• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

লোকভর্তি মঞ্চে মেজাজ হারিয়ে গালাগালি! অরিজিৎ সিংয়ের ভিডিও ভাইরাল হতেই হতবাক নেটপাড়া

Updated on:

Arijit Singh brusts out on anger in a concert old video goes viral on internet

অরিজিৎ সিং (Arijit Singh) বাংলার গর্ব, বাঙালির আবেগ। অবশ্য শুধুমাত্র বাংলার বলতে হয়তো ভুল হবে, মুর্শিদাবাদের জিয়াগঞ্জের এই ছেলে এখন গোটা ভারতের গর্ব হয়ে গিয়েছেন। আট থেকে আশি অরিজিতের গানে মুগ্ধ সকলে। মন ভাঙার কষ্ট হোক বা নতুন প্রেমের খুশি- সবেতেই সঙ্গী তাঁর গান। তবে নিজের দুর্দান্ত গানের পাশাপাশি অরিজিৎ নিজের মাটির মানুষ সুলভ ব্যবহারের জন্যেও প্রচণ্ড জনপ্রিয়।

এত বড় একজন তারকা, তাঁর গানে মুগ্ধ দেশ-বিদেশের তাবড় তাবড় তারকা। অথচ তা সত্ত্বেও অরিজিৎ চিরকাল মাটির কাছাকাছি থাকতেই ভালোবাসেন। তারকা হলেও আকাশে নয়, বরং মাটিতে পা রেখে চলতেই বিশ্বাসী তিনি। সেই জন্যেই তো এখনও জিয়াগঞ্জের ভিটেমাটি আঁকড়ে সেখানেই থাকেন তিনি। ঠাণ্ডা মাথার, সদাহাস্যময় এই ব্যক্তিত্বকে মেজাজ হারাতে দেখেননি প্রায় কেউই। তবে এবার অরিজিতের একটি ভিডিও (Video) সোশ্যাল মিডিয়ায় (Social media) তুমুল ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে মঞ্চে দাঁড়িয়েই ‘অশ্লীল’ শব্দ প্রয়োগ করছেন তিনি।

Arijit Singh, Arijit Singh angry

‘ফেম গুরুকুল’ থেকে শুরু হয়েছিল অরিজিতের কেরিয়ার। এরপর বলিউডের জনপ্রিয় সঙ্গীত পরিচালক প্রীতমের সহকারী হিসেবে কাজ করেছেন তিনি। তবে গানের রেওয়াজ কখনও বন্ধ করেননি। সেই কারণেই আজ গায়ক হিসেবে এত সফল বাংলার এই ছেলে। পাশাপাশি তাঁর উদার স্বভাবের কথাও কারোর অজানা নয়। কিন্তু সেই গায়কই কিনা মঞ্চে দাঁড়িয়ে ‘অশ্লীল’ শব্দ প্রয়োগ করলেন!

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অরিজিতের যে ভিডিওটি ভাইরাল (Viral) হয়েছে তা বেশ কয়েক বছর পুরনো। সেখানে দেখা যাচ্ছে, গান গাইতে গাইতে হঠাৎই মেজাজ হারান তিনি। মঞ্চে দাঁড়িয়েই একটি ‘অশ্লীল’ শব্দও প্রয়োগ করে ফেলেন। গায়কের এমন রূপ দেখে স্বাভাবিকভাবেই প্রচণ্ড অবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা।

Arijit Singh, Arijit Singh angry

অরিজিতের বয়স তখন অনেকটাই কম ছিল। মঞ্চে দাঁড়িয়ে রণবীর কাপুরের ‘রকস্টার’ ছবির গান ‘নাদান পরিন্দে’ গাইছিলেন তিনি। কিন্তু সেই সময় বারবার স্ট্যান্ডে থাকা মাইকটি নড়ছিল। আর সেই কারণেই মেজাজ হারান গায়ক। চিৎকার করে বলে ওঠেন, ‘কেউ এই মাইকটি ঠিক করুন’। সেই সঙ্গেই ‘কেশরিয়া’ গায়কের মুখ থেকে বেরিয়ে যায় একটি ‘অশ্লীল’ শব্দও। সঙ্গে সঙ্গে একজন এসে মাইকটি ঠিক করে দেওয়ার পর আবার গান গাইতে শুরু করেন অরিজিৎ।

সদাহাস্যময়, মাটির মানুষ নামে পরিচিত অরিজিতের এই ভিডিও দেখে অবাক হয়ে যান অনেকেই। তবে গায়কের অনুরাগীরা বিষয়টিকে স্বাভাবিকভাবেই দেখেছেন। তাঁদের কথায়, মাইকের জন্য মনোযোগ সহকারে গান গাইতে পারছিলেন না অরিজিৎ। তাই মেজাজ হারিয়ে ফেলাটা একেবারেই অস্বাভাবিক কিছু নয়। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আগের চেয়ে অনেক বেশি পরিণত হয়েছেন গায়ক। মেজাজ হারানো তো দূর, বরং কনসার্টের মাঝে অনুরাগীদের একাধিক আবদার হাসিমুখে পূরণ করতে দেখা যায় তাঁকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥