বলিউডের (Bollywood) ইতিহাসের আইকনিক জুটিগুলির মধ্যে একটি ছিল অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) এবং পারভিন বাবির (Parveen Babi)। একসঙ্গে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছিলেন তাঁরা। শোনা গিয়েছিল, একসঙ্গে কাজ করতে গিয়ে মন দেওয়া নেওয়াও হয়েছিল দু’জনের। কিন্তু বেশিদিন টেকেনি সেই সম্পর্ক। শুধু তাই নয়, অভিনেতার বিরুদ্ধে খুনের (Kill) চেষ্টার অভিযোগও এনেছিলেন পারভিন।
সত্তর-আশির দশকে বলিউডে রাজত্ব করেছেন যে অভিনেত্রীরা তাঁদের মধ্যে একজন হলেন পারভিন। সেই সময় দাঁড়িয়ে একাধিক সিনেমায় বোল্ড অবতারে ধরা দিয়েছিলেন তিনি। নিজের সাহসী লুক এবং ব্যক্তিত্বের জন্য দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয় ছিলেন অভিনেত্রী। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির একাধিক অভিনেতা-পরিচালকের সঙ্গেও তাঁর নাম জড়িয়েছিলেন।
ফ্যাশান সেন্স থেকে শুরু করে অভিনয় দক্ষতা- সবেতেই তুখোড় ছিলেন পারভিন। সেই সঙ্গে ছিল তাঁর মোহময়ী ব্যক্তিত্ব যা সহজেই যে কোনও পুরুষকে আকৃষ্ট করতো। বি টাউনের এই নামী ডিভা অমিতাভের সঙ্গে একাধিক সিনেমায় কাজ করেছিলেন। সেই তালিকায় নাম রয়েছে, ‘অমর আকবর অ্যান্টনি’, ‘দিওয়ার’, ‘নমক হালাল’র মতো ছবির।
অমিতাভ-পারভিনের অনস্ক্রিন রসায়নও ছিল দেখার মতো। তবে আপনি কি জানেন, এই পারভিনই একবার অমিতাভের বিরুদ্ধে খুনের চেষ্টা করার মারাত্মক অভিযোগ এনেছিলেন। একটি নামী সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, ‘বিগ বি’র বিরুদ্ধে পুলিশে অভিযোগও দায়ের করেছিলেন নায়িকা।
অমিতাভের বিরুদ্ধে পারভিনের করা এই মামলার কথা প্রকাশ্যে আসতেই চারিদিকে শোরগোল পড়ে যায়। বিষয়টি আদালত অবধিও গড়িয়েছিল বলে শোনা যায়। যদিও সেখান থেকে অভিনেতাকে ক্লিন চিট দিয়ে দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, সেই সঙ্গেই জানা গিয়েছিল যে অভিনেত্রী স্কিৎজোফ্রেনিয়ায় আক্রান্ত।
স্কিৎজোফ্রেনিয়া এক ধরণের মানসিক সমস্যা। এই সমস্যায় আক্রান্ত ব্যক্তিরা এমন জিনিস দেখতে পান বা অনুভব করেন যা বাস্তবে ঘটছে না। ডিএনের এক প্রতিবেদনে অমিতাভকে উদ্ধৃত করে লেখা হয়েছিল, ‘ওঁর (পারভিন) রোগের তীব্রতা এতটাই বেশি ছিল যে ও রীতিমতো মানুষকে ভয় পেত। সেই সঙ্গেই প্রচণ্ড বেশি পরিমাণে হ্যালুসিনেট করতো’।