• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘আমি তোর টাকায় খাইনা’, সলমনকে ধুয়ে দিয়েছিলেন সরোজ খান, মুখদর্শন করেননি২৫ বছর!

বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রির দুই উজ্জ্বল নক্ষত্র হলেন সলমন খান (Salman Khan) এবং সরোজ খান (Saroj Khan)। একজন নৃত্য জগতের সম্রাজ্ঞী, দ্বিতীয়জন অভিনয় দুনিয়ার সুপারস্টার। সরোজের থেকে বয়সে অনেকটাই ছোট ছিলেন সলমন। সলমনের কেরিয়ার শুরু করার অনেক আগে থেকে ইন্ডাস্ট্রিতে কাজ করছিলেন তিনি। ষাটের দশক থেকে পথচলা শুরু হয়েছিল সরোজের। পরবর্তী চার দশক ইন্ডাস্ট্রিতে রাজত্ব করেছেন তিনি। প্রায় ৩০০০ গানের নৃত্য পরিচালনা করেছিলেন এই কোরিওগ্রাফার।

সলমনের সঙ্গেও কাজ করেছিলেন সরোজ। তবে একসঙ্গে কাজ করলেও এই দুই তারকার সম্পর্ক নাকি একেবারেই ভালো ছিল না। শোনা যায়, কোরিওগ্রাফার হিসেবে সরোজের আকাশছোঁয়া জনপ্রিয়তা কিছুতেই মেনে নিতে পারতেন না ভাইজান। সেই জন্য বহুবার তাঁর সঙ্গে কাজের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন তিনি।

   

Salman Khan and Saroj Khan, Saroj Khan scolded Salman Khan

একবার এক সাক্ষাৎকারে সলমনের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন সরোজ। কিংবদন্তি নৃত্যশিল্পী বলেছিলেন, তাঁর সঙ্গে কাজের অফার পেলেই তা মুখের ওপর বাতিল করে দিতেন সলমন। বলরেন, ‘সরোজ যদি কাজ করে তাহলে আমি কাজ করব না’। সম্প্রতি ফের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সরোজের এই ভিডিও। যা নিয়ে শুরু হয়েছে চর্চা।

সরোজের কথায়, ‘সলমন খান খুব স্পষ্ট করে বলেছিলেন যতক্ষণ অবধি তিনি সুপারস্টার হতে পারছেন না, ততক্ষণ অবধি তিনি আমার সঙ্গে কাজ করবেন না’। সলমনের এই জেদের কারণে বহুদিন একসঙ্গে কাজ করতে পারেননি তাঁরা। ইন্ডাস্ট্রির অন্দরের গুঞ্জন, ভাইজানের এই জেদের পিছনেও একটি কারণ ছিল। সেই ঘটনার সূত্রপাত হয় ‘আন্দাজ আপনা আপনা’ (Andaz Apna Apna) ছবির সেট থেকে।

Salman Khan and Saroj Khan, Saroj Khan scolded Salman Khan

১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন আমির এবং সলমন। এই সিনেমার একটি গানের জন্য পুরস্কারও পেয়েছিলেন আমির। সেই গানে ভাইজানের হাতে ধরিয়ে দেওয়া হয়েছিল একটি ঢোল। আর এটা কিছুতেই মেনে নিতে পারেননি তিনি। তাঁর রাগ গিয়ে পড়ে কোরিওগ্রাফার সরোজের ওপর। তিনি যদিও জানিয়েছিলেন, পরিচালক রাজকুমার সন্তোষীর নির্দেশ মেনেই গান কোরিওগ্রাফ করেছিলেন তিনি। তবে সলমনের যেভাবে মুখের ওপর ‘না’ বলেছিলেন তা একেবারেই মেনে নিতে পারেননি সরোজ।

ভাইজানকে সাফ বলেন, ‘আমার খাবার জোগাড় করে দেন আল্লাহ। তুই আমায় খাওয়াস না। কাজ না করলেও আমার কিছু যায় আসে না’। যদিও সময়ের সঙ্গে আস্তে আস্তে সলমনের রাগও ধুয়ে মুছে যায়। ২০১৯ সাল নাগাদ কাজ পাচ্ছিলেন না সরোজ। সেই সময় সকল তিক্ততা ভুলে তাঁকে নিজের ছবির অফার দিয়েছিলেন ভাইজান। এরপর কিংবদন্তি নৃত্যশিল্পীর মৃত্যুর পরে তাঁর পরিবারের পাশে গিয়েও দাঁড়িয়েছিলেন তিনি।

site