• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৯ বছরের ছোট মেয়ের প্রেমে পাগল ৩ সন্তানের বাবা রাজপাল যাদব!

Updated on:

When father of 3 childred Rajpal Yadav fell in love with 9 years younger Radha Yadav

হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির (Bollywood) অত্যন্ত জনপ্রিয় এক অভিনেতা (Actor) হলেন রাজপাল যাদব (Rajpal Yadav)। লোক হাসিয়ে বিপুল খ্যাতি আদায় করেছেন তিনি। অবশ্য শুধুমাত্র কৌতুক চরিত্রই নয়, অন্যান্য নানান ধরণের রোলে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছেন রাজপাল। বি টাউনের এই নামী অভিনেতা ১৯৭১ সালে জন্মগ্রহণ করেন। উত্তরপ্রদেশের কুদ্রার ছেলে তিনি,

কেরিয়ারের শুরুতে ছোটখাটো পার্শ্ব চরিত্রে অভিনয় করতেন রাজপাল। এরপর আস্তে আস্তে কমেডি রোলে অভিনয় করতে করতে পরিচিতি পাওয়া শুরু হয় তাঁর। সেই সঙ্গেই আসতে থাকে খ্যাতি এবং সাফল্য। সাম্প্রতিক অতীতে ‘জুড়ওয়া ২’, ‘ভুল ভুলাইয়া ২’র মতো ব্লকবাস্টার ছবিতে তাঁকে দেখেছেন দর্শকরা। বলিউডের এত নামী অভিনেতা হওয়া সত্ত্বেও রাজপালের ব্যক্তিগত জীবন বরাবর পর্দার আড়ালেই থেকেছে। আজকের প্রতিবেদনে সেই কাহিনীই তুলে ধরা হল।

Rajpal Yadav, Rajpal Yadav love story

বলিউডের এই নামী কমেডিয়ান বাস্তব জীবনে দু’বার সাত পাক ঘুরেছেন। তাঁর প্রথম স্ত্রীর (Rajpal Yadav wife) নাম করুণা (Karuna Yadav)। তাঁদের এক মেয়ে রয়েছে জ্যোতি। কিন্তু খুব অল্প বয়সেই মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন রাজপালের প্রথম স্ত্রী। মেয়ের (Rajpal Yadav daughter) জন্মের পরই প্রয়াত হন করুণা।

শোনা যায়, ১৯৯২ সালে করুণার সঙ্গে সাত পাক ঘুরেছিলেন রাজপাল। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু সমস্যা দেখা দেয় তাঁদের মেয়ে জ্যোতির জন্মের পর। জানা যায়, প্রথমস সন্তানের জন্মের পর নানান শারীরিক সমস্যা দেখা দিয়েছিল করুণার। এরপর মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। স্ত্রীকে হারানোর পর অভিনেতা ভেবেছিলেন, একাই জীবন কাটিয়ে দেবেন। তবে এমনটা হয়নি। সব কিছু বদলে যায় রাধার (Radha Yadav) সঙ্গে আলাপ হওয়ার পর।

Rajpal Yadav wife, Radha Yadav

রাজপাল একবার এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ‘দ্য হিরো’ ছবির শ্যুটিংয়ে তিনি যখন কানাডা গিয়েছিলেন তখন তাঁর রাধা সঙ্গে আলাপ হয়। শোনা যায়, এক কমন বন্ধুর মাধ্যমে প্রথমে আলাপ হয় তাঁদের। অল্প সময়ের মধ্যেই সেই আলাপ ভালোলাগা এবং এরপর ভালোবাসায় পরিণত হয়। এরপর তাঁর গলাতেই মালা দিয়েছিলেন অভিনেতা। রাজপাল জানিয়েছিলেন, ‘আমার স্ত্রী রাধা আমার চেয়ে ৯ বছরের ছোট। আমরা ভালোবেসে বিয়ে করেছিলাম’।

Rajpal Yadav wife, Radha Yadav

রাজপালকে ভালোবেসে কানাডা থেকে মুম্বই এসেছিলেন রাধা। বিয়ের পর তাঁদের দুই সন্তানের জন্ম হয়। দুই মেয়ে রয়েছে রাজপাল এবং রাধার। দুই স্ত্রী এবং মেয়েদের নিয়ে সুখে সংসার অভিনেতার। অপরদিকে রাজপালের প্রথম পক্ষের মেয়ে জ্যোতির বিয়েও হয়ে গিয়েছে। এই বয়সেই শ্বশুর হয়ে গিয়েছেন ‘ভুল ভুলাইয়া’ অভিনেতা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥