাটানোর কথা স্বীকার করেছিলেন। এই ঘটনাটি ঘটেছিল ‘লক আপ’ শো চলাকালীন। সেই শো’য়ে নিজেকে বাঁচানোর জন্য অঞ্জলিকে নিজের জীবনের একটি গোপন কথা ফাঁস করতে হতো। তখনই সবার সামনে একথা স্বীকার করে নিয়েছিলেন তিনি।

Anjali Arora

‘কাঁচা বাদাম গার্ল’ সেই ভিডিওয় বলেন, ‘আমি ডিসেম্বর মাসে রাশিয়া গিয়েছিলাম। আমার এখনও অবধি কোনও প্রেমের সম্পর্ক হয়নি। এটা হোটেলের রিসেপশনিস্টের প্রতি একটি ভালোলাগা ছিল। আমি রিসেপশনিস্টের থেকে পাঁচ হাজার রুবেল (রাশিয়ার টাকা) নিয়েছিলাম। শনিবার রাত ছিল এবং ও আমায় পার্টির জন্য আমন্ত্রণ জানিয়েছিল’।

 

View this post on Instagram

 

A post shared by ALTBalaji (@altbalaji)

অঞ্জলির সংযোজন, ‘আমার ওই দিন স্রেফ টাকা লাগত। তাই আমি ওঁর থেকে চেয়েছিলাম এবং ও দিয়েও দিয়েছিল। এরপর রাতে আমরা পার্টিতে গিয়েছিলাম। এই কথা আমার কোনও বন্ধুও জানে না। আমি জানি না, আমার মা-বাবা এটা দেখে কী বলবে’।

সম্প্রতি এমএমএস বিতর্কে নাম জড়ানোর পর ফের অঞ্জলির এই সিক্রেটের ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। এমএমএস সম্বন্ধে নেটিজেনদের একাংশের দাবি, সেখানে অঞ্জলির মুখ দেখা গিয়েছে। যদিও তিনি সেসব কথা অস্বীকার করেছেন। ‘কাঁচা বাদাম গার্ল’এর বক্তব্য, এই একটি এমএমএসের জন্য তাঁর পরিবারকে অনেক কিছু সহ্য করতে হচ্ছে। তিনি সেসব কথা ভাষায় প্রকাশ করতে পারবেন না।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥