• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দরজার ফুটো দিয়ে উত্তম-সুপ্রিয়ার ঘরে উঁকি, হুলস্থূল কাণ্ড বাঁধিয়ে ছিলেন জহর রায়!

Published on:

When Jahar Roy looked inside Uttam Kumar and Supriya Devi’s room, this is what happened

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির (Tollywood) তিন কিংবদন্তি শিল্পী হলেন উত্তম কুমার (Uttam Kumar), সুপ্রিয়া দেবী (Supriya Devi) এবং জহর রায় (Jahar Roy)। এই তিন শিল্পী যে কত স্মরণীয় সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন তা গুনে শেষ করা যাবে না। উত্তম কুমার এবং জহর রায় অভিনীত একটি সুপারহিট ছবি ছিল ‘ছদ্মবেশী’। সেই ছবির কাহিনী অনেকে জানলেও, সেই ছবির শ্যুটিংয়ের সঙ্গে জড়িত একটি কাহিনী বেশিরভাগ মানুষই জানেন না। আজকের প্রতিবেদনে সেই অজানা কাহিনীই তুলে ধরা হল।

বিনোদন ইন্ডাস্ট্রিতে নিত্যদিন কিছু না কিছু ঘটে। নানান সময় উঠে আসে এমনই বহু পুরনো কথা (Tollywood gossip)। এই রকমই একটি ঘটনা ঘটেছিল ‘ছদ্মবেশী’ ছবির শ্যুটিংয়ের সময়। এলাহাবাদে সেই ছবির আউটডোর শ্যুটিং হয়েছিল। মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন ‘মহানায়ক’ এবং মাধবী মুখোপাধ্যায় (Madhabi Mukhopadhyay)। তবে শ্যুটিংয়ে উত্তম কুমারের সঙ্গে গিয়েছিলেন সুপ্রিয়া দেবীও।

Uttam Kumar and Supriya Devi

উত্তম কুমার এবং সুপ্রিয়া দেবী যে ঘরে ছিলেন, তার পাশের ঘরে ছিলেন মাধবী। অভিনেত্রী আবার পান খেতেন। আর এই পান খেতে তাঁর ঘরে আসতেন কিংবদন্তি অভিনেতা জহর রায়। এমনই এক দিনে একটি কাণ্ড ঘটিয়েছিলেন জহর। যা পরে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন মাধবী নিজেই।

অভিনেত্রীর কথায়, একজন হঠাৎই একটি দরজা আবিষ্কার করেছিলেন জহর। দরজায় আবার লাগানো ছিল একটি পর্দা। সেই পর্দা সরাতেই চোখে পড়ে একটি মস্ত ফুটো। সেখানে চোখ রাখতেই দেখেন সরাসরি দেখা যাচ্ছে উত্তম-সুপ্রিয়ার ঘর।

Jahar Roy looked into Uttam Kumar and Supriya Devi's room

দরজার এই ফুটোর কথা মাধবীকে বলতেই তিনি লজ্জা পেয়ে যান। অভিনেত্রীর কথায়, ‘জহরদাকে বলেছিলেন, এটা বড় কুৎসিত’। তবে তিনি শোনার পাত্র ছিলেন না। শুধু চোখে লাগিয়ে থাকাই নয়, অভিনেতা নাকি ‘উতু উতু’ বলে চিৎকারও করছিলেন। কোনওভাবে যে যাত্রায় তাঁকে নিরস্ত করেছিলেন অভিনেত্রী।

তবে পরে মাধবী নিজেও একটি কাণ্ড ঘটিয়েছিলেন। পুরনো বাড়ি, সেই বাড়ির চিলেকোঠায় লাগানো ছিল গ্লাস উইন্ডো। সেখান থেকেও আবার উত্তম-সুপ্রিয়ার ঘর দেখা যেত। ‘চারুলতা’ অভিনেত্রীর কথায়, ‘গ্লাস উইন্ডো দিয়েই দেখলাম ওঁরা (উত্তম-সুপ্রিয়া) ঠিক আছেন কিনা। আর তা দেখার পর পুরনো বাড়িতে গজানো মাধবীলতা ফুল ছিঁড়ে ওঁদের ছুঁড়ে মেরেছিলাম’।

Madhabi Mukhopadhyay Uttam Kumar and Supriya Devi

ফুল ছোড়ায় সুপ্রিয়া দেবী অবাক হয়ে গেলে মাধবী বলেছিলেন, ‘তোমার পতিসেবা দেখে দেবতারা খুশি হয়ে পুষ্পবৃষ্টি করছেন’। সম্পূর্ণ ঘটনায় কেউই রেগে যাননি। তবে এই বিষয়টি থেকেই বুঝে নেওয়া যায় কতখানি সরল মনে মজা-মস্করা করতেন তাঁরা। সুপারহিট ‘ছদ্মবেশী’ ছবির কথা আজও দর্শকদের মুখে মুখে ঘোরে। কিন্তু সেই ছবির শ্যুটিংয়ের এই কাহিনী যদি মাধবী শেয়ার না করতেন তাহলে হয়তো চিরকাল অজানাই থেকে যেত।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥