• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মুখ বন্ধ না রাখলে কেরিয়ার শেষ করে দেব! রিতা কয়রালকে হুমকি দিয়েছিলেন অনুপম খের

Published on:

When Bollywood actor Anupam Kher threathend tollywood actress Rita Koiral

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির (Tollywood) নামী অভিনেত্রীদের তালিকায় অবশ্যই স্থান করে নেবেন রিতা কয়রাল (Rita Koiral)। খলনায়িকার চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। প্রয়াণের পরেও নিজের কাজের মাধ্যমে কোটি কোটি দর্শকের মনে বেঁচে আছেন অভিনেত্রী। তবে আপনি কি জানেন, টলিপাড়ার এই নামী অভিনেত্রীই মৃত্যুর কয়েক বছর আগে একটি বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন বলিউড (Bollywood) অভিনেতা অনুপম খেরের (Anupam Kher) বিরুদ্ধে।

২০১৯ সালে ১৯ নভেম্বর ইহলোক ছেড়ে পরলোক গমন করেন রিতা। অভিনেত্রীর যকৃতে ক্যান্সার বাসা বেঁধেছিল। মৃত্যুর কয়েক বছর আগেই অনুপমের বিরুদ্ধে একটি গুরুতর অভিযোগ এনেছিলেন এই নামী অভিনেত্রী। সেই অভিযোগের সঙ্গে জড়িয়ে ছিল কিংবদন্তি পরিচালক ঋতুপর্ণ ঘোষের একটি ছবির নামও। রিতার অভিযোগ ছিল, ‘দ্য কাশ্মীর ফাইলস’ অভিনেতা তাঁকে মিথ্যা বলতে বলেছিলেন এবং সেই সঙ্গেই রীতিমতো হুমকিও দিয়েছিলেন।

Anupam Kher threatened Rita Koiral

জনপ্রিয় একটি টক শোয়ে এসে অনুপমের বিরুদ্ধে মুখ খুলেছিলেন রিতা। তাঁর অভিযোগের কেন্দ্রে ছিল ‘বাড়িওয়ালি’ সিনেমা এবং অনুপম পত্নী তথা অভিনেত্রী কিরণ খের। এই ছবিটির জন্য জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছিল কিরণ এবং ছবির অন্যতম প্রযোজক ছিলেন অনুপম নিজে।

ঋতুপর্ণ ঘোষ পরিচালিত এই আইকনিক ছবিতে কিরণের গলায় ডাবিং করেছিলেন রিতা। কিন্তু জাত্য পুরস্কার অনুষ্ঠিত হওয়ার আগে তিনি জানতে পারেন, ডাবিং শিল্পী হিসেবে তাঁর নাম সেখানে যায়নি। যদিও তখন সেই বিষয়টি নিয়ে খুব একটা বিচলিত হননি তিনি। কিন্তু যখন রিতা জানতে পারেন, তাঁর পরিচয় প্রকাশ্যে আসলে তিনিও জাতীয় পুরস্কারে ভূষিত হতে পারেন তখন অনুপমের বিরুদ্ধে সরব হন।

Anupam Kher threatened Rita Koiral

রিতাকে ফোন করে নাকি অনুপম বলেছিলেন, ‘’বাড়িওয়ালি’র জন্য ডাবিং করে তুমি যে টাকা পেয়েছ সেটা আসল নয়। তোমার জন্য আরও অর্থ নির্ধারণ করা আছে। কিন্তু তুমি জানাতে পারবে না কিরণের ডাবিং তুমি করেছিলে। আর তুমি যদি এটা না করো, তাহলে মুম্বইয়ে তোমায় ঢুকতে দেব না। আর কলকাতাতেও কীভাবে কাজ পাও সেটা আমি দেখে নেব’।

এখন নিশ্চয়ই ভাবছেন কেন রিতাকে হুমকি দিয়েছিলেন অনুপম? তাহলে জানিয়ে রাখি, ‘বাড়িওয়ালি’র জন্য কিরণ জাতীয় পুরস্কার পেতেনই না যদি জানা যেত তাঁর কণ্ঠ ডাবিং করা হয়েছিল। রিতার দাবি অনুযায়ী, স্ত্রীকে জাতীয় সম্মানে ভূষিত করার জন্যই এমন ছলনা করেছিলেন অনুপম। পরবর্তীকালে ঋতুপর্ণ ঘোষ নিজে বিভিন্ন জায়গায় বিষয়টি নিয়ে দুঃখপ্রকাশ করেছিলেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥