বলিউডের (Bollywood) অত্যন্ত ভার্সেটাইল একজন অভিনেতা (Actor) হলেন ইমরান হাশমি (Emraan Hashmi)। বহু ছবিতে সাহসী এবং চুম্বন দৃশ্যে অভিনয় করার জন্য তাঁর নামের পাশে জুড়ে গিয়েছে ‘সিরিয়াল কিসার’ তকমা। তবে পর্দায় প্রচুর বোল্ড দৃশ্যে অভিনয় করলেও বাস্তব জীবনে ইমরান কিন্তু পাক্কা ‘ফ্যামিলি ম্যান’। স্ত্রী এবং ছেলে নিয়ে সুখে সংসার করেন তিনি।
ইমরান এমন একজন অভিনেতা যিনি বিতর্ক থেকে বরাবর দূরে থাকতেই ভালোবাসেন। কিন্তু তা সত্ত্বেও বহুবার নিজের বক্তব্যের সৌজন্যে চর্চার কেন্দ্রে উঠে এসেছেন তিনি। বেশ কয়েক বছর আগে যেমন রণবীর কাপুর এবং ক্যাটরিনা কাইফের সম্পর্ক নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করে সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছিলেন অভিনেতা।
আজ থেকে বেশ কয়েক বছর আগে করণ জোহর (Karan Johar) সঞ্চালিত জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ’এ (Koffee With Karan) অতিথি হিসেবে গিয়েছিলেন ইমরান। সেই শোয়ের র্যাপিড ফায়ার রাউন্ডের সময় করণ অভিনেতাকে জিজ্ঞেস করেন, তিনি রণবীর (Ranbir Kapoor) এবং ক্যাটরিনাকে (Katrina Kaif) কোনও পরামর্শ দিতে চান কিনা। জবাবে ইমরান ক্যাটকে উদ্দেশ্য করে বলেন, রণবীর ছেড়ে দেওয়ার কথা।
সেই সময় রণবীর এবং ক্যাটরিনা সম্পর্কে ছিলেন। শোনা যেত, দুই তারকার সম্পর্ক এতখানি গভীর হয়ে গিয়েছিল যে লিভ ইনে থাকতে শুরু করেছিলেন দু’জনে। সেই পরিস্থিতিতেই করণের শোয়ে গিয়ে ইমরান রণবীরকে পরামর্শ দিয়ে বলেন, ‘এবার ‘লেডিজ ম্যান’এর খেলাটা বন্ধ করো। সংবাদমাধ্যম আপনার থেকে আরও বেশি কিছুর প্রত্যাশা করে’।
একথা বলার পরই রণবীর-প্রেমিকা ক্যাটরিনাকে উদ্দেশ্য করে ইমরান বলেন, রণবীরকে ছেড়ে দেওয়ার কথা। কাকতালীয়ভাবে ইমরান এই পরামর্শ দেওয়ার কিছু সময় পরেই বিচ্ছেদের পথে হেঁটেছিলেন রণবীর এবং ক্যাট। ‘চিকনি চামেলি’র সঙ্গে ব্রেক আপের পর অভিনেতা এখন ইমরানেরই তুতো বোন আলিয়া ভাটের সঙ্গে সুখে সংসার করছেন।
গত বছর এপ্রিলে গাঁটছড়া বেঁধেছিলেন রণবীর-আলিয়া। নভেম্বর মাসে জন্ম হয় তাঁদের মেয়ে রাহার। স্ত্রী এবং কন্যাকে নিয়ে এখন পুরোদস্তুর ‘ফ্যামিলি ম্যান’ হয়ে গিয়েছেন একসময়কার ‘লেডি কিলার’ রণবীর। অপরদিকে ক্যাটরিনাও অতীত ভুলে নিজের জীবনে এগিয়ে গিয়েছেন। বলিউড অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে সুখে সংসার করছেন অভিনেত্রী।